Tag: নগদ

  • নগদের মোবাইল ব্যাংকিং কেন অবৈধ নয়: হাইকোর্ট

    নগদের মোবাইল ব্যাংকিং কেন অবৈধ নয়: হাইকোর্ট

    নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

    রুলে অর্থ সচিবসহ সংশ্লিষ্টদেরকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

    অস্থায়ী লাইসেন্স নিয়ে নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসানুজ্জামান ও মো. আবু বকর সিদ্দিক রিটটি দায়ের করেন।

    জানা যায়, ২০১৯ সাল থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবসা পরিচালনা করে আসছে নগদ। নিয়ম অনুযায়ী যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান এমএফএস লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।

    নগদ ডাক বিভাগের একটি অঙ্গ প্রতিষ্ঠান বলে দাবি করে আসলেও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টোক কোম্পানিজের নথি পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশ ডাক বিভাগের কোনো শেয়ার নগদের নেই।

    ডাক বিভাগের অনুরোধে বাংলাদেশ ব্যাংক নগদকে একটি সাময়িক এমএফএস লাইসেন্স দেয়, যা আইনসিদ্ধ নয়। এ কারণে অস্থায়ী লাইসেন্স নিয়ে নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

    ২৪ঘণ্টা/এনআর

  • নগদ এ এক হাজার টাকা পাঠাতে খরচ পড়বে মাত্র ৬ টাকা

    নগদ এ এক হাজার টাকা পাঠাতে খরচ পড়বে মাত্র ৬ টাকা

    ২৪ ঘণ্টা সারাদেশ ডেস্ক || এখন থেকে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন মাধ্যম নগদ এ এক হাজার টাকা পাঠাতে খরচ পড়বে মাত্র ৬ টাকা।

    একজন ‘স্বাধীন মার্চেন্ট’ ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রয়োজনে ক্রয়কৃত মালামালের পেমেন্ট হিসেবে আরেকজন ‘নগদ’ ‘স্বাধীন মার্চেন্ট’কে পেমেন্ট করতে পারবেন হাজারে মাত্র ৬ টাকা খরচ করে।

    ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমলে পরোক্ষভাবে উপকৃত হবে বাংলাদেশের সব মানুষ।

    ফলে মানুষের জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলবে ‘নগদ’-এর এ উদ্যোগ।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ কার্যক্রমের উদ্বোধন

    ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ কার্যক্রমের উদ্বোধন

    বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন তিনি।

    এর আগে, যেকোনো মোবাইল একাউন্টের জাতীয় পরিচয় পত্র শনাক্ত করতে ৫ দিন সময় লাগতো। ‘পরিচয়’ এপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই বাছাই করতে সময় লাগে মাত্র এক মিনিট।

    এছাড়াও অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘আইএসবিএন ও বারকোড’ সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি-পে সেবা এবং টেসিস এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেছেন সজীব ওয়াজেদ জয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।