Tag: নারী ক্রিকেট দল

  • রোমাঞ্চকর জয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা

    রোমাঞ্চকর জয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা

    দক্ষিণ এশিয়ান গেমসের মেয়েদের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের দেয়া ৯১ রানে লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সালমা-নাহিদাদের বোলিং তোপে ৮৯ রানে থেমেছে লঙ্কান নারীরা। ফলে ২ রানের রোমাঞ্চকর জয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা।

    শেষ ওভারে ম্যাচ জয়ে জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭ রান। বোলিংয়ে আসেন বাংলাদেশের অন্যতম ভরসা জাহানারা আলম। প্রথম ৫ বলে ৪টি রান ও ১টি উইকেটের পতনে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৩ রানের। শেষ বলটি ডট দিয়ে বাংলাদেশকে ২ রানের জয়ে স্বর্ণ এনে দেন জাহানারা।

    ইনিংসের শুরু থেকেই লঙ্কানদের চাপের মধ্যে রাখেন বাংলাদেশের বোলাররা। প্রথম ৪ ওভারে তারা খরচ করেন মোট ১১ রান। জাহানারা আলম ২ ওভারে দেন ৮টি রান। অপরদিকে সালমা খাতুন ২ ওভারে খরচ করেন মাত্র ৩ রান। সেই সাথে শিকার করেন একটি উইকেট।

    প্রথম ৬ ওভার শেষে লঙ্কান নারীদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে ১৫ রান। বোলিংয়ে এসেই অধিনায়ক সালমাকে অনুসরণ করে নিজেদের প্রথম ওভারেই উইকেট শিকার করেন নাহিদা আক্তার ও খাদিজা-তুল-কুবরা। নাহিদা প্রথম ওভারে ১ রান ও খাদিজা ২ রান খরচায় উইকেট পান।

    লঙ্কানরা চতুর্থ উইকেটটি হারায় রান আউটের ফাঁদে পড়ে। কাশিবা দিলফারিকে রান আউট করেন নাহিদা। ৩০ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেটটি।

    বাংলাদেশের জন্য হুমকি হয়ে ক্রিজে ছিলেন হারশিথা মাধবী। দলীয় ৫৩ রানে তাকে উইকেটরক্ষক নিগার সুলতানার তালুবন্দী করান জাহানারা। মাঠ ছাড়ার আগে মাধবী করেন ৩৩ বলে ৩২ রান। এরপরে লঙ্কানদের জয়ে রাখেন লাহিনী আপসারা।

    ২০ ওভারে ৮৯ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের নাহিদা ৪ ওভারে ১ মেডেনে মাত্র ৯ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জাহানারা, সালমা ও খাদিজা।

    এর আগে টস জিতে আগে ব্যাটিং করে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশও। উমাথা থিমাশিনির একই ওভারে ৪টি উইকেট হারিয়েই খেয় হারিয়ে ফেলে টাইগ্রেসরা। ব্যর্থ হন বাংলাদেশের টপ- মিডল অর্ডারের ব্যাটাররা।

    সানজিদা ইসলাম তিনটি চারের সাহায্যে ১২ বলে ১৫ রান করেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হক আজ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। অধিনায়ক সালমা খাতুন ১৫ বলে মাত্র ৩ রান করেন। ওপেনার মুর্শিদা খাতুন ১৫ বলে ১৪ রান করেন।

    মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরিয়ান নিগারের ব্যাট থেকে এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান। ৩৮ বলে ১ ছয় ও ২ চারে তার এই ইনিংসটি বাংলাদেশের ইনিংসকে কিছুটা হলেও প্রসারিত করতে পেরেছে। তাকে সঙ্গ দেন ফাহিমা খাতুন। ফাহিমার ব্যাট থেকে আসে ২১ বলে ১৫ রান।

    নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ৯১ রান। লঙ্কান অলরাউন্ডার থিমাশিনি ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় শিকার করেছেন ৪টি উইকেট। তার ২টি ওভারই ছিল মেডেন।

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ ৯১/৮ ( ২০ ওভার)
    নিগার ২৯*, সানজিদা ১৫, মুর্শিদা ১৪;
    থিমাশিনি ৪/৮।

    শ্রীলঙ্কা ৮৯/৯ ( ২০ ওভার)
    মাধবী ৩২, আপসারা ২৫, সান্দামিনি ১০, থিমাশিনি ৭; নাহিদা ২/৯, জাহানারা ১/১৭, সালমা ১/১, খাদিজা ১/২১, ।