Tag: নদভী

  • সাবেক সংসদ সদস্য নদভী আটক

    সাবেক সংসদ সদস্য নদভী আটক

    চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ডিবি। তাকে আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি।

    এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

    মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এসময় সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী, তার ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও রড নিয়ে হামলা চালান। মিছিলে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। হামলায় মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।

  • প্রফেসর ড. নদভী এমপি’র সাথে মতবিনিময়ে লোহাগাড়া প্রেস ক্লাব

    প্রফেসর ড. নদভী এমপি’র সাথে মতবিনিময়ে লোহাগাড়া প্রেস ক্লাব

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সাথে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১২ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়ার মাদার্শাস্থ এমপি নদভীর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

    লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এ মতবিনিময় সভায় এমপি নদভীকে লোহাগাড়ার চলমান সার্বিক পরিস্থিতি অবহিত করেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ।

    এ সময় তিনি প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাছ থেকে লোহাগাড়ার সার্বিক উন্নয়ন কর্মকান্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং মূল্যবান পরামর্শ গ্রহণ করেন। পরে এমপি নদভীকে লোহাগাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    মতবিনিময় কালে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক ডা: কামাল উদ্দিন, মোঃ আব্দুল করিম, আরিফুল ইসলাম রিফাত ও অমিত কর্মকার প্রমুখ।

    মতবিনিময়কালে প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি লোহাগাড়া প্রেস ক্লাব সদস্যদের যে কোন দু:সময়ে পাশে থাকা এবং প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অর্জন গুলো তুলে ধরতে প্রেস ক্লাব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

  • লোহাগাড়ায় ড. নদভী এমপি’কে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

    লোহাগাড়ায় ড. নদভী এমপি’কে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

    সোমবার (৩১ জানুয়ারী) বিকেল ৫টায় লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত আহবায়ক নুরুল কবির সলিল, সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ জামিল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    এসময় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটিকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • লোহাগাড়া-সাতকানিয়ায় ড. আবু রেজা নদভী এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

    লোহাগাড়া-সাতকানিয়ায় ড. আবু রেজা নদভী এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়া-সাতকানিয়ায় তালিকাভূক্ত দুঃস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সৌদি আরবের রাজকীয় দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ১৪ জানুয়ারী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    এতে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি আব্দুল্লাহ খালেদ আল ওতেহীন, আবু বকর মোহাম্মদ খালেদ, ইলতানাজী মোহাম্মদ আহমদ মোহাম্মদ।

    সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা কায়সারুল আলম চৌধুরী, সাংসদের একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, দেলোয়ার হোসেন বেলাল, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ এমরান প্রমুখ।

    একইদিন বিকেল তিনটায় লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ইউনুচ, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান ও বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হারুন সায়দী প্রমুখ।

    উল্লেখ্য, কিং সালমান রিলিফ হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ছাড়াও সাতকানিয়া ও লোহাগাড়া এবং দেশের বিভিন্ন স্থানের বিশাল দুঃস্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • সাঙ্গু নদীর ড্রেজিং কাজের উদ্বোধন করলেন ড .আবু রেজা নদভী এমপি

    সাঙ্গু নদীর ড্রেজিং কাজের উদ্বোধন করলেন ড .আবু রেজা নদভী এমপি

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় “চট্টগ্রাম জেলার সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় সাঙ্গু নদীর ২১. ৮৩২ কি.মি ড্রেজিং কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    ২৬ ডিসেম্বর (শনিবার) বিকেল তিনটায় নলুয়া ইউনিয়ন এলাকায় সাঙ্গু নদীর এ ড্রেজিং কাজের শুভ উদ্বোধন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, পটিয়া জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি জাকারিয়া মুহাম্মদ জিকু, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জায়েদ নুর, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এটিএম সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মিনহাজ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • আ.লীগের মধু খেয়ে নৌকার ভরাডুবি করতে ষড়যন্ত্র করেছে বাবুল : এমপি নদভী

    আ.লীগের মধু খেয়ে নৌকার ভরাডুবি করতে ষড়যন্ত্র করেছে বাবুল : এমপি নদভী

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : গত কিছুদিন পূর্বে অনুষ্টিত তিনটি ইউপি নির্বাচনে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল নৌকার ভরাডুবির জন্য সব ধরনের ষড়যন্ত্র করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন বীর বিক্রম পিএসসি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুনতিবাসীর উদ্যোগে চুনতিস্থ আবেদীন সাহেবের গ্রামের বাড়ীতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রফেসর ড. নদভী এমপি বলেন, মেজর জেনারেল আবেদীন মামা সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামী লীগের রাজনীতিকে প্রসারিত করার জন্য কিছু কিছু লোককে দলে আনার চেষ্টা করেছেন। তাদেরকে বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিয়ে স্টাবলিষ্ট করেছেন। কিন্তু উনারা হলেন বড় ধরণের মুনাফেক আর বেঈমান। আবেদীন মামার ইন্তেকালের পর ওনারা মোনাফেক আর বেঈমান হয়ে গেছে।

    এ সময় ড. নদভী এমপি লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের দিকে সরাসরি ইঙ্গিত করে বলেন, আবেদীন মামা ও আমার সহযোগীতায় বাবুল আওয়ামী লীগের মাধ্যমে আজীবন উপকৃত হয়েছে। আমাদের মাধ্যমে হয়েছে, এক নাম্বার উপকৃত হয়েছে আবেদীন মামার মাধ্যমে। আওয়ামী লীগ থেকে সবকিছু খেয়েছে। আওয়ামী লীগের মধু খেয়ে তার পেট অনেক বড় হয়েছে। খেয়ে হজমও হয়ে গেছে। আবেদীন মামার মৃত্যুর পর বেঈমান হয়ে গেছ । গত ২০ অক্টোবর অনুষ্ঠিত লোহাগাড়ার তিন ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবির জন্য সব ধরনের ষড়যন্ত্র করেছে এই বাবুল চেয়ারম্যান। তাকে আমরা ছাড় দেবো না। আবেদীন মামার জন্য আজীবন মাগফিরাত কামনা করবো কিন্তু এই মুনাফিকদেরকে সাতকানিয়া-লোহাগাড়ায় আর জায়গা দেবো না। আমি কিন্তু কঠোর মানুষ। আওয়ামী লীগের প্রশ্নে কোন আপোষ নেই।
    দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন। অসহায় ও সাধারণ মানুষের জন্য কাজ করবেন। তাদের পাশে থাকবেন। কোন মোনাফিকদের সাথে থাকবেন না এবং কাজ করবেন না।

    প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল আবেদীনের গুণাবলী তুলে ধরতে গিয়ে ড. নদভী এমপি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রা ও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর সুদীর্ঘকালীন সামরিক সচিবের দায়িত্ব পালনকারী মেধাবী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।
    কিংবদন্তীতুল্য সামরিক সচিবের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ছিল অগাধ আস্থা ও বিশ্বাস এবং তাঁকে পরিবারের একজন সদস্য মনে করতেন।

    তিনি বলেন, সৎ, নীতিবান ও বড়মাপের এই দেশপ্রেমিক সামরিক কর্মকর্তার গৌরবময় কীর্তিগাঁথা এবং নেতৃত্ব বাহিনীতে চির অনুসরণীয় হয়ে থাকবে। আত্মীয়তার সূত্রে এবং নিজের বাবার কাছের ছাত্র হিসেবে তাঁর সান্নিধ্যে এসে পাওয়া অকৃত্রিম স্নেহ ও ভালোবাসার কথা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করে ড.আবু রেজা নদভী এমপি বলেন, বহুমুখী প্রতিভাধর সাদামনের অসাধারন ব্যক্তিত্বের অধিকারী মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ছিলেন অত্যন্ত ধর্মপরায়ন।

    ইসলাম ধর্ম ও আরবী ভাষায় তাঁর ছিল অগাধ পান্ডিত্য। সরকার ও আলেম সমাজের মধ্যকার ভুল বুঝাবুঝি নিরসন করে সম্পর্কের সেতুবন্ধন রচনায় এবং কওমী মাদ্রাসার সনদের সরকারী স্বীকৃতি আদায়ে তাঁর সাথে দীর্ঘদিন কাজ করার স্মৃতিচারণ করে ড. আবু রেজা নদভী এমপি বলেন, এই দুই ইস্যুতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। দেশ ও জাতির প্রতি তাঁর দায়িত্ববোধ, দুর্দর্শী চিন্তা-ভাবনা দেখে বিমোহিত-বিমুগ্ধ হতাম বারবার।

    প্রধানমন্ত্রীর প্রায়াত সামরিক সচিবের বড় ভাই মিয়া মোহাম্মদ ইসমাইল মানিকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু ও উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

    সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম কবির, শাহ মাওলানা আবুল কালাম আজাদ, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    একইদিন রাত সাড়ে ৭টার দিকে ম্যাক্স হাসপাতালে তাঁকে দেখতে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    এ সময় সাংসদ নদভী আমিনুল ইসলামের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এমপি নদভী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনের দ্রুত সুস্থতা কামনা করেন।

    উল্লেখ্য, আমিনুল ইসলাম আমিন সাতকানিয়ায় কয়েকটি অনুষ্টানে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। শুক্রবার সকালে হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে একইদিন সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • নৌকা বিরোধী দলীয় নেতা-কর্মীদেরও কোন ছাড় নেই : লোহাগাড়ায় ড. নদভী এমপি

    নৌকা বিরোধী দলীয় নেতা-কর্মীদেরও কোন ছাড় নেই : লোহাগাড়ায় ড. নদভী এমপি

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, গত ২০ অক্টোবর অনুষ্ঠিত লোহাগাড়ার তিন ইউপি নির্বাচনে যারা দলের পদ-পদবীতে থেকেও আওয়ামী লীগ তথা শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের বিরোধীতা করেছে তাদের কোন প্রকারের ছাড় নেই। তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
    নৌকা প্রতিকের বিরোধিতাকারীদের চিহ্নিত করে তালিকা তৈরী করারও পরামর্শ দেন উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে।

    এছাড়াও খোরশেদ-হিরু’র নেতৃত্বে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাথে আমার যে বন্ধন সৃষ্টি হয়েছে তা চিরদিন অটুট থাকবে বলেও জানান তিনি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূঁয়শী প্রশংসা করে ড. নদভী এমপি বলেন, করোনার কারনে পুরো বিশ্বের অধিকাংশ দেশ যেখানে নিস্তব্ধ ও স্থবির, সেখানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামারিতেও বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল । সাতকানিয়া-লোহাগাড়াতেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যের পরিবর্তন ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

    ৭ নভেম্বর (শনিবার) রাত ৮ টায় স্থানীয় মডার্ণ কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইদ্রিছ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার।

    সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম পারভেজ ও ছাত্রলীগ নেতা হামিম হোসেন রবিন প্রমুখ।

    বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, আমিলাইষ ইউপি চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম. ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোজাহিদ বিন কাইছার, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ বেঙ্গল, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ নাথ, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল আলম, কার্যনির্বাহী সদস্য আবু তালেব, এস.এম আব্দুল জব্বার, মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল আবছার, রফিকুল ইসলাম, নুরুল হক, সলিল কান্তি বড়ুয়া, অনিল সরকার, দিদারুল আলম বাবুল, ডা : এমরান, কামরুল হুদা, হেফাজত উল্লাহ, আলী আহমদ, এইচ.এম গণি সম্রাট, যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো : শাহজাহান, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, আমিরবাদ ইউনিয়নের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, জামাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা এমপি ড. নদভী’র

    লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা এমপি ড. নদভী’র

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সাতকানিয়া-০ লোহাগাড়ার সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা সদরের বটতলীস্থ সিটিজেন পার্কে ক্ষতিগ্রস্থদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

    এ সময় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, এমপি পত্নী নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ওসি জাকের হোসাইন মাহমুদ, আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু ও আবদুল হান্নান মোহাম্মদ ফারুক প্রমুখ।

    জানা যায়, গত ২৪ আগষ্ট লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট মাওলানা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ওই এলাকার আবদুল জাব্বার, আবদুল মালেক, আবদুল জলিল ও আবুল কাসেমকে নগদ ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সাতকানিয়া-লোহাগাড়ায় হবে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ও ইকোনমিক জোন-নদভী

    সাতকানিয়া-লোহাগাড়ায় হবে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ও ইকোনমিক জোন-নদভী

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার জমিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল হবে। এছাড়া সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত সড়কের পশ্চিম পাশে করা হবে ইকোনমিক জোন। কেরানীহাট ও আমিরাবাদে ছয় লেনের দুটি ফ্লাইওভার নির্মাণও করা হবে।

    শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

    ফোরামের সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজানুল ইসলাম।

    আলোচনায় অংশ নেন এমপি পত্নী ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক প্রদীপ নন্দী, জামালউদ্দিন ইউসুফ, সরোয়ার আমিন বাবু, সৈয়দ গোলাম নবী, আহমেদ মুসা, ওমর ফারুক, আকতার হোসেন, জোবায়ের মনজু, জয়া শর্মা, সৈয়দা সাজিয়া আফরিন, মিনহাজুল ইসলাম, সুজন আচার্য্য প্রমুখ।

    অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

    আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, ‘সাঙ্গু ও ডলু নদীর ভাঙনরোধে ৫৭৭ কোটি টাকার কাজ হচ্ছে। এর মধ্যে ৩৩৩ কোটি টাকার কাজ বর্তমানে চলমান। বাংলাদেশের কোনো এমপি নদী ভাঙনরোধে এতো টাকা পেয়েছে? আমিই পেয়েছি।

    মফস্বল এরিয়াতে সবচেয়ে আলোচিত রাস্তা, দেশের সবচেয়ে সুন্দর রাস্তা হবে দুই মাসের মধ্যে, সাতকানিয়া রাস্তার মাথা থেকে গুনাগরী পর্যন্ত। এটা পটিয়া বাইপাসের চেয়ে অনেক বেশি সুন্দর হবে। ১০৬ কোটি টাকায় কাজটি হচ্ছে। স্বাধীনতার পর থেকে সাতকানিয়ায় এ রকম রাস্তা কেউ দেখেনি। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাবো।’

    মাদার্শার পশ্চিমে দেশের সবচেয়ে সুন্দর ও বড় ইকোপার্ক হবে জানিয়ে তিনি বলেন, ‘ইকোপার্ক করার জন্য ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে। সেখানে ক্যাবল কার হবে। আধুনিক রেস্টহাউস হবে। ঝুলন্ত ব্রিজ হবে, স্পিড বোট থাকবে। চুনতিতে ইসহাক মিয়া সড়ক, অহরহ কলেজ ভবন, প্রাথমিক বিদ্যালয় ভবন করেছি। ৬০ কোটি টাকায় সাতকানিয়া ও লোহাগাড়ায় দুটি কারিগরি স্কুল ও কলেজ হবে। বড় বড় শেল্টার ভবন নির্মাণ শুরু হতে যাচ্ছে।’

    চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য নদভী বলেন, ‘সাতকানিয়া-লোহাগাড়ায় এলএনজি টার্মিনাল হবে। এটা প্রক্রিয়াধীন আছে। সাতকানিয়া ও লোহাগাড়ায় রেলস্টেশন হচ্ছে। দেওদিঘী খাসমহলে যে ১০-১২ একর জায়গা আছে সেখানে হাইটেক পার্ক হবে। হাইটেক পার্কের জন্য ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেয়া হয়। জুনায়েদ আহমেদ পলকের সাথে এ ব্যাপারে আমার কথা হয়েছে, উনাকে আমি সাতকানিয়ায় নিয়ে আসবো।’

    আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, ‘শাহ জব্বারিয়া রোড চুনতি বাজার থেকে শুরু করে চরতি পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক হয়ে গেছে। সেটা এখন ডাবল করার জন্য পরিকল্পনা করছি। টংকাবতীতে বহুমুখী সেতু করার জন্য ইতিমধ্যে ডিও দেওয়া হয়ে গেছে। এটার কাজ শুরু হবে।

    এটা শুধু আমার ঘোষণা নয়, আবেদিন মামারও (প্রধানমন্ত্রীর সামরিক সচিব) ঘোষণা। ডলু খালের উপর ডলু ব্রিজ ছাড়া আর কোন ব্রিজ আপনারা দেখেননি অতীতে। এখন সাতকানিয়া ও লোহাগাড়া মিলে নয়টি ব্রিজের কাজ চলছে ডলু খালের ওপর।’

    সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ নদভী বলেন, ‘দেশে কয়টি স্কুল জাতীয়করণ হয়েছে? আপনারা জানেন, এমপিওভুক্তির জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ এমপিওভুক্তি মানে সরকার এটার দায়িত্ব নিয়েছে। সাড়ে তিনশজন এমপির মধ্যে ভাগ করলে জনপ্রতি ৬-৭টি করে এমপিওভুক্ত স্কুল পড়ে। কিন্তু ৫০ জন এমপি-মন্ত্রী একটাও পায়নি। আমি একা পেয়েছি ২৫টি। এটা চাট্টিখানি বিষয়!’

    তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম করেছি, যদিও এটা আমার দখলে নেই। এটা যাদের দখলে আছে, একটা ছেঁড়া কাগজও দেখাতে পারবে না, তারা বিদেশ থেকে এক টাকা এনেছে। ডকুমেন্টস সব আমার কাছে আছে। কাতার, কুয়েত, সৌদি আরব, ওআইসি, শেখ জায়েদ ফাউন্ডেশনের সাথে আমিই চুক্তি করেছি।

    এ ধরনের বিশ্ববিদ্যালয় করতে গেলে এখন ১০ হাজার কোটি টাকা লাগবে। বাংলাদেশে এত সুন্দর বিশ্ববিদ্যালয় আর নেই। এটা আমি করেছি। এরকম একটি বিশ্ববিদ্যালয় সাতকানিয়া-লোহাগাড়ার জমিতে আমি করবোই, করবো।’

    ‘হাসপাতাল একটা দরকার। যেহেতু ছয় লেন হয়ে যাচ্ছে, রেললাইন হয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো, চেষ্টা করবো একটা সুন্দর জায়গায় যাতে একটা মেডিকেল করা যায়। কেরানীহাট ও আমিরাবাদে দুটি ফ্লাইওভার হবে। এজন্য আমি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলে ফেলেছি। এগুলো ছয়লেনের ফ্লাইওভার হবে’ – বলেন সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

    সাতকানিয়ায় ইকোনমিক জোন করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত পশ্চিম পাশের জমিগুলো পুকুর হয়ে গেছে। যেহেতু পুকুর হয়ে গেছে আর কাজে আসবে না। এক বছর পর ইটভাটা উঠে যাবে, আরব দেশের মত ব্লক ইট আসছে। সেখানে ইকোনমিক জোন করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। এটা ইকোনমিক জোন হলে সাতকানিয়া-লোহাগাড়া কিভাবে আলোকিত হবে, আপনারা কল্পনাও করতে পারবেন না।’