Tag: নগদ টাকা

  • সীতাকুণ্ডে হ্যান্ডিক্যাপ’র আয়োজনে ১৪০ জন প্রতিবন্ধীর মাঝে নগদ টাকাসহ সহায়তা প্রদান

    সীতাকুণ্ডে হ্যান্ডিক্যাপ’র আয়োজনে ১৪০ জন প্রতিবন্ধীর মাঝে নগদ টাকাসহ সহায়তা প্রদান

    সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী ব্যক্তি ও দরিদ্র পরিবারের মধ্যে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং দুপুর ১২ টায় ১নং বারৈয়ারঢাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সহায়তা প্রদান করা হয়। এসময় দুই ইউনিয়নের ১৪০ জন প্রতিবন্ধীর মাঝে নগদ টাকাসহ সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে ১৪০ জন প্রতিবন্ধীকে নগদ ৪ হাজার টাকা, মহিলাদের মাসিককালীন সুরক্ষার জন্য ৩ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, পরিবারের শিশুসহ অন্যান্য সকলের ব্যবহৃত ময়লা কাপড় ও ঋতুকালীন সময়ে ব্যবহৃত কাপড় পরিস্কার ও জীবাণু মুক্ত করার জন্য ব্যবহার করার জন্য কাপড় ধোয়ার ২কেজি গুঁড়া সাবান, পুষ্টির চাহিদা মেটানোর জন্য ৫ টি বারোমাসি চারাগাছ এবং করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধ করার জন্য ১০টি মাস্ক প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,বারৈয়ারঢাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, হ্যান্ডি ক্যাপ ইন্টারন্যাশনাল বেইজ ম্যানেজার আব্দুর গফুরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • করোনাকালেও দুর্ধর্ষ চুরি/প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

    করোনাকালেও দুর্ধর্ষ চুরি/প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনাকালেও চট্টগ্রাম নগরীতে সক্রিয় রয়েছে চোরের দল। আজ ৩০ মে শনিবার ভোরে নগরীর বায়েজিদ থানা জেলা পরিষদ আবাসিক এলাকার চৌধুরী ভিলার তৃতীয় তলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে এ চোরের দল।

    পারিবারিক সূত্রে জানা যায়, জানালার গ্রিল কেটে চোরের দল ঘরে প্রবেশ করে প্রায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও একটি দামি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। ঘরের মধ্যে পাওয়া একটি চেকতানাশক ওষূধের কৌটা দেখে পুলিশ ধারণা করছে চোরের দল ঘুমের মধ্যেই সকলকে অজ্ঞান করে তারপর চুরি সম্পন্ন করেছে।

    জানা যায়, হাটহাজারীর চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার বাসিন্দা মো. আলমগীর দীর্ঘদিন ধরে ওমানে থাকেন। তবে তার দুই মেয়ের পড়ালেখার সুবিধার্থে বায়েজিদ এলাকার চৌধুরী ভিলার তৃতীয় তলায় বাসা ভাড়া নিয়ে সন্তানদের সাথেই থাকেন তার স্ত্রী।

    ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে থানায় মামলা দায়েরের পর চুরির ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • রূপসা কিং গ্রুপে অভিযান, সাড়ে আট কোটি টাকা জব্দ (ভিডিও)

    রূপসা কিং গ্রুপে অভিযান, সাড়ে আট কোটি টাকা জব্দ (ভিডিও)

    চট্টগ্রামের ইপিজেড এলাকায় “রূপসা কিং গ্রুপ” নামের ক্ষুদ্রঋণ দানের সমবায় প্রতিষ্ঠান গার্মেন্টস শ্রমিকদের নানা প্রলোভন দেখিয়ে ৮-১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় ৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয় এবং গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

    মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় বন্দরনগরীর ইপিজেড মোড়ের চৌধুরী মার্কেটে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

    স্থানীয় এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করেছেন, ইপিজেডের শ্রমিকদের নানা প্রলোভন দিয়ে সংঘবদ্ধ চক্রটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

    প্রতারণার অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলো বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

    আগামীকাল আদালতের সহায়তায় আবারো সেখানে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এদিকে, প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করার পর রাতে সেখানে অনেক আমানতকারী জড়ো হন। আমানত ফিরে পেতে বিক্ষোভ করেন তারা।

    জানা গেছে, রূপসা কিং গ্রুপের নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান কোম্পানি। এর ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার।

  • মিরসরাইয়ে মাদরাসায় চুরি : সরকারি লেপটপ ও নগদ টাকা লুট

    মিরসরাইয়ে মাদরাসায় চুরি : সরকারি লেপটপ ও নগদ টাকা লুট

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

    মাদরাসার লেপটপ, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    মাদরাসা সুপার মাওলানা মো. আলা উদ্দিন জানান, রবিবার রাতের কোন এক সময় দাখিল মাদরাসা ও নূরানী বিভাগের অফিসের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল।

    এরপর আলমিরা ও ড্রয়ার ভেঙ্গে সরকারী অনুদানের একটি লেপটপ দোয়েল, মাদরাসার ১৫ হাজার টাকা, শিক্ষক সমিতির ২০ হাজার ৮শ, শিক্ষার্থীদের শিক্ষা সফরের ৬ হাজার ৫শ, কিন্ডার গার্টেন এর ১৫ হাজার ২শ, এতিমখানার ৫ হাজার ৩শ, বই বিতরণ বাবদ ২ হাজার, মসজিদ ফান্ডের ৫ হাজার নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার টাকা নিয়ে যায়। ৫-৬টি আলমিরা ভেঙ্গে ফেলে কাগজপত্র তছনছ করে।

    এই বিষয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

    মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নুর মোহাম্মদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি লেপটপ ও নগদ টাকা চুরি হয়েছে। এই বিষয়ে মাদরাসার সুপার বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি থানা মইজ্জ্যারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. জমির উদ্দিন প্রকাশ মিজানুর রহমান (৩২) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

    রবিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করেন নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার মিজানুর রহমান কর্ণফুলি থানা চরলক্ষ্যা এলাকার মৃত হামিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরো খবর : ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার

  • সংগীত শিল্পী রবি চৌধুরীর চট্টগ্রামের বাসভবনে চুরির অভিযোগ

    সংগীত শিল্পী রবি চৌধুরীর চট্টগ্রামের বাসভবনে চুরির অভিযোগ

    বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরীর চট্টগ্রামের বাস ভবনে চুরির অভিযোগ পাওয়া গেছে।

    রবিবার দিনে-দুপুরে চট্টগ্রাম নগরীর চাদগাঁও থানা সাবান ঘাটা এলাকায় রবি চৌধুরীর বিল্ডিংয়ের ৪র্থ তলার ভাড়াটিয়া স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন ফারুকের বাসায় এ চুরির ঘটনাটি ঘটে। এতে চোরের দল ৫ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবুল বাশার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দুপুরে বাসার সদস্যদের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে চোররের দল রবি চৌধুরীর ভবনের ভাড়াটিয়া স্কুল শিক্ষকের বাসায় চুরি করে মালামাল নিয়ে গেছে। পুলিশ এ ঘটনার অনুসন্ধান এবং চোর চক্রকে ধরতে অভিযান শুরু করেছে।

    এ ঘটনার পর মামলা করতে ওই স্কুল শিক্ষক থানায় গেছেন বলে ওসি জানান।

    আরো:: কিশোরগঞ্জের হামিদ পল্লীতে এবারের ইত্যাদি