Tag: নতুন বই হাতে পেয়ে

  • পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা

    পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা।

    বুধবার পটিয়ার একটি কমিনিউনিটি সেন্টারে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে “বই বিতরণ উৎসব-২০২০ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, এম.পি।

    বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান। এছাড়া পটিয়া প্রসাশনের উর্ধত্বন কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।