Tag: নিউজিল্যান্ড

  • নিউজিল্যান্ডকে হারিয়ে দুইয়ে ইংল্যান্ড

    নিউজিল্যান্ডকে হারিয়ে দুইয়ে ইংল্যান্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় যোগ হলো নতুন মাত্রা। আজ (মঙ্গলবার) কুড়ি ওভারের বিশ্ব আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের হিসাব জমে উঠলো। কিউইদের ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংলিশরা।

    আজ ব্রিসবেনে সুপার টুয়েলভের ম্যাচে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৭৯ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে কিউইরা ২০ ওভারে ৬ উইকেটে করে ১৫৯ রান। এই জয়ে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ইংলিশরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫। সমান ম্যাচে নিউজিল্যান্ড সমান পয়েন্ট নিয়েও শীর্ষে রয়েছে নেট রানরেটের হিসাবে। কিউইদের নেট রানরেট ২.২২৩ , অন্যদিকে ইংল্যান্ডের ০.৫৪৭। অস্ট্রেলিয়ার পয়েন্টও ৫, তবে তারা আছে তৃতীয় স্থানে (-০.৩০৪)।

    দুর্দান্ত এক ইনিংস খেললেন জস বাটলার। অ্যালেক্স হেলসের ব্যাটও হাসলো। তাতে ইংলিশরা পায় ওপেনিংয়ে শক্ত ভিত। উদ্বোধনী জুটিতেই আসে ৮১ রান। হেলস ৪০ বলে ৫২ রানে আউট হয়েছেন। বাটলার আরও বেশি ভয়ঙ্কর ছিলেন। ম্যাচসেরার পুরস্কার জেতা ইংলিশ অধিনায়ক ৪৭ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৭৩ রান।

    পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে না পারায় ইংল্যান্ডের স্কোর খুব একটা বাড়েনি। ১৭৯ রানে শেষ হয় ইনিংস।

    কিউইদের সর্বোচ্চ উইকেট পেয়েছেন লকি ফার্গুসন। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।

    ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ কিউইদের ওপেনাররা। গ্লেন ফিলিপস খেলেন ৬২ রানের ইনিংস। ৪০ রান করেছেন কেন উইলিয়ামস।

    ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্যাম কারেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। ক্রিস ওকসও পেয়েছেন ২ উইকেট।

    ২৪ঘণ্টা/এনআর

     

  • ৩৭ বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড

    ৩৭ বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড

    দীর্ঘ ৩৭ বছর পর ক্যারিবীয়দের মাঠে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সোমবার (২২ আগস্ট) দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া পাহাড়সম ৩০২ রানের টার্গেট ৫ উইকেট ও ১৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে কিউইরা। এর আগে ১৯৮৫ সালে ক্যারিবীয়দের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।

    সিরিজের প্রথম দুই ম্যাচে দুদলই একটি করে জয় পাওয়ায় তৃতীয় এ ম্যাচটি রূপ নেয় ফাইনালে। যেখানে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে ক্যারিবীয়দের ওপেনিং জুটি থেকে আসে ১৭৩ রান। এরপর মাত্র ১৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ফার্গুসনের কাছে আউট হওয়ার আগে নিজের শতক তুলে নেন কাইল মায়ার্স। ১২ চার আর তিন ছয়ে ১০৫ রান করে ফেরেন মায়ার্স।

    বিপদে পড়া কিউইদের রক্ষা করে বড় সংগ্রহ এনে দেন নিকোলাস পুরান। যদিও নার্ভাস নাইনটিতে আউট হন পুরান। তবে ততক্ষণে বড় সংগ্রহ পেয়ে যায় ক্যারিবীয়রা। পুরানের ৫৫ বলে ৯১ এবং শেষ ৬ বলে জোসেপের অপরাজিত ২০ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ট্রেন্ট বোল্ট। ১০ ওভারে ৫৩ রানে তিনি পান ৩ উইকেট। এছাড়াও স্যান্টনার পান দুই উইকেট।

    জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই গত ম্যাচের সেরা ব্যাটসম্যান ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। তবে গাপটিল (৫৭), কনওয়ে (৫৬), ল্যাথাম (৬৯) ও মিচেলের (৬৩) চার অর্ধশতকে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। শেষ দিকে নিশামের ১১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে ছিল চারটি ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট পান হোল্ডার ও ক্যারিয়া।

    তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জয় পেয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৫০ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচের জয়ে সিরিজ জিতল (২-১) নিউজিল্যান্ড।

    এন-কে

  • নারী ক্রিকেটারদের পুরুষদের সমান ম্যাচ ফি দেবে নিউজিল্যান্ড

    নারী ক্রিকেটারদের পুরুষদের সমান ম্যাচ ফি দেবে নিউজিল্যান্ড

    নারী ক্রিকেটারদের নিয়ে দারুণ একটি উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এখন থেকে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি নারী ক্রিকেটারদেরও দেবে নিউজিল্যান্ড।

    নিউজিল্যান্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন কেন্দ্রীয় চুক্তিতে ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি সমান করার এই নজির গড়ল। এক বিবৃতিতে এনজেডসির ওয়েবসাইটে খবরটি জানানো হয়েছে।

    এমনকি এই চুক্তি শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পুরুষদের সমান ম্যাচ ফি পাবে নারী ক্রিকেটাররা।

    আগামী ১ অগাস্ট থেকে ৫ বছরের জন্য থাকবে এই চুক্তির মেয়াদ। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এমন নজির গড়ল নিউজিল্যান্ড।

    নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, দেশটির ছয়টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং লিঙ্গসমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি মিলে এই নতুন পারিশ্রমিক কাঠামো তৈরি করা হয়েছে।

    নতুন চুক্তি অনুসারে, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের নারী ও পুরুষ দল উভয়ের ম্যাচ ফি হবে ১০ হাজার ২৫০ ডলার। ওয়ানডেতে তারা পাবেন ৪ হাজার ডলার ম্যাচ ফি। আর টি-টোয়েন্টিতে পাবে আড়াই হাজার ডলার করে।

    এ ছাড়া ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি ১ হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার। আর ৫০ ওভারের সংস্করণের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ম্যাচ ফি ৮০০ ডলার। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ম্যাচ ফি ৫৭৫ ডলার।

    ম্যাচ ফির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছয়টি দল ৯ জন ক্রিকেটার করে চুক্তিতে রাখতে পারত। এখন সেই তালিকা হবে ১২ জনের দল করে। সুতরাং মোট ৭২জন ক্রিকেটার চুক্তির আওতায় আসতে পারবেন। সবমিলিয়ে আয় বাড়বে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের।

    ম্যাচ ফির সঙ্গে আবাসন, ভ্রমণ, ট্রেনিং সব দিক দিয়েই নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের সমান সুযোগ সুবিধা পাবেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা।

    এন-কে

  • কাতার বিশ্বকাপের শেষ দল কোস্টারিকা

    কাতার বিশ্বকাপের শেষ দল কোস্টারিকা

    গ্রুপ নির্বাচন থেকে সময়সূচি, কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর আনুষ্ঠানিকতার সবই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে দিয়ে ৩২ দলের টুর্নামেন্টের ৩১টি দল নির্ধারণ হয়ে ছিল। বাকি ছিল শেষ টিকিটটি। শেষ দল হিসেবে কাতারে যাচ্ছে কারা, তারই অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। এই টিকিটের জন্য লড়াইটা ছিল দুই দলের, মুখোমুখি নিউজিল‍্যান্ড আর কোস্টারিকা। যেখানে আন্তমহাদেশীয় প্লে-অফে ওশেনিয়া প্রতিনিধিকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ টিকিট পেয়েছে কোস্টারিকা।

    কাতারের আল রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে পাওয়া এই জয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠল কোস্টারিকা। একমাত্র গোলটি করে দলকে উৎসবে ভাসান জোয়েল কাম্পবেল। উত্তর আমেরিকার দলটি কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে লড়বে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আগে থেকেই আছে জার্মানি, স্পেন ও জাপান।

    ম্যাচের শুরতেই গোল পেয়ে যায় কোস্টারিকা। ৩ মিনিটের মাথায় বাঁ-প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তারা বাধা দেওয়ার আগেই বাঁ-পাায়ের শটে বল জালে পাঠান দলটির আর্সেনাল স্ট্রাইকার ক্যাম্পবেল। যদিও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। ৩৯তম মিনিটে ক্রিস উড বল জালে পাঠালেও আক্রমণের শুরুতে ফাউলের জন‍্য ভিএআরে মেলেনি গোল।

    ৬৯তম মিনিটে ভিএআরে দেখেই নিউজিল‍্যান্ডের কস্টা বারবারাসকে লাল কার্ড দেখান রেফারি। ৭৬ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন নিকো কিরওয়ান। দুই অর্ধেই কোস্টারিকার হয়ে ভালো কিছু সেভ করেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস।

    ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও খেলেছিল কোস্টারিকা। অন্যদিকে নিউজিল্যান্ড সবশেষ বিশ্বকাপ খেলেছিল ২০১০ সালে। এরপরের দুই বিশ্বকাপে বাছাই পর্ব উৎরাতে পারেনি তারা। এনিয়ে সংখ্যাটা দাঁড়াল তিনে।

  • বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

    বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

    নিউজিল্যান্ডে গিয়ে উপমহাদশের দলের জন্য জয় তুলে নেওয়া রীতিমত স্বপ্ন। বাংলাদেশ সেই স্বপ্নকেই স্পর্শ করল মাউন্ট মঙ্গানুইয়ে। টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টাইগাররা গড়েছে ইতিহাস। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মুমিনুল হকের দল।

    ১৭ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা নিউজিল্যান্ড লিডকে ৩৯ রানে নিয়ে যেতেই অলআউট হয়ে যায়। প্রথম ৫ উইকেটের ৪টিই শিকার করেছিলেন যিনি, সেই এবাদত হোসেন ইনিংসে শিকার করেন ৬ উইকেট। প্রায় ৯ বছর পর কোনো বাংলাদেশি পেসারের ৫ উইকেটের শিকারের এই কীর্তি (যা একইসাথে নিউজিল্যান্ডে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং) গড়ে দেয় ঐতিহাসিক জয়ের রাস্তা।

    ইঞ্জুরির কারণে ছিলেন না মাহমুদুল হাসান জয়, তাই নিয়মিত ওপেনার সাদমান ইসলামের সাথে ওপেনিংয়ে নামতে হয় নাজমুল হোসেন শান্তকে। ৪০ রানের মামুলী লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হারায় দুই ওপেনারকেই। তবে অধিনায়ক মুমিনুল হকের সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

    ৪৪ বলে ১৩ রান করে অপরাজিত মুমিনুলের সাথে জয়ের সাক্ষী ছিলেন মুশফিকুর রহিম, যিনি ৭ বলের মোকাবেলায় ৫ রান করেন। মুশফিকের ব্যাট থেকেই আসে জয়সূচক রান। ১৬.৫ ওভারে নির্ধারিত ৪০ রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

    নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। টেস্টে এবারই প্রথম নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে ঘরের বাইরে প্রথম জয়ও এটি। এছাড়া নিজেদের ৬১ টেস্টের মধ্যে বিদেশের মাটিতে প্রথম জয়।

    বাংলাদেশের কাছে এই ম্যাচ হেরে সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে কিউইরা। এতে ভাঙার পথে নিজেদের মাটিতে তাদের টানা ৮ সিরিজ জয়ের রেকর্ড। নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের টানা ১৭ জয়ের রেকর্ড ভেঙে প্রথম দল হিসেবে জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।

    সংক্ষিপ্ত স্কোর

    নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩২৮/১০ (১০৮.১ ওভার)
    কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১
    শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২

    বাংলাদেশ ১ম ইনিংস : ৪৫৮/১০ (১৭৬.২ ওভার)
    মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪, মিরাজ ৪৭, ইয়াসির ২৬, সাদমান ২২, মুশফিক ১২;
    বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, ওয়াগনার ৪০-৯-১০১-৩, সাউদি ৩৮-৪-১১৪-২

    নিউজিল্যান্ড ২য় ইনিংস : ১৬৯/১০ (৭৩.৪ ওভার)
    ইয়ং ৬৯, টেলর ৪০, রাচিন ১৬, ল্যাথাম ১৪
    এবাদত ২১-৬-৪৬-৬, তাসকিন ১৪-৩-৩৬-৩

    বাংলাদেশ ২য় ইনিংস : ৪০/২ (১৬.৫ ওভার)
    শান্ত ১৭, মুমিনুল ১৩*, মুশফিক ৫*, সাদমান ৩
    জেমিসন ১২/১, সাউদি ২১/১

    ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

  • দ্রুতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হবে, বললেন ইমরান খান

    দ্রুতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হবে, বললেন ইমরান খান

    সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছেন পিসিবির কর্মকর্তারা। এই হতাশাকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিও টিভির খবরে জানা গেছে, সম্প্রতি নিজ বাসভবনে ক্রিকেটারদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান তিনি।

    ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলে অধিনায়ক ছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদের হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

    তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই দল বিশ্বকাপের মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সবাইকে পারফরর্ম করতে হবে। নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে ক্রিকেটারদের।’

    নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলেও, খুব দ্রুতই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে জানান ইমরান। তিনি বলেন, ‘পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।’

    ইমরানের মতো একই সুরে কথা বলেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। বিশ্বকাপের মঞ্চে সাফল্যকে সঙ্গী করতে বাবরদের উদ্দেশ্যে বার্তা দেন রমিজ।

    আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে পাকিস্তান।

    এন-কে

  • বোল্টদের কাছে তামিমদের অসহায় আত্মসমর্পণ

    বোল্টদের কাছে তামিমদের অসহায় আত্মসমর্পণ

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডে কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটিংয়ের চরম ভরাডুবিতে প্রথম ইনিংসেই ম্যাচ চলে যায় স্বাগতিকদের কাছে। ১৩২ রানের লক্ষ্য ৮ উইকেট ও ১৭২ বল হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড।

    লক্ষ্যটা ছিল মাত্র ১৩২ রানের। অত্যন্ত মামুলি এ লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল আর হেনরি নিকোলস মিলে ঝড়ো সূচনা এনে দেন। ডানেডিনের ছোট্ট মাঠে বাউন্ডারির ফোয়ারা ছোটান মার্টিন গাপটিল। প্রথম পাঁচ ওভারেই দলীয় অর্ধশত রান পূর্ণ করে নিউজিল্যান্ড।

    এ জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে পরাস্ত হন গাপটিল। ক্যাচ দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ৩ চার ও ৪ ছক্কা মারা গাপটিল ২৭ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর দেখেশুনে খেলতে থাকেন ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। এ দুই বাঁহাতি ব্যাটসম্যানের রানের লাগাম টেনে ধরেছিলেন দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং মেহেদী হাসান।

    কনওয়ে আর নিকোলসের ৬৫ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। কনওয়ে ফ্লিক করতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেন। এরপর উইল ইয়ং আর হেনরি নিকোলস মিলে ইনিংসের ২২ তম ওভারেই দলকে জয় এনে দেন।

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক টম ল্যাথাম। তিন অভিষেক নিয়ে নিউজিল্যান্ড এবং এক অভিষেক নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

    ইনিংসের প্রথম বলেই দারুণ এক ডেলিভারি করে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে পরাস্ত করেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারেই বোল্টের বলে তামিম অফ-সাইডে ছক্কা মেরে দারুণ কিছুর আভাস দিলেও তা মিলিয়ে যায়। ১৩ রান করে বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। তামিমকে ফুল লেংথে বেশ কিছু লেট আউটসুইং ডেলিভারি করেন বোল্ট। সেগুলো পিচ করে অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাচ্ছিল। হুট করে একটা হালকা ভেতরে ঢোকা বলেই ধোকা খান তামিম।

    তামিমের বিদায়ের দুই বল পরেই তিন নম্বরে উন্নীত হওয়া সৌম্য সরকার বোল্টের এক শর্ট ডেলিভারিতে বাজে শট খেলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দেন। কোনো রান না করেই ফিরে যান তিনি।

    তৃতীয় উইকেটে ২৩ রান যোগ করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। জেমস নিশামের প্রথম ওভারেই থিতু হয়ে যাওয়া লিটন আউট হন। থিতু হওয়ার পর একটি শর্ট ডেলিভারিতে সহজ ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন লিটন। ১৯ রান করেন তিনি। অপর প্রান্তে মুশফিক শুরু থেকেই ক্রিজে টিকে থাকতে সংগ্রাম করছিলেন। রানের গতি বাড়াতে গিয়ে আউট হন তিনি, নিশামের বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন পয়েন্টে থাকা মার্টিন গাপতিলের হাতে। ৪৯ বলে ২৩ রান করেন মুশফিক।

    এক ওভার পরেই সাজঘরে ফিরেন মোহাম্মদ মিঠুন। মাহমুদউল্লাহ রিয়াদের স্ট্রেইট ড্রাইভ জেমস নিশামের হাতে লেগে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে দেয়। ২৭ বলে ৯ রান করা মিঠুন রান আউট হয়ে সাজঘরে ফিরেন।

    মেহেদী হাসান মিরাজকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল সান্টনার। মাত্র ৭৮ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর অভিষিক্ত মেহেদী হাসান ক্রিজে এসেই ছক্কা হাঁকান। ৯৪ মিটারের এক ছক্কা দিয়ে রানের খাতা খোলেন মেহেদী। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনিও। ১৪ রান করে সান্টনারের বলে ডাউন দ্য উইকেটে এসে তুলে মারতে গিয়ে বিদায় নেন মেহেদী।

    রিয়াদকে সঙ্গ দিচ্ছিলেন তাসকিন। অনেকক্ষণ ক্রিজে থাকার পর এক পর্যায়ে হাত খুলতে গিয়ে রিয়াদ ক্যাচ দেন স্যান্টনারের হাতে। ১ চার ও ১ ছক্কা মারা রিয়াদ ৫৪ বলে ২৭ রান করেন তিনি।

    রিয়াদের বিদায়ের পর বোল্টের বলে ভুল লাইনে খেলে বোল্ড হন হাসান মাহমুদ। এক বল পরেই তাসকিনকে ফিরিয়ে দিয়ে ইনিংসের সমাপ্তি টানেন বোল্ট।

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ ১৩১/১০, ৪১.৫ ওভার
    রিয়াদ ২৭, মুশফিক ২৩, লিটন ১৯
    বোল্ট ৪/২৭, সান্টনার ২/২৩, নিশাম ২/২৭

    নিউজিল্যান্ড ১৩২/২, ২১.২ ওভার
    নিকোলস ৪৯*, গাপটিল ৩৮, কনওয়ে ২৭
    তাসকিন ১/২৩, হাসান ১/৪৯

  • আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে

    আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে

    আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। চেয়ারম্যান নির্বাচনে ভোটিং হয়েছে দুইবার। প্রথমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পাননি বারক্লে। তবে দ্বিতীয়বার প্রোটিয়াদের মাধ্যমেই কাঙ্ক্ষিত ১১টি ভোট পূরণ হয়েছে বারক্লের।

    স্বতন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমরান খাজাকে। গত জুলাইয়ে শশাঙ্ক মনোহার দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা। এবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন গ্রেগ বারক্লের।

    ইমরান খাজা ও গ্রেগ বারক্লের মধ্যে হওয়া এ নির্বাচনের নিয়মে বলা ছিল, ১৬ ভোটের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ (১১ ভোট) পেলে জয়ীর খেতাব পাওয়া যাবে। যে কারণে প্রথম দফার ভোটে ১০-৬ ব্যবধানে এগিয়ে থেকেও বিজয়ী হননি বারক্লে। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান।

    পেশাগতভাবে একজন আইনজীবী হলেও ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন গ্রেগ বারক্লে। সবশেষ কিউই বোর্ডের প্রধানও ছিলেন তিনি। তবে এখন স্বাধীনভাবে আইসিসির দায়িত্বগ্রহণ করায় নিউজিল্যান্ডের পদ ছাড়তে হবে তাকে। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান বারক্লে।

    ২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালক ছিলেন তিনি। এবার আরও অনেক বড় দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বারক্লে বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের বিষয়। আমার ওপর আস্থা রাখায় আইসিসির অন্যান্য পরিচালকদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আমরা সবাই একসঙ্গে মিলে ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিতে পারব।’

    যাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন বারক্লে, সেই ইমরান খাজাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইমরান খাজাকে ধন্যবাদ জানাতে চাই। খেলাটির কঠিন সময়ে শক্ত হাতে হাল ধরেছেন তিনি। ভবিষ্যতেও তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাবো।’

  • নিউজিল্যান্ড পুলিশে প্রথম হিজাবি নারী

    নিউজিল্যান্ড পুলিশে প্রথম হিজাবি নারী

    জাইনা আলী নিউজিল্যান্ড পুলিশ বাহিনীর প্রথম হিজাবি নারী পুলিশ সদস্য। সম্প্রতি তিনি সে দেশের পুলিশ বাহিনীতে যোগদান করেছেন। দায়িত্বপালনকালে তিনি পুলিশ বাহিনী কর্তৃক অনুমোদিত হেড স্কার্ফ (হিজাব, স্কার্ফ) পরিধানের সুযোগ পাবেন। নিয়োগের পর জাইনা আলী হিজাব পড়ে পুলিশ বাহিনীতে তার কার্যক্রম শুরু করেছেন।

    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার সময় ‘জাইনা আলী’ একটি বেসরকারি সংস্থার গ্রাহক সেবা বিভাগে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তিনি দেশের মুসলিম সম্প্রদায়ের সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

    পুলিশ কলেজ থেকে স্নাতক শেষ করে পুলিশ বাহিনী কর্তৃক নকশাকৃত ও অনুমোদিত হেডস্কার্ফ পরিধান করে পুলিশে যোগদান করেন। দেশটির সংখ্যালঘু মুসলমানদের সহায়তার উদ্দেশ্যে নিয়োগপ্রাপ্তদের মাঝে জাইনা আলী সেদেশের পুলিশ বাহিনীর প্রথম হিজাবি নারী অফিসার।

    ওয়েলিংটনের বাসিন্দা ৩০ বছর বয়সী এই নারী এখন ইতিহাসের অংশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার অনেক ভালো লাগছে এটা ভেবে যে, নিউজিল্যান্ডের পুলিশ ইউনিফর্ম পড়ে আমি সমাজ সেবা করব এবং এর সঙ্গে আমি হিজাবও ব্যবহার করতে পারব। আমি মনে করি, পুলিশ বাহিনীতে হিজাব অনুমোদনের পর মুসলমানেরা পুলিশ বাহিনীতে যোগদানের জন্য আগ্রহ পোষণ করবেন।’

    ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়টি উল্লেখ করে জাইনা আলী বলেন, আরও আগে যদি পুলিশ বাহিনীতে অংশগ্রহণ করতাম; তাহলে ওই ঘটনায় হতাহত মুসলমানদের সহায়তা করতে পারতাম।

    এদিকে নিউজিল্যান্ডের পুলিশ ঘোষণা করেছে, পুলিশ বাহিনীতে দক্ষতাসম্পন্ন সদস্য এবং বিভিন্ন জাতি ও ধর্মের অনুসারীদের প্রয়োজন। দেশের সংখ্যালঘুদের অধিকতর সেবা প্রদানের জন্য পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বৈচিত্র্য অপরিহার্য।

  • নিউজিল্যান্ডের শেষ করোনা রোগীর হাসপাতাল ত্যাগ

    নিউজিল্যান্ডের শেষ করোনা রোগীর হাসপাতাল ত্যাগ

    করোনাভাইরাস প্রতিরোধে বুধবারের দিনটি নিউজিল্যান্ডের জন্য মাইলফলক। কেননা প্রাদুর্ভাব শুরুর সঙ্গে সঙ্গে লকডাউন জারির পর এই প্রথম দেশটির কোনো হাসপাতালে একজনও কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন নেই।

    সরকারের তরফে বুধবার সংবাদ সম্মেলন করে এ সুসংবাদ জানানো হয়েছে।

    স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফির্ড সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বর্তমানে দেশের কোনো হাসপাতালে আর একজন রোগীও নেই যিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ সুস্থ হয়ে মিডলমোর হাসপাতাল থেকে একজন রোগী ছাড়া পাওয়ার পর এই সংখ্যাটা এখন শূন্য।’

    তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অনেকেই চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু সেই সংখ্যাটা কখনোই খুব বেশি ছিল না। অবশেষে কয়েক মাস পর আমাদের হাসপাতালগুলোতে এমন কোনো রোগী নেই যিনি করোনা আক্রান্ত। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’

    গত একদিনে নতুন করে কোনো কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়নি। এছাড়া টানা পঞ্চম দিন করোনায় আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হয়নি বলে জানান তিনি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৪। মারা গেছে ২১ জন; সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

    করোনা মোকাবিলায় নিউজিল্যান্ড সফল হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ দেশটিতে যখন মাত্র ছয়জন রোগী শনাক্ত হয়েছিল তখনই অর্থাৎ ১৪ মার্চ প্রধানমন্ত্রী জেসিন্ড আর্ডার্ন ঘোষণা দেন, নিউজিল্যান্ড ভ্রমণে যারা আসবেন তাদেরকে বাধ্যতামূলক দুই সপ্তাহের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।

    ১৯ মার্চ প্রধানমন্ত্রী জেসিন্ডা অন্য দেশের কোনো পর্যটকের নিউজিল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ২৮ জন। এরপর ২৩ মার্চ দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন। অথচ তখনো দেশটিতে করোনায় কেউ মারা যায়নি; আক্রান্ত ছিল মাত্র ১০২ জন।

    বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কতামূলক কঠোর পদক্ষেপ দেশটির করোনা প্রতিরোধ সাফল্যের অন্যতম হাতিয়ার। এরপর টানা প্রায় দুই মাস দেশ লকডাউন থাকার পর গত ১৪ মে থেকে ধীরে কিছু ব্যবসা কেন্দ্র ও জনসমাগমস্থল খুলে দিতে শুরু করে সরকার। অনেকটা শিথিল হয়েছে লকডাউন।

    শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, মানুষ বারে কিংবা পার্কে যেতে পারছে। তবে স্বাস্থ্য বিভাগের প্রধান সতর্ক করে দিয়েছেন যেন সামাজিক দূরত্ব বিধি মেনে চলা হয়। নিউজিল্যান্ড এখন ‌‌‘এলার্ট-২’ স্তরে রয়েছে; যা দিয়ে বোঝায়, রোগটি প্রতিরোধে করা গেছে তবে এখনো গোষ্ঠী সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টেস্টেও ভারতকে ধবলধোলাই করলো নিউজিল্যান্ড

    টেস্টেও ভারতকে ধবলধোলাই করলো নিউজিল্যান্ড

    দওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বা ধবলধোলাইয়ের শিকার হয়েছে বিরাট কোহলির দল।

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর দুই ম্যাচ টেস্ট সিরিজে কোহলির নেতৃত্বাধীন ভারত হেরেছে ২-০ ব্যবধানে। যদিও এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াটওয়াশ করেই শুরু করেছিল সফরকারীরা।

    ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে কিউইরা পেয়েছে ৭ উইকেটের জয়। এই টেস্টে উইকেট পড়ছিল মুড়িমুড়কির মত। দুই দিনেই পতন ঘটে ২৬টি উইকেটের। ৯৭ রানের লিড নিয়ে ৪ উইকেট হাতে রেখে তৃতীয় দিন শুরু করা ভারত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

    প্রতিরোধহীন ব্যাটিংয়ে রবীন্দ্র জাদেজারা (১৬) গুটিয়ে যান ১২৪ রানে। এতে জয়ের জন্য মাত্র ১৩২ রানের লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে। স্বাগতিক দলের পক্ষে ট্রেন্ট বোল্ট চারটি ও টিম সাউদি তিনটি উইকেট শিকার করেন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই উড়ন্ত সূচনা এনে দেন টম লাথাম ও টম ব্লানডেল। অবশ্য লাথাম ৫২ ও ব্লানডেল ৫৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৫) হারাতে হলেও উইলিয়ামসনের সমান রান করে অপরাজিত থেকে রস টেলর ও হেনরি নিকোলস দলের জয় নিশ্চিত করেন।

    এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪২ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২৩৫ রানে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাইল জেমিসন। সিরিজ সেরার খেতাব পেয়েছেন টিম সাউদি।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত ১ম ইনিংস- ২৪২ (৬৩ ওভার)
    বিহারী ৫৫, পৃথ্বী ৫৪, পূজারা ৫৪
    জেমিসন ৪৫/৫, সাউদি ৩৮/২, বোল্ট ৮৯/২

    নিউজিল্যান্ড ১ম ইনিংস- ২৩৫ (৭৩.১ ওভার)
    লাথাম ৫২, জেমিসন ৪৯, ব্লানডেল ৩০
    শামি ৮১/৪, বুমরাহ ৬২/৩

    ভারত ২য় ইনিংস- ১২৪ (৪৬ ওভার)
    পূজারা ২৪, কোহলি ১৪, জাদেজা ১৬*
    বোল্ট ২৮/৪, সাউদি ৩৬/৩

    নিউজিল্যান্ড ২য় ইনিংস- ১৩২/৩ (৩৬ ওভার) (লক্ষ্য ১৩২রান)
    ব্লানডেল ৫৫, লাথাম ৫২
    বুমরাহ ৩৯/২, উমেশ ৪৫/১

    ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জিতে ২ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে বিজয়ী।

  • বড় জয়ে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

    বড় জয়ে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

    ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি সফররত ভারত। বিরাট কোহলির দলের ব্যাটিং ব্যর্থতা কাজে লাগিয়ে স্বাগতিক দল পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন কেন উইলিয়ামসন-রস টেলররা।

    তিন উইকেটে ১৪৪ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামা ভারত গুটিয়ে যায় ১৯১ রানে। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বোলিং তোপে সফরকারীরা দাঁড়াতেই পারেনি। ৩৯ রানে পিছিয়ে থাকা কোহলিরা তাই লিড পান মাত্র ৮ রানের। ৯ রানের সহজ লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে।

    ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। মায়াঙ্ক আগারওয়ালের ৫৮ রানই দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এছাড়া আজিঙ্কা রাহানে ২৯, রিশাভ পান্ট ২৫ ও অধিনায়ক কোহলি ১৯ রান করেন।

    নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট শিকার করেন সাউদি। বোল্ট পান চারটি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ১০ বল (১.৪ ওভার) খেলেই!

    দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এর খেতাব পেয়েছেন টিম সাউদি।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত ১ম ইনিংস- ১৬৫ (৬৮.১ ওভার)
    রাহানে ৪৬, আগারওয়াল ৩৪, শামি ২১
    জেমিসন ৩৯/৪, সাউদি ৪৯/৪

    নিউজিল্যান্ড ১ম ইনিংস- ৩৪৮ (১০০.২ ওভার)
    উইলিয়ামসন ৮৯, টেলর ৪৪, জেমিসন ৪৪
    ইশান্ত ৬৮/৫, অশ্বিন ৯৯/৩

    ভারত ২য় ইনিংস-১৯১ (৮১ ওভার)
    আগারওয়াল ৫৮, রাহানে ২৯
    সাউদি ৬১/৫, বোল্ট ৩৯/৪

    নিউজিল্যান্ড ২য় ইনিংস- ৯/০ (১.৪ ওভার)
    লাথাম ৭*, ব্লানডেল ২*

    ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।