Tag: নওয়াজ শরীফ

  • স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত নওয়াজ শরিফ

    স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত নওয়াজ শরিফ

    পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজতি হয়েছেন। এবারের নির্বাচনী প্রেক্ষাপটে এটি বিরাট আশ্চর্যজনক ঘটনা।

    ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, নওয়াজ শরিফ এই আসনে ৬৩ হাজার ৫৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে, শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। অর্থাৎ ১১ হাজার ৬৫৯ ভোটে পরাজিত হয়েছে নওয়াজ।

    ‘অনাকাঙ্ক্ষিত’ এই ফলাফলকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জন্য বড় বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। অবশ্য নওয়াজ শরিফ লাহোরের এনএ-১৩০ আসনেও প্রার্থী হিসেবে রয়েছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদ।

    এখন পর্যন্ত প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে, নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা ৫টি আসনে ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ৪টি আসনে জয় পেয়েছেন।

  • চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে নওয়াজ

    চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে নওয়াজ

    অবশেষে নানা জল্পনা-কল্পনার পর কোনো শর্ত ছাড়াই চিকিৎসা সেবা নিতে লন্ডন গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

    মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে লাহোর বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশ ত্যাগ করেন।

    এই সফরে নওয়াজের সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড. আদনান খান, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের বর্তমান প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, দলের জ্যেষ্ঠ নেতা ইরফান ও আবিদুল্লাজ জান।

    বিমানবন্দরে আসার পথে দলের হাজার হাজার নেতাকর্মীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নওয়াজকে অভিবাদন জানান। এ সময় অনেককে তসবিহ হাতে তার সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করতে দেখা যায়।

    অসুস্থ নওয়াজ শরীফের এই বিদেশ সফর প্রসঙ্গে পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি বলেন, ‘গত শনিবার (১৬ নভেম্বর) লাহোর হাইকোর্ট থেকে তাকে (নওয়াজ শরীফ) চিকিৎসার জন্য লন্ডন যেতে অনুমতি দেওয়া হয়। এবার তিনি মোট চার সপ্তাহ দেশটিতে থাকতে পারবেন। তবে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে সময় বাড়ানো হতে পারে।’

    বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ সময়কার প্রধানমন্ত্রী ছিলেন এই নওয়াজ শরীফ। ২০১৭ সালে নিজের তৃতীয় দফা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। মূলত এরপর নানা নাটকীয়তার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

    সেই কারাগারে থাকা অবস্থায় গত ২২ অক্টোবর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা দুই সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৩ নভেম্বর নওয়াজ শরীফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

    মূলত তখনই চিকিৎসকরা তাকে বিদেশ পাঠানোর পরামর্শ দিলে সরকারও এতে ইতিবাচক সাড়া প্রদান করে। যার প্রেক্ষিতে আদালত থেকেও সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যে কারণে এবার তিনি মোট চার সপ্তাহের জন্য লন্ডন সফরে গেলেন।