Tag: নতুন অধ্যক্ষ

  • ডা. সাহেনা আকতার চমেকের নতুন অধ্যক্ষ

    ডা. সাহেনা আকতার চমেকের নতুন অধ্যক্ষ

    চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আকতারকে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

    মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পদোন্নতির কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. মো. নুরুল হুদা এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান ডা. এরশাদ উদ্দিন আহমদ।

    জানা যায়, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান গত ১৬ নভেম্বর স্বেচ্ছায় অবসরে যান। এরপর থেকে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়নি। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ

  • সিটি কলেজের নতুন অধ্যক্ষ মঞ্জুর আহমদ

    সিটি কলেজের নতুন অধ্যক্ষ মঞ্জুর আহমদ

    চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুর আহমদ কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

    সোমবার (১৪ই অক্টোবর) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগেও তিনি কলেজটির উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।

    অধ্যাপক মঞ্জুর আহমদকে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ পদে নিয়োজিত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্যারের প্রতি অভিনন্দন জ্ঞাপন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন অনেক শিক্ষার্থী।

    শিক্ষা মন্ত্রনালয় (এমওই) শাখার ড. গাজী গোলাম মাওলা তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, প্রফেসর মঞ্জুর একজন সাদা মনের মানুষ। তাঁর আন্তরিকতা ও চৌকস দক্ষতায় সরকারি সিটি কলেজ শিক্ষায়, সংস্কৃতিচর্চায় সামনে এগিয়ে যাবে এই আশাবাদ রাখছি।