Tag: নাটোর

  • নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই

    নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই

    নাটোরে শ্মশানঘাটের একটি ভোগঘরে চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার পর কোনো ধরনের বাছাই ছাড়াই ছাড়াই অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)। ভিকটিম সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করেছে সংবাদ সংস্থাটি, এমন দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ফ্যাক্টস।

    রোববার (২২ ডিসেম্বর) প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, শনিবার কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের এক্স (সাবেক টুইটার) হ‍্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদ প্রকাশ করে পিটিআই। ওই সংবাদে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের, হিন্দু নেতা এবং ভিকটিমের কোনো স্বজনের কোনো বক্তব্য নেওয়া হয়নি।

    পিটিআই খবরটি প্রকাশের পর তা হিন্দুস্তান টাইমস, দ‍্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    এ বিষয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য হৃষীকেশ গৌরাঙ্গ দাস বলেন, ‘একটি ঘটনা ঘটা মাত্রই তা যাচাই বাছাই না করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া কোনো দায়িত্বশীল কাজ নয়। এ ধরনের অতিরঞ্জিত সংবাদ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে।’

    তরুণ কুমার ইসকন সদস্য ছিলেন না নিশ্চিত করে তিনি বলেন, ‘এ ধরনের সংবাদ প্রকাশের আগে স্থানীয় পর্যায়ে বা অফিসিয়াল মাধ্যমে তথ্য সংগ্রহ করা উচিত মিডিয়ার।’

    বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর মহাশ্মশান ঘাট থেকে শনিবার থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় তরুণ কুমার দাস (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্মশান ঘাটের ভেতরে অবস্থিত ভোগঘরে অজ্ঞাতপরিচয় চোরেরা চুরি করার সময় ভিকটিম তরুণ কুমার দাস চোরদের দেখে চিৎকার করার চেষ্টা করলে চোরেরা তার মুখ ও হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে।

    পুলিশ জানায়, শ্মশান ঘাটের ভোগঘর থেকে কয়েকটি কাসার প্লেট চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    স্থানীয় এক ধর্মীয় নেতা জানান, ভিকটিম দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিগত বেশ কিছুদিন ওই মহাশ্মশান ঘাটে অবস্থান করছিলেন।

    নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান বলেন, ‘শনিবার মরদেহ উদ্ধারের পর থেকে রোববার সকাল পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত কিছু লোক চুরি করতে গেলে এই ঘটনা ঘটতে পারে। হত্যার সম্ভাব্য সব কারণই খুঁজে বের করার চেষ্টা চলছে।’

    নাটোরের ওই শ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু বলেন, ‘তরুণ কুমার শ্মশান কমিটির কোনো সদস্য নন। তিনি কোনো পুরোহিত বা সেবক ছিলেন না। তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন।’

    তিনি আরও বলেন, ‘তরুণ কুমার ইসকন বা কোনো সংগঠনের সদস্য ছিলেন না। এ ঘটনায় কোনো সাম্প্রদায়িক সম্পৃক্ততা আছে বলে আমাদের কাছে মনে হয় না।’

  • নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৫

    নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৫

    নাটোরের নলডাঙ্গায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৭) দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ তরুণকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার সকালে সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক ৫ জন হলো- সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামের এরশাদের ছেলে মোহা. শরিফুল ইসলাম (২২), মো. আবির মন্ডলে ছেলে মো. লিটন (২৩), মিনু শেখের ছেলে নয়ন শেখ (২৫), দিলদারের ছেলে রাজু (২৫) ও মকছেদের ছেলে কাজল (২৫)।

    সদর থানার ওসি মুনসুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে মায়ের ওপর অভিমান করে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে খালার বাড়ি সদর উপজেলার ছাতনী এলাকা যাচ্ছিলেন ওই এসএসসি পরীক্ষার্থী। সন্ধ্যায় ছাতনী দিয়ার এলাকায় পৌঁছালে শহিদুল ইসলাম (২২) নামে এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই তরুণ তাকে খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভাটপাড়া শ্মশানঘাট এলাকার একটি লেবু বাগানে নিয়ে যায়। সেখানে ৮ বখাটে তরুণ তাকে ধর্ষণ করে।

    ওসি আরও জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে ৫ বখাটেকে আটক করে। অপর তিনজন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক তিনজনকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • ডোপ টেস্টে ১২ মাদকাসক্ত আটক

    ডোপ টেস্টে ১২ মাদকাসক্ত আটক

    নাটোরে মাদক বিরোধী অভিযানে ডোপ টেস্ট শেষে ১২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার রাতে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়।

    র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সানরিয়া চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মাদক সেবীরা বিভিন্ন এলাকা থেকে কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকায় এসে একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় বিরক্তিকর আচরণ করে। এমন সংবাদ পেয়েই র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

    এসময় ১২ জনকে আটক করা হয়। পরে তাদের নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করে পজেটিভ ফলাফল পাওয়া যায়। এরইমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে শুকনা গাঁজা ও মাটির কোলকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    এন-কে

  • নাটোরে ৩২ কেজি গাঁজাসহ আটক ৩

    নাটোরে ৩২ কেজি গাঁজাসহ আটক ৩

    নাটোরে ৩২ কেজি গাঁজা নিয়ে একটি এ্যাম্বুলেন্সে যাওয়ার সময় চালকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতদের নাম চালক মো. রানা (১৯), হেলপার শাহ আলম (৩১) ও আলামিন হোসেন (১৯)।

    শুক্রবার ভোর রাতে সদর উপজেলার পুর্ব হাগুরিয়া এলাকার মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধারকৃত গাঁজাসহ একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

    লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্ত দিয়ে চোরাচালানে আসা গাঁজাগুলো রাজশাহী নিয়ে যাচ্ছিল বলে জানান, র‌্যাব কর্মকর্তা। আটক এ্যাম্বুলেন্স চালক মো. রানা লালমনির হাট জেলার হাতিমারি উপজেলার দক্ষিন গড্ডিমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে, হেলপার শাহ আলম একই এলাকার আব্দুস সোবাহানের ও আলামিন হোসেন মো. দুলালের ছেলে।

    সিপিসি-২, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর রাতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ১টি সাদা রংয়ের এ্যাম্বুলেন্স কারে মাদকদ্রব্যসহ নাটোর হয়ে রাজশাহী দিকে আসছে। ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি অপারেশন দল নাটোর সদর উপজেলার পুর্ব হাগুরিয়া এলাকার মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী করে। ভোর ৬টার দিকে নাটোরের দিকে ১টি সাদা রংয়ের এ্যাম্বুলেন্স চেকপোষ্টের সামনে আসলে তাকে সিগন্যাল দিয়ে গতিরোধ করা হয়।

    এসময় এ্যাম্বুলেন্সের চালক, হেলপারসহ ৩ জন গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ্যাম্বুলেন্সের ভেতর ৬টি পোটলায় খাকি ক্রসটেপ দিয়ে মোড়ানো প্রায় ১২ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়। পরে নাটোর থানায় একটি মাদক মামলা রুজু করার পর আটককৃতদের থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

    এন-কে

  • নাটোরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ যুবক

    নাটোরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ যুবক

    নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে তিন যুবক নিহত হয়েছেন।

    শনিবার দিবাগত রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

    সকালে রাস্তার পাশে মরদেহসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লালপুর থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

    লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, অজ্ঞাত তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • করোনায় চাকরি হারিয়ে ফেসুবকে স্ট্যাটাসের পর নাটোরে তরুণীর আত্মহত্যা

    করোনায় চাকরি হারিয়ে ফেসুবকে স্ট্যাটাসের পর নাটোরে তরুণীর আত্মহত্যা

    নাটোরের বড়াইগ্রামে করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়ে জেনি বেবি কস্তা নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

    খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ওই তরুণী আত্মহত্যার আগে একাধিক স্ট্যাটাসে তিনি আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন। শনিবার বিকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেনি বাহিমালি গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে।

    নিহতের স্বজনরা জানায়, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গত ১৬ বছরে জেনি আর কারো সঙ্গে ঘর বাঁধেননি। এরপর জীবিকার প্রয়োজনে তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি নেন।

    কিন্তু করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়ে তিন মাস যাবৎ তিনি গ্রামে এসে ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ভাই-ভাবি ও ভাতিজাদের হাতে একাধিকবার মারপিটের শিকার হন তিনি।

    চাকরি চলে যাওয়াসহ স্বজনদের কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বাবা-মা, স্বামী-সন্তান হারা জেনি মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

    এ কারণে তিনি সম্প্রতি ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একাধিক স্ট্যাটাস দেন। সর্বশেষ শুক্রবার রাতে ‘আমি মরে গেলে তোরা এগুলো দেখিস’ স্ট্যাটাস দিয়ে সেখানে তার বিভিন্ন সময়ে তোলা ২৬টি ছবি আপলোড করেন। পরে শনিবার বিকালে নিজ শোবার ঘরের তীরের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন।

    এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ত্রাণ চাওয়ায় কৃষককে মারধর: সেই আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    ত্রাণ চাওয়ায় কৃষককে মারধর: সেই আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    করোনা সংক্রমণ পরিস্থিতিতে হটলাইন নম্বর ৩৩৩-এ ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষককে মারধরকরা সেই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলার ৯নং অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সাত্তারকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

    লালপুর থানার ওসি সেলিম রেজা এর সত্যতা নিশ্চিত করেছেন।

    প্রসঙ্গত লালপুর এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ প্রায় ৩০০ জন করোনা সংক্রমণ পরিস্থিতিতে বেকার হয়ে পড়েন। তিনি টেলিভিশনের মাধ্যমে জানতে পারেন ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা পাওয়া যাবে। পরে তিনি ১০ এপ্রিল ৩৩৩ নম্বরে ফোন করে তার নিজের ও অনদের জন্য খাদ্য সহায়তা চান।

    ৩৩৩ নম্বর থেকে তাকে খাদ্য সহায়তার আশ্বাস দেয়া হয়। ৩৩৩ নম্বর থেকে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগতি করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানকে ওই এলাকায় ত্রাণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দেন।

    এর দুদিন পর ১২ এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সাত্তার ও চৌকিদার দিয়ে ডেকে এনে কৃষক শহিদুলকে মারপিট করেন।

    চেয়ারম্যান কৃষক শহিদুলকে ধমক দিয়ে বলেন, তুই ৩৩৩ নম্বরে ফোন করেছিস কেন, এতে আমার ও এলাকার সম্মান নষ্ট হয়েছে। এসব কথা বলে কৃষক শহিদুল ইসলামকে মারধর করেন।

    চেয়ারম্যান ধমক দিয়ে আরও বলেন, বিষয়টি আর কাউকে জানাবি না। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এ বিষয়ে মঙ্গলবার রাতে কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান আ. সাত্তারের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ করেন।

  • করোনা/ত্রাণের জন্য ৩৩৩ এ ফোন দিয়ে চেয়ারম্যানের মাইর খেলেন কৃষক!

    করোনা/ত্রাণের জন্য ৩৩৩ এ ফোন দিয়ে চেয়ারম্যানের মাইর খেলেন কৃষক!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা ডেস্ক || করোনা মহামারীতে রুপ নেওয়ায় সারা বিশ্বের অধিকাংশ দেশ এখন লকডাইনে। তেমনি আমাদের দেশে অনেক জেলা-উপজেলাকেও লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তাছাড়া পুরো দেশ লম্বা সাধারণ ছুটিতে।

    এ অবস্থায় জরুরি প্রয়োজনীয় ছাড়া প্রায় সকল কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ কদিন গৃহবন্দি থেকে অনেকের খাদ্য ভান্ডারও ফুরিয়ে এসেছে।

    তেমনি একজন নাটোর জেলার লালপুর উপজেলার আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম। তিনি তার অবস্থার দিক বিবেচনা করে গত ১০ এপ্রিল ৩৩৩ নাম্বারে ফোন করে তার গ্রামের ৩০০ কৃষকের জন্য খাবার চান।

    তবে ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় ওই কৃষককে মারপিট করেছেন অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার।

    বোববার রাতে ঘটনাটি ঘটলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই চেযারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিলে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

    স্থানীয়রা জানায়, করোনা কারণে আঙ্গারিপাড়া গ্রামের অনেকে কর্মহীন হয়ে পড়ে। গত ১০ এপ্রিল ৩৩৩ তে কল করে কৃষক শহিদুল ইসলাম তার সহ ওই গ্রামের ৩শ’ জনের খাদ্য চান।

    এর পরিপ্রেক্ষিতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তারকে নির্দেশ দেন। ১২ এপ্রিল রাতে এবি ইউনিয়ন পরিষদে ওই কৃষককে ডেকে নিয়ে মারপিট করেন।

    স্থানীয়রা সোমবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

    কৃষক শহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, ত্রাণ চেয়ে মার খেয়েছি। এ ঘটনার তিনি বিচার চান। তবে মারপিটের বিষয়টি অস্বিকার করে এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ত্রাণ চাওয়ার বিষয়টি তিনি উত্তেজিত হয়েছিলেন। মারপিট করেননি।

    লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, কৃষককে মারপিটের ঘটনার সত্যতা পেয়েছেন। গতকাল সোমবার অভিযুক্ত চেযারম্যানকে ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স