Tag: নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল

  • সাংবাদিকদের কলমে শক্তিশালী হোক রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার : এ্যানেল

    সাংবাদিকদের কলমে শক্তিশালী হোক রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার : এ্যানেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মবীর প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।

    বুধবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠকও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল’র উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শিবলী আল সাদিক। এতে মূল আলোচনায় অংশগ্রহণ করেন, দেশ থেকে আগত একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, প্রবাসীদের রক্ত ও ঘামে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশে সেই নিজ দেশে যদি রাষ্ট্রের কোন কর্মচারী প্রবাসীদের অহবেলা করে তবে দাঁতভাঙ্গা জবাব দাওয়া হবে, শত প্রতিকূলতার মাঝে প্রবাসীরা দিনের পর দিন দেশের রেমিট্যান্স প্রবাহের গতি সচল রাখছে। মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তারাই, তাই রেমিট্যান্স যোদ্ধারাই শ্রেষ্ঠ দেশপ্রেমিক।

    নাজিম উদ্দিন চৌধুরী চৌধুরী এ্যানেল বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অধিকার রক্ষায় সাংবাদিক বন্ধুদের কালি ও কলমকে আরও শক্তিশালী করার আহবান জানিয়ে বলেছেন- গণমাধ্যম হয়ে উঠুক প্রবাসীদের অধিকার আদায়ের শেষ ঠিকানা।

    একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ বলেন, ‘বাংলাদেশ এবং প্রবাসীদের উন্নয়নে সাংবাদিকরা বিভিন্ন উদ্যোগ নিতে হবে। নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসী সাংবাদিকরা যেসকল সংবাদ পরিবেশনে সমস্যা হয় তা দেশের সাংবাদিকদের সাথে সমন্বয় করে প্রকাশ করার একটি পথ বের করতে হবে।’

    সভায় সমাপনী বক্তব্যে শিবলী সাদিক বলেন, ‘ নানা কারণে প্রবাসে এখন কমিউনিটি কলুষিত হচ্ছে, গুরুত্ব কমছে গণমাধ্যমের। তাই সাংবাদিক ব্যবসায়ীসহ সকল মতও পথের লোকদের নিয়ে বাওসো ইউএইতে শক্তিশালী ভুমিকা রাখতে পারবে।

    সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এসময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, সায়বাদিক প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী,সাংব্দিক নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক কামরুল হাসান জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শফিকুল ইসলাম রাহী, শারজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, মোদাচ্ছের শাহ, আবদুল্লাহ আল শাহীন, মুহাম্মদ ইসমাঈল, ওসমান চৌধুরী প্রমুখ।

  • ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে- নাজিম উদ্দিন এ্যানেল

    ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে- নাজিম উদ্দিন এ্যানেল

    ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে, মানবিক মানুষ তৈরি করার জন্য সরকার সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করছে, মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণ করতে হলে ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

    নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এ মন্তব্য করেন।

    মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত এর সভাপতিত্বে হাফেজ মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সবক দান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আল আজহারী।

    সবক দান করেন বোয়ালখালী দারুল আনসার ইনস্টিটিউটের হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ফজলুল করিম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চট্টগ্রাম জোন অফিস মসজিদের ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ, খাজা রোড গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা দিদারুল আলম ও নূর হোসাইন।

    বক্তব্য রাখেন হাফেজ কারী বোরহান উদ্দিন, মাওলানা ফৌজুল আজিম, মাওলানা জসীম উদ্দীন, হাফেজ ক্বারী মোঃ রাশেদুল ইসলাম, হাফেজ ক্বারী মুহাম্মদ নেজামুদ্দিন।জমিদার নূরুল হুদা ,হাফেজ কারী আলতাফ, মাওলানা ক্বারী রায়হান, হাফেজ ক্বারী এহসান উল্লাহ, মোঃ মিনহাজ,আনসার প্রমুখ।