পবিত্র ঈদ-এ মীলাদুন্নবী (দ.)’র আগমন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা (উত্তর) শাখার আয়োজনে আজ শুক্রবার সকাল ৮টায় বিশাল স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়।
হাজার হাজার নবীপ্রেমিকের পদচারনায় র্যালীটি গহিরা মাদ্রাসা হতে আরম্ভ হয়ে রাউজান রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে রাউজান জলিল নগরস্থ খানকায়ে কাদেরীয়া তৈয়্যবীয়া তাহেরীয়ায় এসে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সভাপতি অধ্যক্ষ জনাব ইলিয়াস নুরী, র্যালী বাস্তবায়ন পরিষদের সচিব মাওলানা এম.এ মতিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান উপজেলা (উত্তর)’র সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফেজ আবু জাফর সিদ্দিকী, গাউসিয়া কমিটি রাউজান উত্তর’র সাধারণ সম্পাদক ইয়াসিন হোসাইন হায়দরী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, র্যালী বাস্তবায়ন পরিষদরে আহবায়ক উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জামাল, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দীকী,উত্তর জেলার সমাজ সেবা সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, কে.এম.ওমর ফারুক, আ.স.ম রফিকুল ইসলাম রেজভী, মাওলানা গাজী মুহাম্মদ ফোরকান, মাষ্টার জানে আলম শরীফ, মুহাম্মদ আবু তাহের।
বক্তারা বলেন প্রিয় নবী করিম (দ.) দুনিয়ায় আগমনে করে ঈমানী আহবানে যেভাবে বিশ্বের সকল জাতিকে সকল ধরনের হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ঐ শিক্ষাকে গ্রহনে করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সুলতানপুর দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ সৈয়্যদ মিয়া,আলহাজ্ব এম.এ মালেক সিদ্দিকী, গহিরা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, হাফেজ আবু তাহের, উপজেলা উত্তর’র প্রচার সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সুলতানপুর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শওকত হোসাইন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব নাহিম উদ্দিন খোকন, মুহাম্মদ মঈনু উদ্দীন, এম,এ রায়হান,গাজী মাসুদ রানা, রাউজান কলেজ শাখার সভাপতি মুহাম্মদ সাঈদুল ইসলাম, মোঃ মাশুকুল ইসলাম, মাকসুদুল আলম সুমন, নিয়াজুর রহমান সাবিক, মনির উদ্দিন প্রমুখ।