Tag: নমুনা

  • চবিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি

    চবিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের গবেষণাগারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান গবেষণাগারে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালু করার অনুমতি প্রদান করা হলো।

    এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস ও লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে। কোভিড-১৯ পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডেএইচআইএস ২ – তে প্রেরণ করতে হবে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছি। কখন থেকে শুরু করা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, চবি জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই করোনা টেস্ট করা হবে।

    এ উপলক্ষে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/ মেহেদি/আর এস পি

  • চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার ফল নিয়ে ক্ষোভ ঝারলেন ফেসবুকে

    চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার ফল নিয়ে ক্ষোভ ঝারলেন ফেসবুকে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এবার করোনা আক্রান্ত হয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী। যে মানুষটি সবাইকে ঘরে নিরাপদে রেখে বাইরের খবর ঘরে পৌছে দিতেন সে মানুষটি আজ নিজেই খবরের শিরোনাম হলেন।

    সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি কর্মরত।

    চট্টগ্রামে এই প্রথম কোন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসার তথ্যটি সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী নিজেই ২৪ ঘণ্টা ডট নিউজকে জানিয়েছেন।

    তিনি বলেন, কিছুদিন ধরে জ্বর সর্দিসহ করোনা উপসর্গদেখা দিলে সাইফুল ইসলাম শিল্পী নিজেই জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন গত ১০ মে। এরপর মঙ্গলবার তার পজেটিভ আসার দুঃসংবাদটি পান।

    এর আগে ১২ মে মঙ্গলবার বিকেল ৫টা২১ মিনিটে চট্টগ্রামের ল্যাবগুলোতে করোনা পরীক্ষার ফলাফল নিয়ে নানা অব্যবস্থাপনা ও জট নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকের টাইমলাইনে স্ট্যাটাস দেন।সাইফুল ইসলাম শিল্পীর স্ট্যাটাস

    এতে তিনি লেখেন, প্রচন্ড জ্বর ও সর্দি কাশি নিয়ে ১০ মে জেনারেল হাসপাতালে সেম্পল দিয়ে এসেছি। বলেছিল ১২ মে রিপোর্ট জানা যাবে। সময় মতো যোগাযোগ করে জানতে পারলাম তাদের হাতে গতকাল রাতে যে রিপোর্ট এসেছে সেটা ৭ মে’র।

    গতরাতের তালিকায় কাজীর দেউড়ির নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম। ভাবছিল এটি আমার কিনা। পরে মধ্যে রাতে ওসি কোতোয়ালীকে ফোন করে নিশ্চিত হলামে এটি আমি না। শাহআলম নামে অন্য এক ব্যাক্তি।

    আজ বিকালে সিভিল সার্জনের কাছে জানতে চাইলাম আমার রিপোর্ট কখন পাবো..? তিনিও বললেন গতকাল সোমবার রাতে যে রিপোর্ট এসে তা গত ৭ মে। সে হিসেবে আমার রিপোর্ট পেতে আরো ৩ দিন লাগবে।

    এদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকে। অনেকে জানতেও পারছে না কি কারণে মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর রিপোর্ট পেয়ে কোন লাভ নাই। দ্রুত ‍রিপোর্ট দেয়ার চেষ্টা করুন। মানুষকে বাঁচান।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষার পর দুজনের কারো শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েনি।

    গতকাল ৬ এপ্রিল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, রবিবার বিকালে করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধ কমান্ডার আমিন উল্লাহ (৬০)। সোমবার বিকেল ৩টার কিছু পরে আইসোলেশন ওয়ার্ডেই তার মৃত্যু হয়।

    এর আগে রোববার সন্ধ্যায় গলা ব্যাথা ও সর্দি-কাশি নিয়ে আনেয়ারা থেকে আসা এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় একইদিন রাতে যুবকটির মৃত্যু হয়।

    তিনি বলেন, দুজনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিলো।

    সেই ফলাফল সোমবার (০৬ এপ্রিল) রাত ১০ টার দিকে জানানো হয়েছে। তাদের কারও শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

    ২৪ঘণ্টা/ আর এস পি