চট্টগ্রাম ডেস্ক : নিখোঁজ হওয়ার একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বড় ভাই আবুল ওয়াফা মো. শাহাবুদ্দীনের মরদেহ।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সাংসদ নদভীর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামের পুকুর থেকেই মরদেহটি উদ্ধার করে তার স্বজনরা।
মৃত্যুকালে শাহাবুদ্দিনের বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা আ ন ম সেলিম চৌধুরী। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুর থেকে তার চাচা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের কোন আত্মীয়-স্বজন তার খোজ দিতে পারেনি।
আজ বুধবার ভোরে নিজ বাড়ির পুকুরেই চাচার মরদেহ ভেসে উঠে। চাচার মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রাত সাড়ে ৮টায় বাড়ির পাশের বাবুনগর প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
২৪ ঘণ্টা/রাজীব