Tag: নিরাপত্তা জোরদার

  • চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

    চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

    নগরের খুলশী থানা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় নজরদারির বৃদ্ধি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

    সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে নগরের খুলশী ভারতের সহকারী হাইকমিশন ও নগরের ২ নম্বর গেইট ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রসঙ্গত, গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

  • বোয়ালখালীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি

    বোয়ালখালীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বোয়ালখালী উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে বাসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।

    সোমবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) বোয়ালখালীতে আসেন। তিনি উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে খোঁজ খবর নেন। এসময় তিনি বোয়ালখালী থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম।

    বোয়ালখালীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়েছেন ওসি আবদুল করিম বলেন, বাড়ানো হয়েছে নজরদারি। যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সার্বক্ষণিক টহলে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

    ২৪ ঘণ্টা/পূজন