সাহিত্য ডেস্ক : লাকী আহমেদ একজন সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা। কাজ করে যাচ্ছেন পথশিশুদের জন্যেও। লেখালেখিও করছেন সমাজসেবার পাশাপাশি।
কিন্তু সব সময় তা প্রকাশ করার সময় পাননি। এবার তার একটি কবিতা ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। তার এই কবিতাটি আবৃত্তি করেছেন কলকাতার বাচিকশিল্পী চন্দ্রিকা ব্যানারজি ধর।
কবিতাটি লাকী আহমেদ উৎসর্গ করেছেন তার মরহুম স্বামী আলহাজ শামীম আহমেদকে। উনার প্রথম ভিডিও এটি। তার এই কবিতা অনলাইনে উদ্বোধন করবেন জনপ্রিয় কথা সাহিত্যিক শাম্মী তুলতুল, রন্ধনশিল্পী তানজিন তিপিয়া, কবি শেখ তাহরীম তাহসীর ও সাংবাদিক জাবেদ আলীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, লাকী আহমেদ সমাজসেবার জন্য অনেক পুরষ্কারেও ভূষিত হন। তিনি এই প্রতিবেদককে বলেন, আমি মানবতার মা হয়ে সমাজসেবায় কাজ করে যাবো আজীবন। নিম্নে তার কবিতাটি প্রকাশ করা হলো
যেদিকে তাকাই আশার আলো
লাকী আহমেদ
১: ভাগ্য আমার ভীষণ ভালো
যেদিক তাকাই সবই আলো,
জীবনে আমি যা চেয়েছি
চাওয়ার আগেই তা পেয়েছি।
২: সারাজীবন হৃদয়ে ভরে
গহীন মনে, ভালোবেসেছি,
কষ্ট নিয়ে হাসতে শিখেছি
চলতে পথে পড়েও গিয়েছি!
৩: প্রভুর কৃপায় আবার দাড়িয়েছি
দুঃখের সময় সাথী হারিয়েছি,
আমার ব্যথায়, কেউ বা হেসেছে,
কিন্তু ব্যথায় আমার, মা কেঁদেছে।
৪: আপন মানুষ, তীর ছুড়েছে,
তীর বিঁধে ক্ষত হয়েছে,
বানিয়েছে মলম লবণ দিয়ে!
সেবা করেছেন দেখতে গিয়ে।
৫: ক্ষত আমার যায়না দেখা,
বুকের ভিতর একরাশ ব্যাথা,
আমি যে আজ বিষন্ন মনে
কখনও ভাবি ,ভীষণ একা।
৬: তবুও আমার ভাগ্য ভালো,
হয়তো কারোর চোখে আমি অনেক কালো,
জীবন দিয়েছি আমি উজার করে
পেয়েছি আঘাত, বিনয় সুরে।
৭: শুনি লোকের উল্টো কথা
তাদের নাকি খেয়েছি মাথা,
যুগের আজব রীতিনীতি
স্বার্থ আগে,.. যাক না চুলোয় অর্থনীতি।
৮: এখন ওদের মূল কামনা,
করবে দখল ,পরের জমি,
সাজবে মালিক, সাজাবে সেনা,
পূরণ করবে মনের কু -বাসনা।
৯: আমি আজ ওদের চেয়ে
খোদার দয়ায় আছি ভালো,
আসলে আমি ভাগ্যবতী
যেদিকে তাকাই, দেখি আশার আলো।
২৪ ঘণ্টা/রাজীব