Tag: নানুপুর

  • ফটিকছড়ি নানুপুর-খিরাম সড়কের কার্পেটিং কাজ শুরু

    ফটিকছড়ি নানুপুর-খিরাম সড়কের কার্পেটিং কাজ শুরু

    নানা কল্পনা ও জল্পনার পর ফটিকছড়ি নানুপুর-খিরাম রোডের ২কিঃ মিঃ রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। এসময় সাথে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও খিরাম ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ।

    তাছাড়া ইউপি সদস্য মফিজুল আলম, মোঃ রমজান আলী, লালনজয় চাকমা, মোঃ জসিম উদ্দিন, আহমদুল্লাহ, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোঃ আব্দুল শুক্কুর, মহিলা সদস্য বেনুয়ারা বেগম, সৈয়দা শামসুন নাহার, সাবেকুন নাহার শিমুল, ইউপি সচিব মোহাম্মদ মাহফুজ এলাহী, আওয়ামীগ নেতা আব্দুল লতিফ, মোঃ আবছার, মোঃ হোসেন, আবুল বশর, মোঃ নুরুল আলম, মাহমুদ মিয়া, মোঃ আলমগীর, আবু তাহের, মোঃ আব্দুর রশীদ, আজিজুল হক মুন্সী, মোঃ বেলালসহ ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ, আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    ইউপি চেয়ারম্যান সোহরাব হোসাইন সৌরভ বলেন, ১ কোটি ২৮লক্ষ টাকা ব্যায়ে দীর্ঘ প্রতিক্ষার পর খিরাম বাসী একটি স্বপ্নের রাস্তা পেতে যাচ্ছে।

    এজন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ ফটিকছড়ি থেকে বারবার নির্বাচিত এমপি উন্নয়নের রুল মডেল আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    ২৪ ঘন্টা/এম জুনায়েদ/রাজীব

  • ফটিকছড়ির নানুপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল দুর্বৃত্তদের গুলিতে নিহত

    ফটিকছড়ির নানুপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল দুর্বৃত্তদের গুলিতে নিহত

    ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ি উপজেলার নানুপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল (৩৬) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার সময় নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।

    পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতরা রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬ নংওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ীর
    আব্দুর রব্বুন এর প্রথম পুত্র।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • ফটিকছড়ির নানুপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের মারামারিতে নিহত ১

    ফটিকছড়ির নানুপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের মারামারিতে নিহত ১

    ফটিকছড়ি প্রতিনিধি::::ফটিকছড়িতে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নুরুল হক সাইমন (১৭) নামের একজন নিহত হয়েছে।

    নিহত সাইমন বখতপুর ইউনিয়নের সিদ্দিক আহমদ সওদাগর বাড়ির নুরুল আফসার এর পুত্র।

    এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তারা হলেন- সিফাত ও মনসুর। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে মাহফুজ নামের একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
    শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার নানুপুর আবু সোবাহান স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র জানায়, ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সিনিয়র- জুনিয়র দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির সূত্রপাত। এতে প্রতিপক্ষের চুরিকাঘাতে সাইমন গুরুতর আহত হয়। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় তার দুই বন্ধু সিফাত ও মনসুর।

    হতাহতদের স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চমেকে নেওয়ার পথে সাইমনের মৃত্যু হয়।

    ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার সঞ্জয় কুমার ঘোষ জানান, নানুপুরে কিশোর গ্যাং এর মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

    উত্তেজিত জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • ফটিকছড়ির নানুপুর-খিরাম সড়কে জীপ-সিএনজি সংঘর্ষে ১ জনের মৃত্যু

    ফটিকছড়ির নানুপুর-খিরাম সড়কে জীপ-সিএনজি সংঘর্ষে ১ জনের মৃত্যু

    ফটিকছড়ির নানুপুর-খিরাম সড়কে চাঁদের গাড়ী (জীপ)র সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।  আজ ৬ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে খিরাম সড়কের প্রেমপুর লম্বাটিলা বাগানে এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত জীপটি লাকড়ী বোজাই ছিলো বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

    নিহতের নাম সাইদুল হক (৫৫)। সে নোয়াখালী কবিরাজ থানার ইন্দ্রপুর গ্রামের মৃত রহমত উল্লাহ পুত্র। নিহত সাইদুল হক পেশায় একজন বাবুর্চী।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নিহত ব্যক্তি বিয়ে বাড়িতে বাবুর্চীর কাজ করে। নানুপুর সৈয়দবাড়ি থেকে খিরামে একটি বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে দুর্ঘটনা কবলিত জীপ গাড়ীটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে বলেন।