Tag: নারায়ণগঞ্জ

  • স্বামী-স্ত্রী হত্যার দায়ে ৬ জনের ফাঁসির আদেশ

    স্বামী-স্ত্রী হত্যার দায়ে ৬ জনের ফাঁসির আদেশ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার (০৬ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

    আদালতের পাবলিক প্রসিকউিটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে তিনজন উপস্থিত ছিলেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন, আরিফ ও মো. জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছেন। তবে উপস্থিত তিন আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছনি। আদালত যুক্তিতর্ক শেষে তাদের ফাঁসির আদেশ দেন।

    নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রাস্তা থেকে স্বামীসহ স্ত্রীকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এরপর তাদের দুইজনকে হত্যা করে পাশের একটি ডোবাতে ফেলে পালিয়ে যায় আসামিরা। ঘটনার পর ১৬ আগস্ট ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গৃবধূর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল ছয়জনের ফাঁসির আদেশ দেন।

  • সেজান জুসের কারখানায় লাশের স্তূপ,নিহত বেড়ে ৫৩

    সেজান জুসের কারখানায় লাশের স্তূপ,নিহত বেড়ে ৫৩

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া কারখানার ধ্বংসস্তূপ থেকে একে একে ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়াল। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান জানিয়েছেন, কারখানাটি থেকে লাশগুলো বের করা হচ্ছে। এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না, ঠিক কতজন মারা গেছেন।

    শুক্রবার ( ৯ জুলাই) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

    তিনি বলেন, পাঁচ অ্যাম্বুলেন্সে করে আমরা ৫০ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থ তলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এতোগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে। ছয়তলা কারখানা ভবনের উপরের দুই ফ্লোরে এখনো আগুন জ্বলছে। আগুন নেভানোর কাজ চলছে এখনো। ধ্বংসস্তূপে তল্লাশিও এখনো শেষ হয়নি।
    এর আগে সকালে আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

    নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা বাবদ আপাতত ১০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

    বৃহস্পতিবার (০৮ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর কারখানার ভবন থেকে লাফিয়ে পড়ে তখনই তিনজনের মৃত্যু হয়।

    এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনে আটকাপড়ে নিখোঁজ হওয়া শ্রমিকদের উদ্ধারে দেরি হওয়ায় পুলিশ ও সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার বেলা ১১টার থেকে থেকে সাড়ে ১১টায় পর্যন্ত প্রায় আধা ঘণ্টা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সংঘর্ষ চলাকালে কারখানার প্রধান ফটকের সামনে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে তিনটি শর্টগান লুট করে। পরে দুটি উদ্ধার হলেও একটি এখনও উদ্ধার হয়নি।

    রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যরা হলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন, পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদপ্তরের জেলার একজন কর্মকর্তা।

  • নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ:মসজিদের সভাপতি গ্রেফতার

    নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ:মসজিদের সভাপতি গ্রেফতার

    নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় এবার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    শুক্রবার রাতে তল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সিআইডির নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

    জানা গেছে, এ বিষয়ে হতাহতের ঘটনায় চার্জশিট (অভিযোগপত্র) চূড়ান্তের পথে। এতে ৩৬ জনকে অভিযুক্ত করা হতে যাচ্ছে। সিআইডি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ৩৬ জনের বিষয়ে কাজ চলছে।

    এ ৩৬ জনের মধ্যে তিতাসের ৮ জন, ডিপিডিসির দুইজন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ২৬ সদস্য রয়েছে। তবে এটা কম বেশি হতে পারে।

    এর মধ্যে তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী সহকারী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, কর্মী ইসমাইল প্রধান, সাহায্যকারী হানিফ মিয়া, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী ও সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী এবং অভিযোগপত্রে ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের মিটার রিডার আরিফুর রহমান ও বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন রয়েছেন।

    তাদের মধ্যে তিতাসের আটজন কর্মকর্তা-কর্মচারী, ডিপিডিসির দুজনকে গ্রেফতার করা হয়েছে।বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিতাসের আটজন কর্মকর্তা-কর্মচারী জামিন পেয়েছেন।

    উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আটক ১

    নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আটক ১

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইলিয়াস নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তুষার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

    রোববার রাত ৮ টার দিকে উপজেলার জিওধারা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত ইলিয়াস বন্দরের ওই এলাকার মজিবর মিয়ার ছেলে। তিনি স্থানীয় দৈনিক বিজয় পত্রিকায় সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

    পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের সোর্স হিসেবে পরিচিত তুষার গংয়ের প্রধান তুষারকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়। আটকের সময় তার পরনের গেঞ্জিতে রক্তের দাগ ছিলো।

    বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তাওহীদ জানান, রোববার রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তুষার নামে একজনকে আটক করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মসজিদের একটি এসিও বিস্ফোরিত হয়নি,লিকেজের গ্যাস আর বিদ্যুতের স্পার্ক মিলেই বিস্ফোরণ

    মসজিদের একটি এসিও বিস্ফোরিত হয়নি,লিকেজের গ্যাস আর বিদ্যুতের স্পার্ক মিলেই বিস্ফোরণ

    নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ছয়টি এসির একটিও বিস্ফোরিত হয়নি। লিকেজ থেকে বের হওয়া গ্যাস এবং বিদ্যুতের স্পার্ক থেকে বের হওয়া আগুনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    রোববার (৬ সেপ্টেম্বর) সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক নূর হাসান আহমেদ।

    তিনি বলেন, মসজিদের এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ছয়টি এসির প্রতিটির ক্যাচিং পুড়েছে কিন্তু ভেতরের সব ঠিক আছে। বিস্ফোরণ হয়েছে গ্যাসের ও বিদ্যুতের স্পার্ক থেকেই।

    এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর সিআইডির তদন্ত কমিটির সদস্যও পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন উজ্জলও একই কথা বলেছেন।

    তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছয়টি এসির একটিও বিস্ফোরিত হয়নি, হওয়ার কথাও নয়।

    এদিকে বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, সিআইডি এবং ডিপিডিসির পক্ষ থেকে আলাদা পাঁচটি তদন্ত কমিটি গঠনা করা হয়েছে।

    জেলা প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গ্যাস ও বিদ্যুৎ সংযোগে সমস্যা-এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রাথমিকভাবে তারা কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বলে কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম জানিয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে। শনিবার সকালে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন।

    অপরদিকে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ কে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

    ঘটনা তদন্তে কাজ করছে সিআইডির পাঁচ সদস্যের একটি দলও।

    এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়েছে। এ পর্যন্ত ২৪ জনের মারা যাবার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় বাকিরা রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু

    নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু

    নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

    শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

    বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে দগ্ধ ২৬ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ:বহু হতাহতের শঙ্কা

    নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ:বহু হতাহতের শঙ্কা

    নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

    শুক্রবার রাত পৌনে ৯টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন দগ্ধ ও অনেকেই আহত হয়েছেন।

    তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”এই স্লোগানে নারায়ণগঞ্জে ৬’শ মানুষকে আমরাই কিংবদন্তী’র খাবার ও মাস্ক বিতরণ

    “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”এই স্লোগানে নারায়ণগঞ্জে ৬’শ মানুষকে আমরাই কিংবদন্তী’র খাবার ও মাস্ক বিতরণ

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি২০০০ এবং এইচএসসি২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।

    আমরাই কিংবদন্তী গ্রুপ এর নারায়ণগঞ্জের একদল স্বেচ্ছাসেবী শুক্রবার (১৪ আগস্ট) “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানে নারায়ণগঞ্জের মেইন রেলস্টেশন, চাষাড়া রেলস্টেশন ও সরদারপাড়া এতিমখানায় প্রায় ছয় শতাধিক মানুষকে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছে।

    দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে গত ঈদ-ঊল-ফিতরের দিন থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে। যা বর্তমানে শুক্রবার করে চলমান থাকলেও, ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা।

    নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই ৩২ হাজার সদস্য এর পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।

    গ্রুপ এর স্বেচ্ছাসেবী দলটি দুপুর ২ টায় নারায়গঞ্জের সরদারপাড়া এতিমখানায় থেকে বিতরণ কার্যক্রম শুরু করে পরবর্তীতে নারায়গঞ্জের মেইন রেলস্টেশন হয়ে চাষাড়া রেলস্টেশনে গিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।

    এসময় প্রায় ছয় শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের মাঝে রান্না খাবার ও মাস্ক বিতরণ করে।

    এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।
    উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩২ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আইসিইউ চালু না হলে হাসপাতালে হানা দেয়ার হুঁশিয়ারি শামীম ওসমানের

    আইসিইউ চালু না হলে হাসপাতালে হানা দেয়ার হুঁশিয়ারি শামীম ওসমানের

    দেশে করোনাভাইরাস আক্রান্ত ক্রমেই বেড়ে চলেছে। শুরুর দিকে ‘ক্লাস্টার’ ঘোষণা করা হয়েছিল ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জকে।

    এ অবস্থায় জেলায় করোনা চিকিৎসায় সাপোর্ট আছে-এমন দুটি হাসপাতালে আইসিইউ চালু না হলে বা করোনা রোগী ভর্তি না নিলে নিজেই ‘হানা দেবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

    আজ শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় নগরীর রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শামীম ওসমান।

    এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরার (ডিএনডি) এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন না হওয়া ও ২০ লাখ মানুষের দুর্ভোগে উপস্থিত সবার সামনে হাতজোড় করে ক্ষমা চান তিনি।

    ওই সময় তিনি জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু এবং ৪৮ ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    তিনি বলেন, ডিএনডির সমস্যা সমাধানের বিষয়ে ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রীর দফতরসহ পানি সম্পদ মন্ত্রনালয় এবং ডিএনডি উন্নয়ন পকল্পের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।

    সেনাবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন দুইটি পাম্প চালুর চেষ্টা করছেন। ওই পাম্প দুটি চালু হলেই আশা করছি ৪৮ ঘণ্টার মধ্যে দ্রুত জলাবদ্ধতার নিরসন হবে।

    জলাবদ্ধতার বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে শামীম ওসমান জানান, ডিএনডির উন্নয়ন প্রকল্পের জন্য পরবর্তী আর্থিক বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতরে তিনি আলাপ করেছেন।

    আরও যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা বরাদ্দ হয়ে গেলে সেনাবাহিনী এই প্রকল্পেকে হাতির ঝিলের চেয়েও মনোমুগ্ধকর অবস্থার সৃষ্টি করবেন। এতে প্রায় বিশ লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন বলে শামীম ওসমান আশা প্রকাশ করেন।

    ডিএনডি এলাকা প্রসঙ্গে তিনি বলেন, পুরো ডিএনডি এলাকা পানির নিচে। এখানে যদি একজন থুতু ফেলে তাহলে সেটি সবার মধ্যে ছড়াবে। সেনাবাহিনী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ডিএনডির পাম্প চালুর চেষ্টা চলছে, আজকের মধ্যে এটি চালু হবে বলে আশা করছি।

    আজ রাত থেকেই এখানের পানি সরা শুরু হবে। ডিএনডির পরবর্তী যে বাজেট প্রয়োজন সেটি যেন নারায়ণগঞ্জে আসে, নয়তো প্রতি বছর আমাদের এ সমস্যার সম্মুখীন হতে হবে।

    নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল তিনশ শয্যা খানপুর প্রসঙ্গে তিনি জানান, আইসিইউ নিয়ে আমি কল করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আমাকে গতকালও(বৃহস্পতিবার) জানানো হয়েছে আগামী রবিবারের মধ্যে চেষ্টা করা হবে। সিএমএইচটি’র ডিরেক্টরকে আমি ৫০ বার ফোন দিয়েছি, টেক্সট করেছি।

    চিকিৎসা প্রসঙ্গে তিনি আরও বলেন, এখনো আইসিইউ অনিশ্চিত। আমি বলছি না আইসিইউ হলে সব রোগী সুস্থ হয়ে যাবে, তবে মিনিমান সেবাটা যদি আক্রান্তরা পায় তাহলে তাদের স্বজনরা বলতে তো পারবেন যে আমরা একটুকু সেবা পেয়েছি। তারা স্বস্তি পাবে। নারায়ণগঞ্জের প্রো অ্যাকটিভ ও আল বারাকা হাসপাতালে আইসিইউ বেড রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেয়ার নির্দেশনা রয়েছে। প্রো অ্যাকটিভ এটাকে বাণিজ্য হিসেবে নিয়েছে। যদি আগামী সপ্তাহের মধ্যে এখানে করোনা রোগীদের সেবা দেয়া না হয় তাহলে আমি সাংবাদিকদের নিয়ে সেখানে যাবো এখন যা যা করা দরকার করবো।

    প্রসঙ্গত, এর আগে ডিএনডির জলাবদ্ধতা দুর্ভোগ না কমলে সংসদে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন এই এমপি। এছাড়া ২০১৫ সালের ২৩ জুলাই তৎকালীন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামালকে ডিএনডির দুর্দশা পরিদর্শনে ঝটিকা সফরে নিয়ে আসেন শামীম ওসমান । এছাড়া ২০১৭ সালের ১৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ নাভাানা সিটির মাঠে ডিএনডির সংশ্লিষ্ট সমাবেশে সেই সময়কার পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে শামীম ওসমান তার মাথা ছুইয়ে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়নে শপথ করান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দুই ভাইসহ নিহত ৩

    নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দুই ভাইসহ নিহত ৩

    নারায়ণগঞ্জের বন্দরে ছয় তলা একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। যাদের মধ্যে আছেন দুই ভাই। আহত হয়েছেন আরও পাঁচজন।

    শুক্রবার (৮ মে) সকাল ছয়টার দিকে বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- দুই সহোদর মাসনুন ও জিসান। অন্যজন এক নারী। তার নাম লাবনী। বিস্ফোরণে পাশের একটি চার তলা বাড়ি ও একটি টিনশেড বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের মোল্লাবাড়ি এলাকার রাবেয়া মঞ্জিলের নিচতলার একটি কক্ষে সেপটিক ট্যাংকটি অবস্থিত। সকাল ছয়টার দিকে বিকট শব্দে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটলে কক্ষটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঘুমিয়ে থাকা দুই দুই সহোদর মাসনুন ও জিসান।

    বিস্ফোরণের সময় রাবেয়া মঞ্জিলের পাশের চারতলা ভবনের একটি দেয়াল পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনের ওপর পড়লে সেখানে থাকা অন্তঃসত্ত্বা নারী লাবনী, তার মেয়ে নাবিলা, পার্শ্ববর্তী ভবনের মালিক ও তার এক ছেলে এক মেয়েসহ পাঁচজন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর লাবনী মারা যান। মারা যাওয়ার লাবনীর মেয়ে নাবিলার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

    ২৪ ঘন্টা/এম আর

  • সিলেটে নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু, করোনা টেস্টের নমুনা সংগ্রহ

    সিলেটে নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু, করোনা টেস্টের নমুনা সংগ্রহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্তের দিক থেকে দেশের হটস্পট নারায়ণগঞ্জ ফেরত এক পুলিশ সদস্য সিলেটে মারা গেছে।

    করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (১ মে) রাত ৮.১৫ মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

    মৃত পুলিশ সদস্যের নাম মো. ইমন মিয়া (২১)। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ইমন মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।

    জানা যায়, ইমন ২০১৮ সালের ২২ জানুয়ারি কনস্টেবল পদে শিল্প পুলিশে যোগ দেন। তার কনস্টেবল নম্বর ৫৮৪। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ থেকে কিডনিতে সমস্যা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ থাকায় ছুটি নিয়ে মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর গ্রামের বাড়িতে ফেরেন।

    বাড়িতে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। ইমন মিয়ার অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।

    শুক্রবার গভীররাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই পুলিশ সদস্যের শরীরে করোনার উপসর্গ ছিল। তবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। এরপরও সতর্কতার জন্য করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • না’গঞ্জ থেকে নয়, খুলনা থেকে বোয়ালখালী’র ডক ইয়ার্ডে ট্যাংকার

    না’গঞ্জ থেকে নয়, খুলনা থেকে বোয়ালখালী’র ডক ইয়ার্ডে ট্যাংকার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : নারায়ণগঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান জেএন শিপিং লাইনসের একটি তেলবাহী ট্যাংকার চট্টগ্রামের বোয়ালখালীতে এসে পৌঁছালে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।

    বুধবার (২২ এপ্রিল) সকালে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

    তবে স্ট্যাটাসে দাবী করা হয় ‘পশ্চিম গোমদন্ডীতে FMC ডক ইয়াডে নারায়নগঞ্জ হতে ১৪/১৫ জন লোকসহ একটি জাহাজ এসেছে। সবাই করোনার জন্য তৈরী থেকো। প্রশাসন কোথায়?’

    এ খবরে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী জাহাজ নির্মাণ প্রতিষ্টান এফএমসি ডক ইয়ার্ড পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাম্মেল হক চৌধুরী।ডক ইয়ার্ডে ট্যাংকার

    তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় নারায়ণগঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান জেএন শিপিং লাইনসের একটি তেলবাহী ট্যাংকার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডেট তেল নিয়ে খুলনা গিয়েছিল। সেখানে পৌঁছে ত্রুটি দেখা দেওয়ায় তেল আনলোড করে মেরামতের জন্য এফএমসি ডক ইয়ার্ডে পৌঁছে।

    ওই ট্যাংকারে মাস্টারসহ ১১জন নাবিক রয়েছেন, যারা মেরামতের সময়টায় ট্যাংকারেই অবস্থান করবে বলে নিশ্চিত করেছে ডকইয়ার্ড কর্তৃপক্ষ এবং ট্যাংকারের মাস্টার।ডক ইয়ার্ডে ট্যাংকার

    তিনি বলেন, লগ বই ও বিআইডব্লিউটিএ এর টোল আদায়ের রশিদ দেখে নিশ্চিত হওয়া গেছে ট্যাংকারটি চট্টগ্রামে আসার আগে খুলনাতেই অবস্থান করছিল, খুলনা থেকে গাবখান চ্যানেল হয়ে চট্টগ্রামে এসেছে।

    পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে সেনা সদসবৃন্দ ও এসআই মোমেন সহ বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/পূজন সেন/আর এস পি