Tag: নতুন কমিটি গঠন

  • সীতাকুণ্ড উপজেলা এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

    সীতাকুণ্ড উপজেলা এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    শুক্রবার বিকালে এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের উদ্যোগে কুমিরাস্থ নবাবী ভোজ চট্টলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলপিজি গ্যাস ব্যবসায়ীরা উপসস্থিত ছিলেন। এতে আকবর হোসাইন জসিম সভাপতি, সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মোঃ ইউছুপ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুগ্ন সাঃ সম্পাদক সালামত আলী মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক সাইফুর রহমান এবং মোঃ রাশেদকে নির্বাহী সদস্য করে ৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আ.ম.ম দিলসাদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সোনাইছড়ি ইউপি সদস্য সদস্য কফিল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা কুসুম উদ্দিন, মোঃ জামাল উদ্দিন প্রমূখ।

    বক্তারা যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি রোধে অঙ্গীকার করে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • নোবিপ্রবিতে গ্রীন ভয়েস’র নতুন কমিটি

    নোবিপ্রবিতে গ্রীন ভয়েস’র নতুন কমিটি

    নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীণ ভয়েস’র ৮৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।

    বৃহস্পতিবার গ্রীন ভয়েস’র প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির উক্ত কমিটির অনুমোদন দেন।

    এতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী জিদান আজ্বীন সভাপতি ও একই বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাইদা সানজিদা লোপা সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

    গ্রীন ভয়েস মূলত পরিবেশবাদী যুব সংগঠন। পুরো বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা, বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়িয়ে থাকা সংগঠনটির কার্যক্রম চলেছে। পরিবেশবাদী সংগঠন হলেও পরিবেশ রক্ষা থেকে শুরু করে সমাজের প্রতিটি সমস্যা নিরসনে এই সংগঠটি নিরলসভাবে কাজ করে এবং অনন্য ভূমিকা পালনে অবদান রাখে।

    নবনিযুক্ত সভাপতি জিদান আজ্বীন বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে অন্তত আমাদের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা, অহেতুক কোথাও ময়লা আবর্জনা না ফেলতে সবাইকে উৎসাহী করা, বিশ্ববিদ্যালয়ে সবুজ পরিবেশ বজায় রাখা এবং সর্বপোরী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন সর্বদা পরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে অবদান রাখতে চাই৷ পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার ও ত্রান দেওয়া থেকে শুরু করে আমরা সাহায্য করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।

    ২৪ ঘণ্টা/এম আর/অনামিকা

  • সেন্ট্রাল জুবিলী লিও ক্লাবের নতুন কমিটি গঠন

    সেন্ট্রাল জুবিলী লিও ক্লাবের নতুন কমিটি গঠন

    সীতাকুণ্ড প্রতিনিধি : লিও ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলীর ভার্চুয়াল সভা মঙ্গলবার ক্লাব সভাপতি লিও মাইনুল হাসনাত রাহাতের সভাপতিত্বে ও সেক্রেটারি লিও এজাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    সভায় অংশগ্রহণ করেন লিও ক্লাবের এডভাইজার লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল পিএমজেএফ, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন নুরুল আলম, ক্লাব ডিরেক্টর ও লিও জেলা ট্রেজারার লিও আবছার উদ্দিন, ক্লাব ডিরেক্টর লিও ইকবাল হোসেন, ক্লাব ডিরেক্টর লিও তানভির আলম।

    সভাশেষে ২০-২১ সেবা বর্ষের নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে লিও নাইমুল মোস্তফা হিরু সভাপতি, লিও কায়েস সেক্রেটারি এবং লিও সুজানা আফরিন ট্রেজারার নির্বাচিত হন।

    সভায় উপস্থিত ছিলেন লিও তাহিয়া, লিও নাজিম, লিও রাইয়ান, লিও সাদিয়া, লিও নাদিয়া, লিও আরমান, লিও মিম, লিও নিশান, লিও সিব্বির, লিও আরিয়ান, লিও আফরোজ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • লুমিনারির নতুন কমিটি গঠন

    লুমিনারির নতুন কমিটি গঠন

    নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন লুমিনারি এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

    কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু নাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শামীম।

    এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তামজিদ আহমেদ( এসিসিই ১১তম ব্যাচ), মোঃ আল আমিন আকাশ (এগ্রি ১১ তম ব্যাচ) এবং নাসরিন আক্তার (এসিসিই ১১ তম ব্যাচ)।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সায়মান হোসেন সাকিব (বিবিএ ১২ তম ব্যাচ) ও আরিফুল ইসলাম রবিন (এসিসিই ১১ তম ব্যাচ)।সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফখরুল ইসলাম সুজন (ফিমস ১২ তম ব্যাচ)।কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন নুরুল আবসার (বিবিআএ ১২ তম ব্যাচ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন জোবায়ের মাসুম (ফিমস ১২ তম ব্যাচ)।