Tag: নিখোঁজ

  • ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ জাতীয় পার্টি নেতা আনোয়ারকে জীবিত উদ্ধার দাবী

    ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ জাতীয় পার্টি নেতা আনোয়ারকে জীবিত উদ্ধার দাবী

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫) দীর্ঘ ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার ও সংগঠনের নেতারা। এ ব্যাপারে থানায় জিডি করার ৫দিন অতিবাহিত হলেও তাঁকে উদ্ধার করতে না পারায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আগামী ২৪ ঘন্টার মধ্যেই জাপা’র নেতা আনোয়ার হোসেনকে জীবিত উদ্ধার চাই, নইলে থানার সামনে মানববন্ধন ও অনশন কর্মসুচি পালনেরও হুঁশিয়ারী দেন তাঁরা।

    আজ মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা সদরের বটতলী স্টেশনস্থ একটি রেষ্টুরেন্টে জাতীয় পার্টি লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবী তোলেন সংগঠনের নেতারা।

    এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের নিকট আনোয়ার হোসেনকে সুস্থ ও জীবিত অবস্থায় ফিরে পেতে আকুতি জানান তাঁর স্ত্রী নার্গিস আক্তার।

    নিখোঁজ আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র। তিনি উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় যুব সংহতি লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ছালেম জানান, গত ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে আনোয়ার হোসেন তাঁর দরবেশহাট সওদাগর পাড়া এলাকায় অবস্থিত খামার বাড়িতে ছিলেন। সেখান থেকে টমটমযোগে বটতলী মোটর স্টেশনস্থ ফোরকান টাওয়ারে তাঁর বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তিনি কোনো আত্মীয়স্বজনের বাসায়ও যাননি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অতিদ্রুত আনোয়ার হোসেনকে উদ্ধার করার আকুল আবেদন জানাচ্ছি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা আনোয়ারের স্ত্রী নারগিস আক্তার বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি, আমার স্বামীকে অতিদ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে যেন ফিরিয়ে দেয়া হয়।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্ত্রী নারগিস আক্তার বলেন, সাম্প্রতিক সময়ে অনুষ্টিত ইউপি নির্বাচনে আমার স্বামী আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়ন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করায় কিছু কুচক্রী মহলের রোঁষানলে পড়েন। আমার জানামতে, তাঁর ব্যক্তিগত কিংবা ব্যবসায়ীক কোনো শত্রু নেই। ধারণা করছি, এ ঘটনায় তাঁর কয়েকজন রাজনৈতিক সহযোগী জড়িত থাকতে পারে। কারণ আনোয়ার নিখোঁজের পর তাদের কাছ থেকে কাঙ্খিত কোন সহযোগিতা পাচ্ছি না। অনেক ক্ষেত্রে এড়িয়ে চলছেন। এছাড়াও বিগত ইউপি নির্বাচনের ১৭ দিন পর তাঁর এক রাজনৈতিক সহযোগীর সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটি হতেও দেখেছি।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ছালেম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সওদাগর, যুগ্ম আহবায়ক খালেদ বাদশা, আবদুল ওয়াহাব খোকন, মোহাম্মদ ইলিয়াস মেম্বার, সিরাজুল ইসলাম, মাওলানা সিফাত উল্লাহ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জামাল উদ্দিন হিরু ও মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও আনোয়ার হোসেনের মা জান্নাত আরা বেগম, স্ত্রী নারগিস আক্তার, ছোট ভাই খোরশেদ আলম শিমুল, ছেলে সাঈদী, মিশকাত ও ইবনুল উপস্থিত ছিলেন।
    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • লক্ষ্মীপুরে পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে,নিখোঁজ ১

    লক্ষ্মীপুরে পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে,নিখোঁজ ১

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। রামগতি উপজেলার মেঘনার আসলপাড়া এলাকায় এসিআই কোম্পানির ৯ কর্মকর্তা ও কর্মচারীসহ পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ৯ জন নিখোঁজ হয়। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আটজনকে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন রবি তালুকদার নামে একজন।

    নিখোঁজ ব্যক্তি এসিআই কোম্পানির কুমিল্লা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুরে আলেকজান্ডারের মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে আলেকজান্ডার বেড়িবাঁধ থেকে রবি তালুকদারের নেতৃত্বে এসিআই কোম্পানির আরও আটজন নৌকায় করে ঘুরতে চর আবদুল্লাহর দিকে যাচ্ছিলো। হঠাৎ নদীর জোয়ারের পানিতে ডুবে যায় নৌকাটি। এ সময় নিখোঁজ হন ৯ জন। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আটজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন রবি তালুকদার নামে এসিআই কোম্পানির এক কর্মকর্তা।

    উদ্ধারকৃতরা হচ্ছেন- জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, সাদেকুর রহমান, আবদুল আজিজ, আবদুর রশিদ ও হাফিজুর রহমানসহ ৮জন।

    রামগতি থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ রবি তালুকদার এসিআই কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবুরিদল ও পুলিশের যৌথ অভিযান চলছে বলে জানান তিনি।

  • সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে ১৬ ঘণ্টার আল্টিমেটাম সিইউজে’র

    সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে ১৬ ঘণ্টার আল্টিমেটাম সিইউজে’র

    নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ১৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সিইউজে। এই সময়ের মধ্যে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করতে ব্যর্থ হলে রোববার সকাল ১১টায় সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে পালন করা হবে অবস্থান কর্মসূচি।

    তিন দিন পরও নিখোঁজ সাংবাদিক সরওয়ারের সন্ধান না পাওয়ায় সমাবেশে উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একজন গণমাধ্যমকর্মির নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইংগিত। রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ গণমাধ্যমে আঘাত করে কারা ফায়দা লুটতে চায়, কারা সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে চায়, সেসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।

    নেতৃবৃন্দ বলেন, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততদিন রাজপথ ছাড়বে না সাংবাদিক সমাজ।

    গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপহরণের ঘটনা হয়েছে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিতে সাংবাদিক সমাজের পাশে ছিলেন। নিখোঁজ সাংবাদিক সরওয়ারকে দ্রুত উদ্ধারেও চট্টগ্রামের সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। একইসাথে যারা এই অপহরণ কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

    সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও হাইকোর্টের অতিরিক্ত এটর্নী জেনারেল এ এইচ এম জিয়া উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ ও সহ-সভাপতি অনিন্দ্য টিটো, জাতীয় পার্টির নেতা তপন চক্রবর্তী, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারি রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ দীপঙ্কর বাবু, যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান জামশেদ রেহমান, আজকের সূর্যোদয়ের সহকারি সম্পাদক জোবায়ের সিদ্দিকী, সাংবাদিক মোস্তফা ইউসুফ ও কামরুল ইসলাম, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের স্ত্রী জেসমিন সরওয়ার, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু, সহকারি পিপি এডভোকেট নজরুল ইসলাম, মানবাধিকার নেতা আমিনুল ইসলাম বাবু, বেসরকারি কারা পরিদর্শক সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন কচি, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।

    বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোছাইন।

    বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন মহানগর জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন, যুবলীগের কেন্দ্রিয় জাহেদুর রহমান সোহেল, ইসলামিক ফ্রন্টের নেতা মঈনুদ্দীন হালিম, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতা সারোয়ার আলম মনি, বিএসটিআই এর প্যানেল আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, মহানগর ছাত্রলীগের সহসভাপতি রোমেল বড়ুয়া রাহুল, চন্দনাইশ ,সমিতি চট্টগ্রামের নেতা কফিল উদ্দিন, সংগঠক নোমান উল্লাহ বাহার, মহানগর ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক আবু হানিফ রিয়াদ, উপ ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান রনি, লেখক মাহমুদুল হক আনসারি, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারি।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার 

    রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার 

    পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুইদিন পর শনিবার (২৪ অক্টোবর) সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়ার ইমরান (৩৪)।

    রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টির উদ্দেশে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। পরে ঢেউয়ের তোরে মাঝ নদীতে স্পিডবোটটি ডুবে যায়। এতে চালকসহ ১৩ জন যাত্রী সাঁতরে কিনারায় আসলেও পাঁচজন নিখোঁজ ছিল।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • নিখোঁজের একদিন পরে পুকুরে মিলল শিশুর মরদেহ

    নিখোঁজের একদিন পরে পুকুরে মিলল শিশুর মরদেহ

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর হতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম জুলফিকার হাসান জয় (১২)। সে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হযরত আলীর ছেলে। সে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেনির ছাত্র।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ২০ জুন দুপুরে বৃষ্টিতে ভেজার জন্যবাড়ি হতে বের হয়েছিল। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ না পেয়ে গতকাল সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানায় একটি নিখোঁজ জিডি করেন।

    এদিকে, আজ সকাল ৬টায় জয়ের মা পুনরায় খুঁজতে বের হলে বাড়ির পাশে তাদের একটি পুকুরে জয়ের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে লাশ তুলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটিকে হত্যা বলে দাবি করেন জয়ের পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা।

    বালিয়াডাঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হুমায়ুন কবীর বলেন, ছেলেটি আমার স্কুলের মেধাবী ছাত্র। আমি হাসপাতালে ছেলেটির সুরতহাল প্রস্তুতের সময় ছিলাম। শিশুটির শারিরীক লক্ষণ দেখে আমি মনে করি তাকে হত্যা করা হয়েছে। আমি আশা করি প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

    বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাসিবুল আলম প্রধান বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ সংক্রান্ত ঘটনাটি গতকাল সাধারণ ডাইরি (জিডি) ভুক্ত করা হয়। ঘটনাটি হত্যা না জলডুবি ময়না তদন্তের রিপোর্টের পরে বলা যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • ফটিকছড়ি ফেনী নদীর স্রোতে ভেসে গেল রামগড় কলেজের মেধাবী ছাত্র পলাশ

    ফটিকছড়ি ফেনী নদীর স্রোতে ভেসে গেল রামগড় কলেজের মেধাবী ছাত্র পলাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের সিমান্তবর্তী ফেনি নদীতে পলাশ দে নামে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

    গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার সময় নদীর পানিতে ভেসে আসা কাঠ কুড়াতে গিয়ে সে পানির স্রোতে ভেসে যায়। পলাশ রামগড় সরকারি ডিগ্রী কলেজের একাদশ বর্ষের ছাত্র। স্বামী পরিত্যক্তা মা শিপ্রা রাণীর দুই সন্তানের মধ্যে বড় ছেলে পলাশ।

    প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই পলাশ তার বন্ধুদের নিয়ে পাহাড়ি উজান থেকে ফেনী নদীতে ভেসে আসা বিভিন্ন প্রকার গাছের গুড়ি বাঁশ দিয়ে আটকিয়ে পাড়ে তুলছিলেন। এসময় বড় আকারের একটি গাছের গুড়ি ভেসে যাচ্ছিল,পলাশ তখন নদীতে ঝাঁপ দিয়ে গাছের গুড়িটি ধরার চেষ্টা করে।

    অল্প সময়ের মধ্যেই পলাশ পানির স্রোতের সাথে তলিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধুরা রাত সাড়ে ১২ টা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও পলাশের খোঁজ মেলেনি।

    এদিকে ছেলে নিখোঁজ হওয়ার খবরে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে আয়া (পলাশের মা) শিপ্রা রাণীর করুণ আর্তনাদে ভারী হয়ে উঠছে বাগান বাজার পূরাণ রামগড়ের হিন্দু পাড়া।

    বাগানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের ডুবরী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ পলাশকে খুঁজে আনার সর্বাত্মক চেষ্টা করবে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঠাকুরগাঁওয়ের দুই কিশোর

    নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঠাকুরগাঁওয়ের দুই কিশোর

    ঠাকুরগাঁও প্রতিনিধি:আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঠাকুরগাঁওয়ের দুই কিশোর।

    শুক্রবার (২৯ মে) দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

    নিখোঁজ দুই কিশোর হলেন- মোঃ রায়িম ইসলাম, (১৭) সৌরভ ইসলাম (১৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া এলাকায় বলে প্রত্যক্ষদর্শী ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন জানিয়েছেন।

    তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। স্থানীয়রা ইতোমধ্যে উদ্ধার চেষ্টা চালাচ্ছে। বন্ধুদের সাথে নদীতে গোসল করতে এসে তারা নিখোঁজ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজমুল হক জানান, ডুবুরীদের মুঠোফোনে খবর দেয়া হয়েছে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে তারা এসে উপস্থিত হবেন। তাছাড়া আমরা চেষ্টা করছি উদ্ধার করার জন্য।এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরীরা এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • বরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে কনে পক্ষের নৌকা/নিখোঁজ ৪

    বরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে কনে পক্ষের নৌকা/নিখোঁজ ৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : বরের বাড়িতে বৌ-ভাতের দাওয়াত খেয়ে কনেপক্ষের ৫০ জন লোক নিয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়ে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকা। এক পর্যায়ে নৌকাটি উল্টে গেলে কনের বাবাসহ চারজন নিখোঁজ হয়।

    গতকাল ২৭‌মে বুধবার বিকেলে কুড়িগ্রাম উ‌লিপুর উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের বকসীগঞ্জ বাজার থে‌কে পূর্বদি‌কে সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে এ ঘটনা ঘ‌টে।

    নিখোঁজরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার কনের বাবা নুরু ইসলাম (৬০), আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।

    উ‌লিপুর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মোয়া‌জ্জেম হো‌সেন এবং বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আবু তা‌লেব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউ‌নিয়‌নের কলাকাটারচর নামক স্থা‌নে বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকায় ক‌নে প‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘা‌টে ফির‌ছি‌লেন। সাত‌ভিটা নামক স্থা‌নে নৌকাটি পৌছালে ঝড়বৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে ডু‌বে যায়। এসময় অ‌নে‌কে সাঁত‌রে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও কনের পিতা ও আ‌মেনা বেগম না‌মে এক নারীসহ চারজন নি‌খোঁজ হন।

    খবর পে‌য়ে উ‌লিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পা‌রেন‌নি। ত‌বে বৃহস্প‌তিবার সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল এ‌সে পুণরায় উদ্ধার কাজ শুরু কর‌বে ব‌লে জানান চেয়ারম‌্যান।

    উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, স্থানীয়ভা‌বে উদ্ধার অ‌ভিযান চালা‌লেও বুধবার রাত পর্যন্ত চারজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। ডুবু‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে। আগামীকাল (বৃহস্প‌তিবার) সকা‌লে তারা উদ্ধার অ‌ভিযা‌নে অংশ নে‌বেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • নিখোঁজের ৪ দিন পর ধলাই নদীতে মিললো ১সন্তানের জনকের লাশ

    নিখোঁজের ৪ দিন পর ধলাই নদীতে মিললো ১সন্তানের জনকের লাশ

    কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীতে একটি লাশ পাওয়া যায়।

    সোমবার দুপুরে স্থানীয়রা ভেসে আসা লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধি সহ কমলগঞ্জ থানাকে অবহিত করেন।

    লাশ উদ্বারের পর চেনা যায়, মিরতিংগা চাবাগানের মোকাম টিলা লাইনের বুদরাম রাজগৌরের পুত্র দোলন রাজ গৌরের লাশ সেটি।

    গত বৃহস্পতিবার সন্ধায় দোলন রাজগৌর বাজারের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি।

    আজ সোমবার (৪ মে) দুপুরে তার লাশ ধলাই নদীতে পাওয়া যায়। রাজ গৌরের স্ত্রী ও ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

    সরেজমিনে বিকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা দেখা যায় চলছে শোকের মাতম।

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকালে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করেন।

    মনু-দলই ভ্যালি সভাপতি ও ইউপি সদস্য বাবু ধনা বাউরী জানান, রাজগৌর শান্ত শিষ্ট লোক ছিল তার এ অবস্থা কেন হল তা পুলিশী অধিক তদন্ত করলে জানা যাবে।

    তিনি আরো বলেন, ১০-১২ বছর পুর্বে মোকাম টিলা লাইনের রাসু বাড়াইক নামের এক লোক নিখোঁজ হলে আজ পর্যন্ত তার খোজ মেলেনি।

    কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন দাশ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলে কারন জানা যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর/মবু

  • পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহ উদ্ধার

    পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহ উদ্ধার

    রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

    নববধূর শোকে কাঁদছেন বর

    শুক্রবার বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ের খানপুর গ্রামে বৌভাতের অনুষ্ঠান শেষে বর-কনেসহ ইঞ্জিনচালিত দু’টি নৌকায় করে ডাঙ্গারহাটে ফিরছিলেন কনেপক্ষের ৪০ জন। সন্ধ্যায় উত্তাল ঢেউয়ে নৌকা দু’টি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সাঁতরে তীরে ওঠেন।

  • ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের বিকৃত লাশ উদ্ধার

    ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের বিকৃত লাশ উদ্ধার

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর ইউনুস (৩৮) নামের এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (৭মার্চ) দুপুর ২টায় উপজেলার লেলাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালপুল সংলগ্ন লেলাং খাল থেকে বালি চাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় ইউপি সদস্য সরোয়ার জানান, সকাল ১১টার দিকে লেলাং খালের পাড় দিয়ে যাতায়াতকারী কয়েকজন ব্যক্তি খালে বালি চাপা দেওয়া লাশটির কিছু অংশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

    খবর পেয়ে থানার ওসি বাবুল আকতারের নেতৃত্বে ওসি(তদন্ত) রবিউল হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ২ঘন্টা চেষ্ঠা চালিয়ে বালি ও পানি সরিয়ে মরেদহটি উদ্ধার করেন।
    এসময় মরদেহটি হাত- পা বাঁধা অবস্থায় ছিল।
    তার শরীরের পুরো অংশ বিকৃত হলেও পরনের জামা-কাপড় দেখে স্বজনরা লাশটি নিখোঁজ ইউনুসের বলে নিশ্চিত করেন।

    তার বাড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে।  পিতার নাম আবুল বশর,তার
    ৩ ও ৫ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

    গত রোববার (১ মার্চ) রাতে ইউনুস বিবিরহাট বাজারের উদ্দ্যেশ্যে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখু্ঁজি করেও তার সন্ধান পায়নি।

    ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন- আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে আমাদের টিম সম্ভাব্য আলামত জব্দ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির একটি সামরিক বিমান অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

    স্থানীয় সময় বিকেল চারটা ৫৫ মিনিটে পুনটা এরিনাস থেকে উড্ডয়ন করে সি-১৩০ হারকিউলিস নামের পরিবহন বিমানটি। এর বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যা ৬ টার দিকে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    নিখোঁজ আরোহীদের মধ্যে ১১ জন ক্রু এবং ২১ জন যাত্রী রয়েছেন। এই যাত্রীরা অবকাঠামোগত কিছু সহায়তা দেয়ার জন্য যাচ্ছিলেন।

    চিলির বিমানবাহিনী জানিয়েছে, নিখোঁজ বিমানটি এবং আরোহীদের খুঁজে বের করতে একটি তল্লাসি অভিযান চলছে।

    সংবাদ সংস্থা ইএফই তাদের প্রতিবেদনে বলেছে, আরোহীদের মধ্যে তিন জন বেসামরিক নাগরিক ছিলেন।

    বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল এদুয়ার্দো মসকুয়েরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, অ্যান্টার্কটিকার কিং জর্জ আইল্যান্ডে প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই মনটালভা ঘাঁটিতে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি কোন ধরণের বিপদ সংকেত দেয়নি।

    তিনি বলেন, বিমানটির পাইলটের অত্যন্ত অভিজ্ঞ। তিনি হয়তো জ্বালানি সংকটের কারণে কোথাও জরুরী অবতরণ করতে বাধ্য হয়েছেন।

    এক বিবৃতিতে বিমানবাহিনী জানায়, বিমানটি ৭৭০ মাইল যাত্রাপথের মধ্যে নিখোঁজ হওয়ার আগে ৪৫০ মাইল অতিক্রম করে। সে হিসেবে এটি তখন ড্রেক প্যাসেজ এলাকায় ছিল।

    ড্রেক প্যাসেজ সাগরের এমন একটি এলাকা যেখানে দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে। অদ্ভুত আবহাওয়ার জন্য পরিচিত এই এলাকা। কিন্তু চিলির বিমান বাহিনীর মতে, বিমানটি নিখোঁজ হওয়ার সময় স্থানীয় আবহাওয়া পরিস্থিতি ভাল ছিল।

    এক টুইটে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা বলেছেন, এ ঘটনায় তিনি আতঙ্কিত বোধ করছেন এবং রাজধানী সান্টিয়াগো থেকে তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

    অ্যান্টার্কটিকা এলাকার ১২ লাখ বর্গকিলোমিটার এলাকায় চিলির নিয়ন্ত্রণে রয়েছে। যা যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার সীমান্ত এবং উভয় দেশের দাবি করা এলাকা সংলগ্ন। চিলি এই এলাকায় মোট ৯টি ঘাঁটি পরিচালনা করে যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি।