সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের উদ্যোগে কুমিরাস্থ নবাবী ভোজ চট্টলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলপিজি গ্যাস ব্যবসায়ীরা উপসস্থিত ছিলেন। এতে আকবর হোসাইন জসিম সভাপতি, সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মোঃ ইউছুপ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুগ্ন সাঃ সম্পাদক সালামত আলী মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক সাইফুর রহমান এবং মোঃ রাশেদকে নির্বাহী সদস্য করে ৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আ.ম.ম দিলসাদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সোনাইছড়ি ইউপি সদস্য সদস্য কফিল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা কুসুম উদ্দিন, মোঃ জামাল উদ্দিন প্রমূখ।
বক্তারা যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি রোধে অঙ্গীকার করে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু