Tag: নগরীতে

  • চট্টগ্রাম করোনার ভয়াবহ ছোবল, একদিনে ৬৫ জন আক্রান্ত, মৃত্যু ১

    চট্টগ্রাম করোনার ভয়াবহ ছোবল, একদিনে ৬৫ জন আক্রান্ত, মৃত্যু ১

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে আজ করোনার ভয়াবহ ছোবল পড়েছে। চট্টগ্রামের করোনা পরীক্ষার তিন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    তিনটি ল্যাবে মোট ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলা ও বাইরের জেলায় সর্বমোট ৮০টি পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম শহর ও জেলায় ৬৫ জন এবং চট্টগ্রামের বাহিরের জেলায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৩২ জন এবং নোয়াখালী জেলার ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। 

    চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৮৩ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৮ ফেনী জেলার ১ এবং নোয়াখালী জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ১২ টি নমুনা পরীক্ষা করে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একজনের করোনা শনাক্ত হয়।

    আজ সোমবার (১১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৩৩ জন।

    এর মধ্যে চট্টগ্রাম নগরে ৪১ জন, জেলায় ২৪ জন এবং ফেনী ১ নোয়াখালী জেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়।

    নগরীতে আক্রান্তরা হলেন- গ্রীনভিউ সোসাইটি ১, কর্নেলহাট ১, নোয়াপাড়া পাহাড়তলী ১, বাঁচা মিয়া রোড ১, পশ্চিম বাঘঘোনা লালখান বাজার ১, নয়াবাজার মৌসুমি ১, আকবরশাহ ১, চকবাজার ১, পশ্চিম নাসিরাবাদ ১, পাঁচলাইশ ১, ফিল্ড হাসপাতাল ১, দামপাড়া পুলিশ লাইন ১, নন্দন কানন ১, ছোটপুল (আগ্রাবাদ) ১, আগ্রাবাদ ২, সিএমসিএইচ ১, কাজীর দেউরি ১, লালদিঘির পাড় ১, কদমতলী ২, হালিশহর ২, ফিরিঙ্গিবাজার ১, পতেঙ্গা ১, টেরীবাজার ১, এয়ারপোর্ট রোড ১, পশ্চিম গলি চকবাজার ১, রাহাত্তারপুল ২, বিএমএ (BMA) ২, হাজারী গলি ২, বন্দরটিলা (ইপিজেড) ১, বিএনএস (পতেঙ্গা) ১, বায়েজিদ ১, বেপারীপাড়া ১, ডিসি অফিস (ডবলমুরিং) ১, সাকেরপুল ১ এবং ফ্রিপোর্ট বন্দর ১ জন।

    চট্টগ্রাম জেলায় আক্রান্তরা হলেন- পটিয়া উপজেলায় ১২ জন তার মধ্যে পৌরসভায় ২, কাগজীপাড়া ১, কমলমুন্সীরহাট ৯ জন সাতকানিয়া ৫ জন, রাঙ্গুনিয়া ২ জন এবং সীতাকুণ্ড ২ জন।

    এদিকে আজ ১১ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামের বাসিন্দা। নাম আমেনা বেগম (৬৫)।

    এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ২০ জন মারা গেছেন। আজ নতুন ২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

    তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিভাগে করোনা পরীক্ষার তিন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    তিনটি ল্যাবে মোট ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলা ও বাইরের জেলায় সর্বমোট ৭৫টি পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৯ জন, নোয়াখালী ১৬ জন, ফেনী জেলায় ৭ জন এবং লক্ষীপুর জেলার তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। 

    চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৪ জন এবং নোয়াখালী জেলার ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    এছাড়া চট্টগ্রামের ৩য় ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ টি নমুনা পরীক্ষা করে এতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

    আজ রবিবার (১০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে ২১৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ জন।

    চট্টগ্রাম নগর ও জেলায় ১৪ জন এবং ভিন্ন নোয়াখালী জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম নগরীর ১৪ জনের মধ্যে নগরীতে ১০ জন এবং জেলায় ৪ জন করোনা পজেটিভ আসে।

    নগরীতে আক্রান্তরা হলেন, হালিশহরে ২ জন, আগ্রাবাদ (হাজীপাড়া) ১ জন, নাসিরাবাদ (মেয়রগলি) ১ জন, সরাইপাড়া ১ জন, একে খান ১ জন, উত্তর কাট্রলী ১ জন, মুন্সীপাড়া ১ জন, কর্ণেলহাট ১ জন এবং ফিল্ড হাসপাতালে ১ জন।

    চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলা (ভাটিয়ারী) ১ জন, চন্দনাইশ (দোহাজারী) ১ জন, মীরসরাই (অলিনগর) ১ জন এবং হাটহাজারী (ডাকবাংলো রোড) ১ জনের করোনা শনাক্ত হয়।

    এর আগে দুপুরে চট্টগ্রামের করোনা পরীক্ষার ২য় সিভাসু ল্যাবে ৯৭ টি নমুনা পরীক্ষা করে ৫৩টি পজেটিভ আসে। এরমধ্যে চট্টগ্রাম নগরীর ২ জন এবং জেলায় ৩৩ জনসহ চট্টগ্রামের মোট ৩৫ জন শনাক্ত হয়।

    এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখা দাড়িয়েছে  পাওয়া গেছে ২৬৮ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নগরীতে নতুন ৬ জন করোনা আক্রান্তের পর লকডাউন হল ২০ কাঁচাঘর ও ৭ ভবন

    নগরীতে নতুন ৬ জন করোনা আক্রান্তের পর লকডাউন হল ২০ কাঁচাঘর ও ৭ ভবন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম নগরীতে নতুন করে ৬ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে।

    চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার রাতে এ তথ্য প্রকাশের পর রাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ২০টি কাঁচাঘর ও ৭টি ভবন লকডাউন করা হয়।

    কাঁচাঘর ও ভবন লকডাউন করার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)’র উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ।

    তিনি বলেন, নতুন করে শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে একজন র‌্যাব সদস্য ও একজন পুলিশ সদস্য রয়েছে। যারা আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইন এ ছিলেন তাদের কোন ঘর বা ভবন লকডাউন করা হয়নি।

    অন্য যারা করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার আগে বিভিন্ন জনের সংশ্পর্শে এসেছেন এমন ২৭টি কাঁচাঘর ও ভবন লকডাউন করা হয়েছে।

    এর মধ্যে নগরীর ইফিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় ৫টি, চকবাজারে ১টি ও পাহাড়তলীতে একটি ভবন মিলে মোট ৭টি ভবন লকডাউন করা হয়। তাছাড়া নগরীর কর্ণফুলীতে ২০টি কাঁচাঘর লকলাউন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

    এর আগে গতকাল সোমবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১০০টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১১ জন ও লক্ষীপুরের একজনের দেহে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সাতকানিয়ার দুজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

    এদিন নগরীতে ৬ জন, মিরসরাইতে ১জন, হাটহাজারী বিএমএ লিংক রোডে একজন এবং বোয়ালখালীতে ১জনের দেহে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাছাড়া চট্টগ্রাম জেলার বাইরে লক্ষীপুরের একজনের দেহে করোনা ধরা পড়ে।

    উল্লেখ্য : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন।

    শুধুমাত্র নগরীতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩৯ জন। তাছাড়া সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ২ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইতে ২ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে।

    এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীর রুবি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বায়েজিদ স্টিল মিলের এক শ্রমিক।

    বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম রিপন (২০) সে রংপুর জেলার পীরগাছা উপজেলার কাতিপাড়ার মোব্বাশের হোসেনের ছেলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নগরীর রুবি গেইটে এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বায়েজিদ স্টিল মিলের শ্রমিক রিপন।

    পরে আহত অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।