Tag: নওগাঁ

  • নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

    নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

    নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ বলা হয়েছে, নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে তা বাতিল করা হবে।

    তিনি আরও বলেন, পরে ওই আসনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বর্তমান বাকি বৈধ প্রার্থীরা তখনও প্রার্থী হিসেবে থাকবেন।

    শুক্রবার ভোরে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) মারা যান। গত ২৭ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র উচ্চ আদালতের রিট আবেদনের মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী ছিলেন আমিনুল হক। তবে নির্বাচনের মাঠে তার তেমন কোনো প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি।

  • নওগাঁয় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

    নওগাঁয় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

    নওগাঁয় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে পত্নীতলা ও পোরশা উপজেলার পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

    তারা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) ও মোতাহার হোসেন (৩৫); দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) এবং পোরশা উপজেলার নীতপুর সোহাতী গ্রামের তছির উদ্দিন মণ্ডলের ছেলে আজিজুল হক (৬৫)।

    স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিকালে খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন নিজ এলাকায় একটি আমবাগানে কাজ করছিলেন।

    এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে দুজনই মারা যান। অপরদিকে ছোট মহারন্দী এলাকার মাসুদ রানা নামে এক ব্যক্তিও বিকেলে আমবাগানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। পরে স্বজন ও স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।

    এদিকে পোরশার নীতপুরে বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে আজিজুল হক নামে এক কৃষক মারা গেছেন।

    এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, আজিজুল হক বিকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা গিয়ে আজিজুলের লাশ উদ্ধার করেন।

     

  • নওগাঁয় দাঁড়ানো ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

    নওগাঁয় দাঁড়ানো ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

    নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কার দুই পান ব্যবাসয়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

    আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

    শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মনের ছেলে দীনেশ চন্দ্র (৩৮) ও দীনবন্ধুর ছেলে দীনেশ বর্মন (৩৬)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো ছিল। অপরদিকে কুড়িগ্রাম থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১৩১০) রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে পান কেনার জন্য যাচ্ছিল।

    আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় ভোর ৫টার দিকে খড়বোঝাই ট্রাকটি থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আঘাত করা ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের সামনে চালকের পাশে বসে থাকা পান ব্যবসায়ী দীনেশ চন্দ্র ও দীনেশ বর্মন ঘটনাস্থলেই মারা যায়।
    এসময় চালক ও ট্রাকের ওপর থাকা আরও চারজন আহত হয়। ট্রাকচালক শিপন আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    জানা গেছে, পান ব্যবসায়ীরা কুড়িগ্রাম থেকে খড় নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে নিয়ে যান। হাট থেকে ফেরার পর পান কিনে আবার কুড়িগ্রামে ফিরে যান।

    মান্দা থানার ওসি শাহিনুর রহমান যুগান্তরকে বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত অন্যদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

    নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

    নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছে।

    শনিবার রাতে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    সুলতানা পারভীন জানান, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১৪ জুলাই গ্রামের বাড়িতে যান।

    এরপর ২৩ জুলাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। আজ শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয়।

    বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা ভালো না জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।

    টানা তিনবারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন।

    মোঃ ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা সন্দেহে যুবককে বাড়িতে ঢুকতে দেয়নি গ্রামবাসী, বিনা চিকিৎসায় মৃত্যু

    করোনা সন্দেহে যুবককে বাড়িতে ঢুকতে দেয়নি গ্রামবাসী, বিনা চিকিৎসায় মৃত্যু

    নওগাঁর রাণীনগরে ঢাকা থেকে গ্রামে আসা আল আমিন (২২) নামের এক যুবককে করোনা আক্রান্ত সন্দেহে বাড়িতে ঢুকতে দেয়নি গ্রামবাসী। অসুস্থ আল আমিন তিনটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) রাতে তার মৃত্যু হয়। আল আমিনের মৃতদেহ গ্রামে নিয়ে এলে কোনও লোকজন তার কাছে যাচ্ছে না।

    আল আমিন রাণীনগরের কালীগ্রাম ইউনিয়নের অলংকার দীঘি গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

    মকলেছুর রহমান বলেন, ‘আল আমিন ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতো। শুক্রবার (২৭ মার্চ) রাতে জ্বর আর কাশি নিয়ে ঢাকা থেকে নওগাঁয় আসে। শনিবার সকালে সেখান থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসার সময় করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে মেম্বার ও গ্রামের লোকজন তাকে আসতে দেয়নি। বাধ্য হয়ে এলাকার ভেটি স্ট্যান্ড থেকে চিকিৎসার জন্য আদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা না করেই ফিরিয়ে দেন চিকিৎসকরা। এরপর আবারও ছেলেকে কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসি। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পরে তার সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসকরা দেখেই হাতে কাগজ ধরিয়ে দিয়ে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। নওগাঁ হাসপাতালে পৌঁছার পর সেখানেও ভালোভাবে না দেখে রাজশাহী নিয়ে যেতে বলে হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর আমার ছেলের জ্বর কোনোভাবেই কমছিল না। পরে সে মারা যায়।’

    নওগাঁ সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, ‘যেহেতু নওগাঁ সদর আধুনিক হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার কোনও ব্যবস্থা নেই সেহেতু আমরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। বেশি দিন জ্বর থাকায় ব্রেনে ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়েছে।’

  • পুলিশের মহানুভবতায় পিতা-মাতার কোলে ফিরল তিন শিশু

    পুলিশের মহানুভবতায় পিতা-মাতার কোলে ফিরল তিন শিশু

    নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাওয়া তিন শিশু ফিরল মা-বাবার কোলে। গতকাল রবিবার রাতে তাদের মা-বাবার হাতে তুলে দেয় পুলিশ। সন্তানদের ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা-মাতাগণ।

    ওই তিন শিশু হলো- বাগমাড়া উপজেলার বীরকয়া গ্রামের মান্নান মণ্ডলের ছেলে শিহাব, একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ।

    উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরাঘুরি কালে ছোট্ট তিন শিশুকে আত্রাই থানার ডিএসবি নুরুল ইসলাম দেখতে পায়। পরে তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তারা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে তারা ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে। পরে তিনি তাদের থানায় নিয়ে যান।

    থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, হারিয়ে যাওয়া ওই শিশুদের থানায় নিয়ে এসে রাতের খাবার খাওয়ানোর পর তাদের পরিবারে খবর পাঠালে তারা থানায় আসেন। পরে রাতেই সংবাদকর্মীদের উপস্থিতিতে তাদের মা-বাবার কাছে তুলে দেয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

  • মামাকে নানা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, দুদকের মামলা

    মামাকে নানা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, দুদকের মামলা

    নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুলাল হোসেনের (৩০) বিরুদ্ধে ভুয়া পরিচয় ব্যবহার করে মামাকে নানা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে নিয়োগ নেয়ার অভিযোগে রাজশাহী দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলা দায়ের করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ অক্টোবর দৈনিক সংবাদ পত্রিকায় সংরক্ষিত কোটায় ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দুলাল হোসেন ওই বছরের ৮ নভেম্বর আবেদন করে চূড়ান্ত নির্বাচিত হন। ২০১৩ সালের ২৪ জুলাই দুলালের নামে সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগপত্র ইস্যু করা হয়। ১২ আগস্ট তিনি রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে যোগদান করেন। মে/২০১৯ পর্যন্ত তিনি মোট ১৩ লাখ ৮৭ হাজার ৯৮৪ টাকা বেতন ও ভাতাদি উত্তোলন করেছেন।

    দুলাল হোসেন ২০০৫ সালে দাখিল এবং ২০০৯ সালে কৃষি ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। চাকরি পাওয়ার জন্য তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে ইস্যুকৃত বর্তমানে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আলী মন্ডল, পিতা-মৃত মকিম উদ্দিন মন্ডল, সাং- তুড়গ্রাম, ডাকঘর- বৈদ্যপুর, উপজেলা-মান্দা, জেলা-নওগাঁ এর মুক্তিযোদ্ধা সনদ আবেদনপত্রের সঙ্গে দাখিল করেন।

    একইসঙ্গে মো. রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ভালাইন ইউনিয়ন পরিষদ, মান্দা, নওগাঁ এর স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র দাখিল করেন। প্রত্যয়নপত্রে তার মা দুলোতন বিবিকে মো. ইব্রাহিম মণ্ডলের জ্যেষ্ঠ কন্যা বলে উল্লেখ করা হয়। তবে ভালাইন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জানানো হয়েছে- এধরনের কোনো প্রত্যয়নপত্র ইস্যু করা হয়নি।

    মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বলেন, এ ব্যাপারে একটা অভিযোগ আমার কছে এসেছে। বিষয়টা তদন্তাধীন আছে। আমি তদন্তাধীন কোনো বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরইমধ্যে দুদক রাজশাহী কার্যালয়ে সাক্ষাৎকার দিয়েছেন দুলাল হোসেন। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    রাজশাহী দুদক সমন্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের অনুসন্ধানে মামাকে নানা বানিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে চাকরি পাওয়ার প্রমাণ মিলেছে। সেই অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি দুদক রাজশাহী জেলা কার্যলয়ে মামলা হয়েছে।

  • হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

    হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

    একাদশ জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

    আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী বিমানবন্দরে নেমে ব্যক্তিগত মাইক্রোবাসে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মান্দার ফেরিঘাট মসজিদের পাশে হুইপকে প্রোটোকল দেয়া পুলিশের পিকআপটি আগে পার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মাঝখানে ঢুকে যায়। এতে ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হুইপের ডান পায়ে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হুইপ জয়পুরহাটের উদ্দেশ্যে চলে যান।

    নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এছাড়াও হুইপ প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে চলে গেছেন।

  • নওগাঁয় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

    নওগাঁয় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

    নওগাঁর পোরশা সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এরমধ্যে গুলিবিদ্ধ একজনের লাশ বাংলাদেশ সীমান্তে ও অন্য দুজনের লাশ ভারতীয় সীমান্তে পড়ে রয়েছে।

    এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

    এছাড়া, চলতি মাসের শুরু থেকে প্রথম ২২ দিনে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে ৮ জন বাংলাদেশি।

  • নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ডিবি পুলিশ নিহত

    নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ডিবি পুলিশ নিহত

    নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের পাশে খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির ও কনস্টেবল মুনির উদ্দিন। তাদের দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

    নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, তারা দুজনই মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথে আগ্রাদ্বিগুণ বাজারের আগে খাদ্যগুদামের পাশে রাস্তায় মোড় নেয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

    এতে ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান। গুরুতর আহতবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।