Tag: নওফেল

  • শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেলো ১২ হাজার পরিবার

    শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেলো ১২ হাজার পরিবার

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৪ টি ওয়ার্ড যথাক্রমেঃ ১৫নং বাগমনিরাম, ১৬নং চকবাজার, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং দক্ষিণ বাকলিয়া, ১৯নং পূর্ব বাকলিয়া, ২০নং দেওয়ানবাজার, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ২৩নং উত্তর পাঠানতলি, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গীবাজার, ৩৪নং পাথরঘাটা, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলর এর মাধ্যমে ১২০০০(বারো হাজার) পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছেন।

    প্রতিটি প্যাকেট আছে ৫ কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ টি কন্ডেন্স মিল্ক কোটা, ২০০ গ্রাম চা পাতা, ১ কেজি লবন।

    নগরীর জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পে থেকে গত ২৪শে মার্চ থেকে আজ(৩০ মার্চ) পর্যন্ত ১৪ ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে পোঁছে দেওয়া হয়েছে। সেইখান থেকে তৃণমূল পর্যায়ে বিতরণ করা হবে।

    এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে সেই নির্দেশনা মতে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষ কে কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এই সকল কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু’র পরিবারের সকল সদস্যদের জন্য উপমন্ত্রী নওফেল সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • বঙ্গবন্ধু কন্যার বদৌলতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত কোভিড হাসপাতাল:নওফেল

    বঙ্গবন্ধু কন্যার বদৌলতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত কোভিড হাসপাতাল:নওফেল

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নবসংযুক্ত ৮ টি আইসিইউ শয্যা উদ্বোধন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, গতবছর করোনা শুরুর আগে আমরা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল-কে একভাবে দেখেছিলাম। করোনার শুরুর আগে যেখানে এই হাসপাতালে একটি আইসিইউ ও ছিল না সেইখানে আজকে উদ্বোধন হওয়া ৮ টি সহ মোট ১৮ টি আইসিইউ শয্যা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টায় যা সম্ভব হয়েছে। কোন কিছু না থাকা থেকে এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ একটি বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। ১ বছরের ভিতরে যুগান্তকারী পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ জানাই।

    তিনি আরো বলেন, কখনো বলে এসেছি আবার অনেক সময় না বলেও এসেছি কিন্তু যখনই জেনারেল হাসপাতালে এসেছি এইখানে স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকল-কে পেয়েছি। অনেক জায়গায় চিকিৎসক-নার্সের সংকট থাকলেও সবসময় এইখানে স্বাস্থ্যসেবা সাথে জড়িতদের উপস্থিতি আমি দেখেছি। তার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাই।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, গত ১ বছর আগে করোনার প্রকোপ যখন শুরু হয়েছিল তখন স্বাস্থ্য সেবার যে সংকট ছিল তা অনেক টা কেটে গেছে। এখন প্রায় সকল বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হচ্ছে। প্রথম দিকে তেমন কোন ধারণা না থাকলেও আমাদের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সেবার সাথে জড়িত সকলে করোনা ভাইরাসের চিকিৎসার বিষয়ে এখন বেশ অভিজ্ঞ। কিন্তু করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে হলে যথাযথ স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহারে কোন বিকল্প নেই বলে তিনি জানান।

    বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ আব্দুর রফ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডাঃ বিদুৎ বড়ুয়া, আইসিইউ ইনচার্জ ডাঃ রাজদীপ বিশ্বাস, উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।

  • ১২০জন শিক্ষার্থী-কে বৃত্তি দিলেন উপমন্ত্রী নওফেল

    ১২০জন শিক্ষার্থী-কে বৃত্তি দিলেন উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন পক্ষ থেকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ১২০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ১৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই বছর বাঙালির জন্য একটি বিশেষ বছর, এই বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ।
    তিনি ১৯২০ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০২০ সালে এসে আমরা এখন উনার জন্মশতবার্ষিকী পালন করছি।

    পিতা মুজিব না হলে আমরা কখনোই এই বাংলাদেশ পেতাম না। তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন পিতা মুজিবের জন্মশতবর্ষে সবাই যাতে করে অন্তত একটি করে ভালো কাজ করি। তার অংশ হিসেবে আজ বাকলিয়া এলাকায় ১২০ জন শিক্ষার মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।

    তিনি আরো বলেন, আমাদের সবার আর্থিক অবস্থা এক না। সবাই যে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করবে তা না। অনেকে আছে ভালো শিক্ষার্থী তারা অন্য শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করেও ভালো কাজটি করতে পারে। তিনি যার যার অবস্থান থেকে মুজিব বর্ষে পিতা মুজিব কে উৎসর্গ করে সবাইকে অন্তত একটি ভালো কাজ করার আহ্বান জানান।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। কারিগরি শিক্ষায় নিজেকে প্রশিক্ষিত করতে পারলে নিজের ভিত্তি শক্ত হবে।

    ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নুরুল আলম মিয়া’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আজিম নুরু, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, বখতিয়ার ফারুক, হোসেন বাদশ, শফিউল আজিম বাহার, এন. মোহাম্মদ রনি, নাদিম উদ্দিন প্রমুখ।

  • শিক্ষা উপমন্ত্রী নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু

    শিক্ষা উপমন্ত্রী নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু

    চট্টগ্রামে নিজে ভ্যাকসিন নিয়ে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।

    পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর তাদের সকলকে পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়।

    এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

    চমেক হাসপাতালের ৪র্থ তলায় ভ্যাকসিন প্রদানের জন্য চারটি বুথ রয়েছে। এর মধ্যে দুটি বুথে পুরুষ এবং দুটি বুথে মহিলাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিন অনলাইনে নিবন্ধনকৃত ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। অনলাইনে নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন। এ পর্যন্ত নিবন্ধনকৃত প্রায় দেড়শ জনের ফরম জমা হয়েছে।

  • লোহাগাড়ায় বায়তুশ শরফ ইছালে ছাওয়াব মাহফিল পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

    লোহাগাড়ায় বায়তুশ শরফ ইছালে ছাওয়াব মাহফিল পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিবসে মাহফিল পরিদর্শন ও আখেরী মোনাজাতে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা আখতরাবাদ এলাকায় তিনি মাহফিলে এসে পৌঁছান।

    এসময় তিনি বিশাল মাহফিল এলাকা ঘুরে দেখেন। পরে মোনাজাতে অংশ নেন। মাহফিলে আসরের নামাজের পূর্বে মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের নতুন পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

    পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজু, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • নিজের নির্বাচনী এজেন্টের মেয়ের চিকিৎসায় ৩ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

    নিজের নির্বাচনী এজেন্টের মেয়ের চিকিৎসায় ৩ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী রতন দত্ত এর কন্যা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সুপর্ণা দত্তের কিডনি প্রতিস্থাপন জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন জানতে পেরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপমন্ত্রী’র চশমা হিলের বাসভবনে উপস্থিত হয়ে রতন দত্তের জ্যেষ্ঠ কন্যা সুকন্যা দত্ত অনুদানের টাকা গ্রহণ করেন।

    এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, শাওন ঘোষ।

    এই সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাজের বিত্তবানদের সুপর্ণা দত্ত এর চিকিৎসায় সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে আরো সহযোগিতা করার হবে বলে আশ্বস্ত করেন।

  • মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: শিক্ষা উপমন্ত্রী নওফেল

    মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: শিক্ষা উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নগরীর মাদ্রাসা প্রধানদের সাথে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    প্রধান অতিথির বক্তব্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এর জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টার সারাদেশে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮০০ মাদ্রাসা বিল্ডিং তৈরির কাজ চলছে।তিনি মাদ্রাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছেন।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, মাদ্রাসা শিক্ষা-কে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কিন্তু সরকারের একক প্রচেষ্টায় কখনোই তা সম্ভব নয়, তাই তিনি সরকারের এই প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত সকলের সহোযোগিতা কামনা করেন।

    তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মাদ্রাসা শিক্ষা যাতে আন্তর্জাতিক শিক্ষার মানের সাথে মোটামুটি তুলনামূলক একটা অবস্থানে নিয়ে আসতে পারি, আর শিক্ষা মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

    উপমন্ত্রী মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

    জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওছিউর রহমানের সভাপতিত্বে এবং দারুল উলুম কমিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহাসিন ভূঁইয়া এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছলিম উল্লাহ, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরোয়ার উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী বক্তব্য রাখেন এবং নগরীর সকল মাদ্রাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শিক্ষা ব্যবস্থায় সুদুর প্রসারি পরিবর্তন হয়-নওফেল

    আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শিক্ষা ব্যবস্থায় সুদুর প্রসারি পরিবর্তন হয়-নওফেল

    ডেস্ক নিউজ : শিক্ষা মন্ত্রণালয় এর উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আমরা স্বপ্ন দেখি এই দেশ এগিয়ে যাবে, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এই দেশ বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবে।

    কিন্তু বিগত সরকারের আমলে কি করেছে তারা? ৭৫ পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তৎকালীন অবৈধ দোসররা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। আগে আমরা নারী শিক্ষায় পিছিয়ে ছিলাম এখন তা ছেলেদের চাইতেও এগিয়ে। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে শিক্ষা ব্যবস্থায় সুদুর প্রসারি পরিবর্তন হয়।

    বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এক বিশেষ ওয়েবিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় বিশেষ ওয়েবিনারে আলোচক হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।

    ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুর যে শিক্ষা দর্শন ছিল- শিক্ষা হতে হবে বাস্তবমুখী, বুনিয়াদি শিক্ষা, শিক্ষা হতে হবে প্রযুক্তি নির্ভর, বৃত্তিমূলক শিক্ষা।

    নওফেল বলেন, বিগত সরকারের আমলে যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল তা আজ স্বয়ংক্রিয়। সারাদেশে ১৮০০ টি মাদ্রাসা ভবনের জন্য ৬ হাজার কোটি টাকা দিয়েছেন শেখ হাসিনা।

    একই অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, শেখ হাসিনা ৬ বছর নির্বাসনে থাকার পরে বাংলাদেশে ফিরে এসেছিলেন গণতন্ত্র উদ্ধার করার জন্যই।

    বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে গণমানুষের সংকট নিয়ে চিন্তা করেছেন, এবং তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন। শেখ হাসিনার এই পথ ছিল ঝঞ্জাবিক্ষুপ্ত প্রতিকূল ঝুকিপূর্ণ। আজকে তার জন্মদিনে তিনি নেত্রী থেকে বিশ্ব নেতায় পরিনত হয়েছেন শেখ হাসিনা।

    আমরা দেখেছি তার জন্মদিনে বিশ্বনেতাদের মনযোগ আকর্ষণ করেছেন। সবাই জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। গণভবনে বসে থেকে তিনি সারাদেশের খোজ খবর রাখেন।

    আওয়ামী লীগের দফতর সম্পাদক আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলকন্ঠী, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।

    বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র বেচে থাকা আমাদের জন্য আশীর্বাদ। তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা কৃতজ্ঞতা প্রাকাশ করছি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ধর্ম প্রতিমন্ত্রী’র মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল এর শোক

    ধর্ম প্রতিমন্ত্রী’র মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল এর শোক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল’র শোক

    মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল’র শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে শিক্ষা উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা, দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের অকুতোভয়, শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম না ফেরার দেশে চলে গেলেন।

    নওফেল বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধারভরে স্মরণ করবে।’

    নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে শেষ আ’লীগ নেতার প্রাণ/মেয়রের ক্ষোভ,নওফেলের শোক

    বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে শেষ আ’লীগ নেতার প্রাণ/মেয়রের ক্ষোভ,নওফেলের শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বুকে প্রচণ্ড ব্যাথা নিয়ে চট্টগ্রামের সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে ছুটোছুটি করতে করতেই না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানা আওয়ামী লীগের সাধারণ শফিউল আলম সগীর। মঙ্গলবার সকালে চিকিৎসা বঞ্চিত হয়ে তিনি মারা গেছেন।

    কোন হাসপাতালেই তাকে ভর্তি করেনি, চিকিৎসাও দেননি অভিযোগ স্বজনদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছিরসহ আওয়ামী লীগ নেতারা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    জানা গেছে, শফিউল আলম সগীরের হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার সকাল এগারোটার দিকে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসাতো দুরে থাক ভর্তি করাও হয়নি।

    এরপর সেখান থেকে জি ই সি মোড়স্থ মেডিকেল সেন্টার নেওয়া হয় সেখানেও তার চিকিৎসা সেবা দিতে অপারগতা প্রকাশ করে হাসপাতালের কর্মরতরা। এদিকে বুকের ব্যথায় ছটফট করা এ আওয়ামী লীগ নেতাকে নিয়ে আবারো ছুটলো নতুন হাসপাতালের খোঁজে।

    পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে তাকে নেওয়া হলে সেখানেও প্রথমে তার চিকিৎসা প্রদানে অপারগতা প্রকাশ করে। পরে অবশ্য বিভিন্ন তদবির ও কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় তাকে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ভর্তি হওয়ার পর চিকিৎসা শুরুর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    স্বজনরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার। তাকে নিয়ে সরকারি বেসরকারি ৩টি হাসপাতালে ছুটোছুটি করেছি। তাদের অভিযোগ করোনা উপসর্গ সন্দেহে তাকে কোন হাসপাতালেই ভর্তি করতে চাইনি। সামান্য চিকিৎসার অভাবে নির্মমভাবেই মারা গেলেন চট্টগ্রামের এই আওয়ামী লীগ নেতা।

    চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বায়েজিদ থানা আওয়ামী লীগের সেক্রেটারি সগিরের মৃত্যুর ঘটনায় বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

    একইদিন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এক জুমের কনফারেন্সে ক্ষোভ প্রকাশ করে সচিবকে তিনি বলেন, ‘আজকে সকালে আমাদের থানা আওয়ামী লীগের এক সেক্রেটারি স্ট্রোক করেছিলেন।

    তাকে তিন চারটা হাসপাতালে নেওয়া হলেও কোনও হাসপাতালেই সিট খালি নেয় এমন অজুহাতে ভর্তি করায় নি। পরে যখন পার্কভিউ হাসপাতালে নেওয়া হলো তখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তিনি আর বেঁচে নেই।

    বায়েজীদ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুন বলেন ”হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সগীর ভাই। কিন্তু করোনা সন্দেহ করে উনাকে চিকিৎসা দেয়নি হাসপাতালগুলো।

    সঠিক সময়ে চিকিৎসা পেলে সগীর ভাইকে এভাবে আমাদের হারাতে হতো না। আমরা আশা করবো, চট্টগ্রামের আর কোন মানুষ যেন চিকিৎসা সুবিধা বঞ্চিত হয়ে এভাবে অকালে মৃত্যুর কোলে ঢলে না পড়েন।

    শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের শোক : বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম ছগির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল(এম.পি)।

    শোক বার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, ছাত্রলীগ-যুবলীগ করে তৃণমূল থেকে উঠে আসা বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির এর মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও মেধাবী সংগঠক হারালো। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।

    শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বিআইডিআইডি হাসপাতালে করোনা শনাক্তের একহাজার কিট হস্তান্তর করলেন নওফেল

    বিআইডিআইডি হাসপাতালে করোনা শনাক্তের একহাজার কিট হস্তান্তর করলেন নওফেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : করোনা শনাক্ত করণ ১ হাজার কিট নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    আজ ৩০ মার্চ সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় নয়শ সরকারী ও একশত ব্যক্তিগত করোনা ভাইরাস শনাক্তকরণ কিট নিয়ে গাড়ি যোগে তিনি ঢাকা থেকে সরাসরি ফৌজদার হাট বিআইটিআইডি হাসপাতালে আসেন।

    সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আইইডিসির পক্ষ থেকে পাঠানো কিটগুলো বিশেষ যত্নসহকারে নিয়ে তিনি সড়ক পথে রওনা দেন। নওফেল সরকারী নয়শত কিট ছাড়াও তিনি ব্যাক্তিগত পক্ষ থেকে একশত কিট, একশত পিপিই, একহাজার মাস্ক, আড়াইশত পিস মাথার ক্যাপ হাসপাতালে হস্তান্তর করেন।

    ব্যারিস্টার নওফেল বলেন, এই মুহুর্তে যানবাহন চলাচলে বাধা নিষেধের মধ্যে কিটগুলো যথাসময়ে নিরাপদে পৌঁছানো দরকার। তাই আমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আমি ফৌজদারহাট বিআইটিআইডিতে পৌঁছে দিয়েছি।

    সরকার যেকোন মোকাবেলায় প্রস্তুত জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে আমরা সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাস মোকাবেলায় কিট, পিপিইসহ সবধরণের চিকিৎসা সামগ্রী মজুদ রাখা হয়েছে। এছাড়া দেশে কোন প্রকার খাদ্য সংকট নেই। সবাই করোনা মোকাবেলায় সচেতনতা মেনে চলতে হবে।করোনা শনাক্তের কিট নিয়ে হাসপাতালে নওফেল

    উল্লেখ্য, নানামুখী অনিশ্চয়তার মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত মঙ্গলবার দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের সঙ্গে। তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেন।

    নওফেলের এ উদ্যোগের ফলে প্রথম দফায় কিছু পরিমাণ কিট আসার পর গত বুধবার থেকে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ শুরু হয়। এবার দ্বিতীয় দফায় আরো একহাজার কিটের ব্যবস্থা হওয়ায় চট্টগ্রামে করোনা শনাক্তকরণের সুযোগ আরো বিস্তৃত হল।

    করোনা সামগ্রী হস্তাান্তর অনুুুষ্টানে অন্যান্যদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জেন সেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম সিটি করর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার, বিআইটিআইডি’র পরিচালক ডা. এম.এ হাসান, করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    ২৪ ঘন্টা/ আর এস পি