Tag: নতুন

  • করোনার নতুন মৃত্যুপুরী ব্রাজিল

    করোনার নতুন মৃত্যুপুরী ব্রাজিল

    করোনা রোগীর সংখ্যায় ইতোমধ্যে ফ্রান্স ও ইতালিকে ছাড়িয়ে গেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মারা গেছেন ১৬ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন মৃত্যুপুরী হয়ে উঠছে দেশটি।

    ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৮০ জন, মোট মৃত্যু ১৬ হাজার ১১৮ জন।

    আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, স্পেন ও যুক্তরাজ্যের পরই এখন ব্রাজিলের অবস্থান। কিন্তু আক্রান্ত শনাক্তে ওই চারটি দেশ যে পরিমাণ পরীক্ষা করেছে ব্রাজিলের পরীক্ষা তার চেয়ে ঢের কম।

    আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হয়ে ওঠা ও পরীক্ষায় অন্য দেশ থেকে পিছিয়ে থাকার কারণে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ওপর চাপ বাড়ছে।

    এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর সামাজিক দূরত্ববিধি, আইসোলেশন ও কোয়ারেন্টিনের পদক্ষেপ নিয়ে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ করে দেয় ব্রাজিলের বেশ কয়েকটি রাজ্য সরকার। কিন্তু বোলসোনারো এর তীব্র সমালোচনা করেন।

    রাজ্যগুলোর এসব পদক্ষেপের কারণে অর্থনৈতিক ক্ষতি অসহনীয় হয়ে উঠছে যুক্তি দেখিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আজিজুরের বদলি, ফজলে রাব্বি চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

    আজিজুরের বদলি, ফজলে রাব্বি চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে স্বাস্থ্য অধিদপ্তদের উপ-সহকারী (হোমিও ও ট্রাডিশনাল মেডিসিন) হিসেবে বদলি করা হয়েছে। 

    চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

    বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারি সচিব(পার-২) শারমিন আক্তার জাহান সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়েছে।

  • নতুন জুতায় পায়ে ফোসকা পড়া ঠেকাতে যা করবেন

    নতুন জুতায় পায়ে ফোসকা পড়া ঠেকাতে যা করবেন

    আমরা সবাই আনন্দের সঙ্গেই নতুন জুতা কিনে থাকি। কিন্তু পায়ে দেয়ার সময় ওই আনন্দ চলে যেতে পারে। এর কারণ, পায়ে ফোসকা ।

    অবশ্য কিছু কৌশল জানা থাকলে আপনি এই সমস্যা এড়াতে পারবেন।

    দেখে নিন সেগুলো-
    পরার আগে নতুন জুতার ভেতরে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন জুতা নরম হয়ে যাবে, ফোসকা পড়ার আশঙ্কাও কমবে।
    পায়ে বেবি পাউডার লাগিয়ে নিন।
    জুতা পরার আগে পায়ে ময়েশ্চারাইজার মেখে নিন। ফোসকা পড়বে না।
    জুতায় সামান্য সরিষার তেল মাখিয়ে নিন। এটিও ফোসকা থেকে বাঁচাবে।

    আরো:: সিদ্ধান্ত বাতিলের দাবী লৌহজাত ব্যবসায়ির