Tag: নলডাঙ্গা

  • নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৫

    নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৫

    নাটোরের নলডাঙ্গায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৭) দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ তরুণকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার সকালে সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক ৫ জন হলো- সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামের এরশাদের ছেলে মোহা. শরিফুল ইসলাম (২২), মো. আবির মন্ডলে ছেলে মো. লিটন (২৩), মিনু শেখের ছেলে নয়ন শেখ (২৫), দিলদারের ছেলে রাজু (২৫) ও মকছেদের ছেলে কাজল (২৫)।

    সদর থানার ওসি মুনসুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে মায়ের ওপর অভিমান করে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে খালার বাড়ি সদর উপজেলার ছাতনী এলাকা যাচ্ছিলেন ওই এসএসসি পরীক্ষার্থী। সন্ধ্যায় ছাতনী দিয়ার এলাকায় পৌঁছালে শহিদুল ইসলাম (২২) নামে এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই তরুণ তাকে খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভাটপাড়া শ্মশানঘাট এলাকার একটি লেবু বাগানে নিয়ে যায়। সেখানে ৮ বখাটে তরুণ তাকে ধর্ষণ করে।

    ওসি আরও জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে ৫ বখাটেকে আটক করে। অপর তিনজন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক তিনজনকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • নলডাঙ্গায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা

    নলডাঙ্গায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা

    রাজশাহীর বাগমারার তামান্না আক্তার টিয়া (১৭) নামের এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

    হত্যাকাণ্ডের শিকার ওই কলেজছাত্রী উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমষপাড়া গ্রামের রশিদ উদ্দিনের মেয়ে। সে সাধনপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী ছিল।

    গতকাল শুক্রবার রাতে তামান্না আক্তার টিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে নিহত টিয়ার পরিবারের লোকজন।

    নিহত টিয়ার বাড়ির থেকে পাঁচশ গজ দূরে নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া দক্ষিণপাড়ার আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। মেয়েকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

    নিহতের টিয়ায় বাবা রশিদ উদ্দিন বলেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সাধনপুরের খিদিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শান্ত ইসলাম (২১) বাড়িতে এসে তাঁর মেয়েকে হুমকির মুখে তুলে নিয়ে যায়। সকালে ঝুলন্ত অবস্থায় টিয়ার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়।

    বিষয়টি শোনার পর এলাকার লোকজন টিয়াকে দেখতে ভিড় জমায়। মেয়ের মা নিলুফা সাংবাদিকদের বলেন, টিয়া ও শান্ত একই কলেজে পড়তো। কলেজে গেলে শান্ত মাঝে মাধ্যে টিয়াকে ইভটিজিং করতো বলেও জানান।

    এ ঘটনায় সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা করবে বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করে বলছেন ঝুলন্ত অবস্থায় লাশের পা সম্পূর্ণ মাটিতে ছিলো এবং লাশ নামানোর সময় সাহায্যকারী স্থানীয় মহিলারা নিহতের যৌনাঙ্গে বেশ আঘাতের চিহ্ন দেখতে পায়।

    এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্বল হোসেন বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা।