Tag: নার্স

  • নোয়াখালীতে নার্সকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, রাতভর নির্যাতন

    নোয়াখালীতে নার্সকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, রাতভর নির্যাতন

    নোয়াখালী জেলা শহরের মাইজদী থেকে তুলে নিয়ে তরুণীকে (১৯) ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর মারধর করেছে তার সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পী (২৯) ও তার তিন সহযোগী। ওই তরুণীর সাবেক স্বামীসহ তিনজন নেশাগ্রস্ত অবস্থায় তাকে তুলে নিয়ে এমন নির্যাতন করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।

    এ ঘটনায় সুধারাম মডেল থানায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাবেক স্বামীসহ ৪ জন ও সিএনজি চালকসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে ভুক্তভোগী নিজেই মামলা করেছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে এখন এক আত্মীয়ের বাসায় চিকিৎসাধীন রয়েছে ওই নারী।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, রাতে ভুক্তভোগীর মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

    আসামিরা হলেন, ওই তরুণীর সাবেক স্বামী কবির হাট উপজেলার নবগ্রামের মো. ইউসুফের ছেলে ইসমাইল হোসেন বাপ্পী, তার সহযোগী একই গ্রামের রহিম (২৪), আরমান (২৫) সদর উপজেলার শ্রীপুর গ্রামের সাগর (৩৫)। এদের কারও পিতার নাম জানা যায়নি।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ কর্মস্থল থেকে মাইজদীস্থ হরিনারায়পুরের বাসায় ফিরছিলেন শিক্ষানোবিশ ওই নার্স। মাইজদী পেট্রোল পাম্পের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন, এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা সামনে এসে দাঁড়ালে তিনি গন্তব্যে যাবার জন্য উঠে পড়েন। পরে ওই গাড়িটি একটু সামনে গেলে দু’জন যাত্রী সামনের সিটে ওঠেন। আর একটু সামনে গেলে তার সাবেক স্বামী ও আরও একজন ভিকটিমের দু’পাশে উঠে বসেন। সিএনজিচালিত অটো রিক্সায় ওঠার পর থেকেই তার ওপর শারিরিক নির্যাতন শুরু করে তার সাবেক স্বামী বাপ্পী ও তার সহযোগী রহিম (২৪)। চোখ-মুখ চেপে ধরে কবিরহাট উপজেলার নবগ্রামে নিয়ে যায় তাকে। সিএনজি থেকে নামানোর পর বুঝতে পারে এটি তার সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পির বাড়ি। ফাঁকা বাড়িতে সাবেক শ্বশুর-শাশুড়ি কেউই নেই। সিএনজিতে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে। ঘরে ঢুকিয়েও বেদম মারধর করে তার সাবেক স্বামী। রাতে নেশাগ্রস্থ অবস্থায় জলন্ত সিগারেটের আগুণে মুখে ছ্যাকা দেয় ও অপর দুইজনসহ ধর্ষণের চেষ্টা করে, কিন্তু নির্যাতন সহ্য করে ধর্ষণ থেকে রক্ষা পান ওই তরুণী। ভোরের দিকে অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে থাকে এ সুযোগে পালিয়ে মাইজদী চাচার বাসায় এসে আশ্রয় নেন তিনি। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে আত্মীয়ের বাসায় রয়েছেন চিকিৎসাধীন। রাতে চাচার সহায়তায় মামলা দেন থানায়।

    স্বজনরা জানান, ছোট বেলায় বাবাকে হারান এই ভিকটিম, নতুন করে বিয়ের পিড়িতে বসেন মা-ও। অভিভাবক শূন্য হয়ে নানির কাছেই বড় হন তিনি। নবগ্রামে নানির কাছে থাকা অবস্থায় বখাটে ইসমাইল হোসেন বাপ্পির নজরে পড়েন তিনি। বাপ্পি অনেকা জোর পূর্বক অপ্রাপ্ত বয়সেই তাকে বিয়ে করতে বাধ্য করে। কিন্তু বিয়ে করেও বাঁচতে পারেননি তিনি। প্রায় সময়ই স্বামীর নির্যাতনের শিকার হতে হতো তাকে। মারধর করতেন শাশুড়ি, ননদ ও দেবর। গত দু মাস আগে তাদের ডিভোর্স হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • রোগীর সাথে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের দুর্ব্যবহার/ টাকা ছাড়া অক্সিজেন না দেয়ার অভিযোগ স্বজনদের

    রোগীর সাথে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের দুর্ব্যবহার/ টাকা ছাড়া অক্সিজেন না দেয়ার অভিযোগ স্বজনদের

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বরিশাল ডেস্ক : শাহিন ও শাকিল। তারা দুজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা এবং করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসা ও ভাল সেবা পাওয়ার লক্ষ্যে গত ৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে শাহিন। এর আরো ৮ দিন আগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের অপর বাসিন্দা শাকিল।

    তবে আক্রান্ত দুই রোগীর স্বজনরা হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে রোগীদের সাথে অহরহ দুর্ব্যবহারের অভিযোগ করেছে। তাদের দাবি চিকিৎসাকালে দু’জনই চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা চাইতে গিয়ে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের দুর্ব্যবহারের শিকার হয়েছেন।

    নার্স এবং ওয়ার্ডবয়দের বিরুদ্ধে এমন অভিযোগই বেশি। টাকা না দিলে অক্সিজেন দেন না ওয়ার্ডবয়রা এমন অভিযোগ করেছে অপর এক রোগীর স্বজনও। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সুশীল সমাজ।

    ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার সর্তে বলেন, ‘চোখের সামনে অক্সিজেনের অভাবে আমার স্বামী ছটফট করছিল। অনেকে বলছে, টাকা দেন তাইলে পাবেন। যতক্ষণ আমি টাকা না দিছি অক্সিজেন পাইনি। পরে আমার টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার নিতে হয়েছে।

    শাকিল আহম্মেদ অপর একজন গণমাধ্যমকে বলেন, ‘যতটুকু সেবা পাওয়ার কথা তা পাইনি, পেয়েছি দুর্ব্যবহার।’ অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা। তিনি বলেন, ‘রোগী ও তার স্বজনের সাথে খারাপ ব্যবহার করাটা কাম্য নয়। বিষয়টির তদন্ত হওয়া দরকার এবং আমরা এর বিচার দাবি করছি।

    এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন তাদের হাসপাতালের করোনা ইউনিটের রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, করোনা ওয়ার্ডে তিন শিফটে ১১ জন ডাক্তার, ৩০ জন নার্স এবং ৯ জন ওয়ার্ডবয় কর্মরত থাকেন। হাসপাতালে এখন পর্যন্ত ৯শরও বেশি রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে ৬ শতাধিক রোগী সুস্থ হয়ে ফিরেছেন।

    এরপরও কয়েকজন রোগীর স্বজনদের সাথে আমাদের দু একজন স্বাস্থ্যকর্মীর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে সেবার কাজটি আন্তরিকভাবে করতে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। সূত্র : সময় টিভি

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ বিষয়ে আলোচনা সভা ও সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক-নার্সদের শুভেচ্ছা

    ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ বিষয়ে আলোচনা সভা ও সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক-নার্সদের শুভেচ্ছা

    ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ শীর্ষক আলোচনা সভা ও জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন করোনাযোদ্ধা চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানানো হয়েছে।

    ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের
    আয়োজনে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও জাহাঙ্গীর
    নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ তাদের এ শুভেচ্ছা দেওয়া হয়।

    অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম), এন.এস.আই জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, বাংলাদেশ আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। এ সময় জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন চিকিৎসক ও স্টাফ নার্সকে ফুলের
    তোরা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। কেভিড-১৯ বিষয়ে চিকিৎসকগণের
    অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • পরিবারকে বাঁচাতে করোনা আক্রান্ত নার্সের আত্মহত্যা

    পরিবারকে বাঁচাতে করোনা আক্রান্ত নার্সের আত্মহত্যা

    করোনায় সংক্রমিত রোগীর চিকিৎসা দিতে গিয়ে নিজেই সংক্রমিত হন নার্স ডেনিয়েলা ট্রেজি (৩৪)।ফলে সংক্রমণ থেকে নিজের পরিবার থেকে রক্ষা করতে আত্মহত্যা করেছেন তিনি। সম্প্রতি ইতালিতে এ ঘটনা ঘটেছে।

    বুধবার (২৫ মার্চ) ইতালির নার্সিং ফেডারেশনের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।

    খবরে বলা হয়েছে, ইতালি লোম্বার্দি শহর বর্তমানে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত। লোম্বার্দি শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন ওই নার্স। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকে তিনি সেখানো রোগীদের সেবা দিচ্ছিলেন।

    ইতালির নার্সদের সংগঠন দ্য ন্যাশনাল ফেডারেশন অব নার্স ডেনিয়েলার আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ডেনিয়েলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।

  • বোয়ালখালীতে ২৫ চিকিৎসক-নার্স পেলেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

    বোয়ালখালীতে ২৫ চিকিৎসক-নার্স পেলেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৫ জন চিকিৎসক ও নার্স।

    এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্ল্যাভসসহ নানা সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার (২৩ মার্চ) উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের সহযোগীতায় এসব ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন।

    এতে করে কর্মরত চিকিৎসক ও নার্সরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের মাধ্যমে পূর্ণ সুরক্ষা পাবেন এবং হাসপাতালে চিকিৎসা সেবা নির্দ্বিধায় দিতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও আছিয়া খাতুন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ ।

    উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন , উপজেলা হাসপাতালে কর্মরত ২৫ জন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পেয়েছেন। আরো ২০ জন নার্স, ২ জন ওয়ার্ডবয়সহ ৩১ জনের জন্য এসব সরঞ্জাম প্রয়োজন ।

    ২৪ ঘন্টা/পূজন সেন/আর এস পি

  • করোনা ভাইরাস: মুখের ‘আদল’ বদলে যাচ্ছে নার্সদের

    করোনা ভাইরাস: মুখের ‘আদল’ বদলে যাচ্ছে নার্সদের

    প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে চীনে। তারপরেও থেমে নেই করোনাভাইরাসের বিরুদ্ধে বহুমুখী লড়াই।

    প্রতিদিনই নিজেদের একটু একটু করে নিংড়ে দিচ্ছেন সেখানকার চিকিৎসক, নার্স, চিকিৎসাকর্মী থেকে সাধারণ মানুষ। এমনই নানান ছবি উঠে আসছে সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায়।

    তারই মধ্যে একটি পোস্টে দেখা গেলো, কীভাবে চীনের নার্সরা নিজেদের মুখের আদলই প্রায় পরিবর্তন করে ফেলেছেন করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে।

    পিপলস ডেইলি চায়না’র টুইটার হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে মুখের ওপর নানান জায়গায় কীভাবে তার দাগ বসে গিয়েছে। এক নার্সের চোখের নিচে একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে।

    মাস্ক পরেই সম্ভবত সেখানে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন সেখানে।

    দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আর এক নার্সের নাকের ওপর রক্ত জমে থাকতে দেখা যাচ্ছে। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গিয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট।

    ওই টুইটের পোস্টের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তাদের প্রশংসা পাচ্ছেন। এই দেবদূতদের সেলাম।

  • আয়া নার্স ও ডায়গনস্টিক কর্মী হলেও এরা শিশু চোর,৫ মাস পর ধরা

    আয়া নার্স ও ডায়গনস্টিক কর্মী হলেও এরা শিশু চোর,৫ মাস পর ধরা

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা রেয়াজউদ্দিন বাজারের আমতল এলাকা থেকে গত ৫ মাস আগে চুরি হওয়া এক ভিক্ষুকের সাত মাস বয়সি শিশুপুত্রকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

    শনিবার দিবাগত রাতে সংঘবদ্ধ এ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য মতে রোববার ভোর রাতে নগরীর দামপাড়া পল্টন রোডের এক দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দুই মাস বয়স থাকতে শিশুটি চুরি করেছে চোরের দল।

    গ্রেফতার হওয়া শিশু চোর চক্রের তিন সদস্যদের মধ্যে মো. আফসার প্রকাশ জাফর সাদেক (৩৫) এ চোর চক্রের মূল হোতা। পারভীন আক্তার (৩৫) এবং নগরীর ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবে কর্মরত রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট সুজিত কুমার নাথ (৪৫) আফসারের সহযোগী। বিভিন্ন হাসপাতালের আয়া,নার্স এবং ডায়াগনস্টিক কর্মী সেজে এরা হতদরিদ্র পরিবারের শিশু পুত্র চুরি করায় এদের মূল পেশা।

    রবিবার বিকেলে কোতোয়ালি থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

    তিনি বলেন, ওরা সংঘবদ্ধভাবে নবজাতক শিশু চুরি করে নিঃসন্তান দম্পত্তির কাছে চড়া মূল্যে বিক্রি করে আসছে। এই চোর চক্রের সাথে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আয়া, নার্স, দারোয়ান ও বিভিন্ন কর্মচারীরা সম্পৃক্ত রয়েছে। এরা সাধারণত হতদরিদ্র পরিবারকে টার্গেট করে তাদের কাছ থেকে শিশু নবজাতক সন্তান চুরি করে। পরবর্তীতে তাদের কোন স্বজনের সন্তান দাবী করে সমাজের নিঃসন্তান পরিবারের হাতে বেশি টাকার বিনিময়ে বিক্রি করে দেন।

    তিনি বলেন, গত ২৬ মে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে ভিক্ষুক শেফালীর ২ মাস বয়সী শিশু সন্তান চুরির মামলা তদন্ত করতে গিয়ে কোতোয়ালি থানা পুলিশ এধরনের একটি চক্রের সন্ধান পায়। শনিবার রাতে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

    মেহেদী হাসান জানান, শেফালির শিশুপুত্রকে চুরি করে নিঃসন্তান পবন কান্তির কাছে ১০০ টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করেছে। পুলিশ এ ধরনের চুক্তিপত্রের কপি ও ভুয়া মৃত্যু সনদও জব্দ করেছে বলে জানান তিনি।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ৫ মাস আগে গত ২৭ মে শেফালি বেগম নামে এক ভিক্ষুক তার শিশুপুত্র চুরির কথা উল্লেখ করে ২৮ মে কোতোয়ালি থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, চোর সিন্ডিকেটটি নগরীর কাজির দেউরি এলাকায় গিয়ে তার শিশুকে ভাল জামা কাপড় কিনে দেওয়ার নাম করে রেয়াজউদ্দিন বাজারে তাকে ও তার শিশুকে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে শিশুটি চুরি করে তারা পালিয়ে যায়। আরো খবর : নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

    ওই চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে শেফালি বেগমের শনাক্ত করা মার্কেটটিতে যায়। সেখানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরচক্রকে শনাক্ত করা হয়। এর মধ্যে পুলিশ ইপিজেড থানা এলাকা থেকে শিশু চুরির অভিযোগে ইকবাল নামে একজনকে গত মাসের মাঝামাঝি সময়ে গ্রেফতার করার পর তাকে ফুটেজ দেখালে সে শেফালির বাচ্চা চুরির বিষয়টি স্বীকার করে নেন। এ সম্পর্কে সে আদালতে জবানবন্দিও দেন।

    তার কাছ থেকে নবজাতক শিশু চোরের মূলহোতা আফসারের তথ্য পাওয়া যায়। শনিবার আফসারের অবস্থান নিশ্চিত হয়ে কক্সবাজারের কলাতলি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে সুজিত এবং নগরীর অক্সিজেন এলাকার সৈয়দপাড়ায় এক বাসা থেকে পারভীনকে গ্রেফতার করা হয়।

    তাদের দেওয়া তথ্যানুযায়ী নগরীর দামপাড়ায় পল্টন রোডে জনৈক পবন কান্তি নাথের বাসা থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

    উদ্ধার করা শিশুকে আদালতের মাধ্যমে মার কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ার পাশাপাশি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।