টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রেমিক-প্রেমিকাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) ভোরে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার মুচিপাড়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে বেপরোয়াগামী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আক্তার সানি (১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হীরা সূকর্ণা (১৫) ও টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।
নাগরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) বাহালুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমঘটিত কারণে তারা মোটরসাইকেলে পালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে দেলদুয়ার থানায় নেয়াসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
নিহতদের স্বজনদের বরাতে ওসি আরও জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে শুভ আক্তার সানীর প্রেমের সম্পর্ক ছিল।
ঘটনার দিন ভোরে মমতা হিয়া সুবর্ণা তার নানার বাড়ি নাগরপুর থেকে পালিয়ে সানীর সঙ্গে চলে আসে। সানীর অপর বন্ধু বাপ্পীর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
২৪ ঘণ্টা/রিহাম