Tag: নারী মাদক কারবারি

  • সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাদক পাচারকারী সদস্য মাদক সম্রাজ্ঞী মিনুকে গ্রেফতার

    সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাদক পাচারকারী সদস্য মাদক সম্রাজ্ঞী মিনুকে গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার মাদক সম্রাজ্ঞী মিনুয়ারা মিনুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (১৯ মে) তার আস্তানা থেকে ৯৩৭ পিচ ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। মিনুয়ারা মিনু উপজেলার ছোট কুমিরাস্থ রহমতপুর এলাকার জব্বার বাড়ীর ফজলুর রহমানের স্ত্রী। সে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আন্তর্জাতিক মাদক মাফিয়া সদস্য হিসেবে পরিচিত।

    পুলিশ জানান, মিনুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মিনু আন্তর্জাতিক মাদক পাচারকারী দলের সদস্য। সে অত্যন্ত সুচতুর ও রাজনৈতিক দলের অনুসারী হওয়ায় টেকনাফ থেকে কুমিরা টু ঢাকাসহ আন্তর্জাতিক মাদক কারবারিদের অন্যতম সদস্য বলে বিবেচিত হওয়ায় তিনি সুকৌশলে তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তার আস্তানায় প্রবেশ করতে হলে স্পেশাল সিকিউরিটির পাহারা ভেদ করে প্রবেশ করতে হয়। তথ্য প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করে ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ ও সেকেন্ড অফিসার এসআই মুকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯৩৭ পিচ ইয়াবা ও এক কেজি গাঁজাসহ এ মাদক সম্রাজ্ঞীকে পাহাড়ের পাদদেশে অবস্থিত তার আবাসস্থল সোনার পাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মাদক সম্রাজ্ঞী মিনু জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একজন আন্তর্জাতিক মাদক চোরাচালানের সদস্য৷ সে দীর্ঘ দুই দশক ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • রায়পুরে নারী মাদক কারবারিসহ গ্রেফতার-৩

    রায়পুরে নারী মাদক কারবারিসহ গ্রেফতার-৩

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৮শ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। সোমবার মধ্য রাতে (১৪ ডিসেম্বর) শহরের নূপুর বোর্ডি থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফেনী জেলার সদর থানার নেয়ামতপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে শাহাদাত হোসেন (৩৫), মানিকগঞ্জ জেলার সিংরাই থানার ইসলাম নগরের মৃত মহিজ উদ্দিনের ছেলে সাঈদুর রহমান তারেক (৪৫) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম রূপসা গ্রামের বাসেদ খানের মেয়ে সানজিদা আক্তার রিয়া (২৫)।

    পুলিশ জানান, নারীসহ তিন মাদক ব্যবসায়ী ফেনী থেকে সরাসরি রায়পুর শহরের নূপুর বোডিং এ অবস্থান করেন। গোপন সংবাদ পেয়ে বোর্ডি এর ৩য় তলা থেকে ৮শ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাদের মধ্যে শাহাদাত হোসেন এর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে এবং অন্য ২জনের বিরুদ্ধে খোঁজ খবর নেয়া হচ্ছে।

    অভিযুক্তরা বলেন, হোটেল মালিকের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে রাতে আমাদের বাকবিতন্ডা হয়। আমাদেরকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

    রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, নারীসহ তিন মাদক ব্যবসায়ী কক্সবাজার ও ফেনী হয়ে রায়পুর নূপুর বোডিংএ অবস্থান করেন। দুপুরে তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এবিষয়ে তাদের রিমান্ড চাওয়া হবে।