Tag: নির্বাচন অফিস

  • ফটিকছড়ি নির্বাচন অফিসে সেবা প্রার্থীদের ভীড়

    ফটিকছড়ি নির্বাচন অফিসে সেবা প্রার্থীদের ভীড়

    ফটিকছড়ি প্রতিনিধিঃ করোনাকালীন লকডাউন, স্থানীয় লকডাউন, বিধিনিষেধ সব কিছুর মাঝে থেমে নেই ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম। প্রবাসী ভোটার, নতুন ভোটার, ভুল সংশোধন, কোবিড ভ্যাকসিন নিবন্ধনে ম্যাচফান্ড সহ বিভিন্ন বিষয়ে প্রায় ১০ হাজার মানুষ সেবা নিয়েছে বিগত তিন মাসে। নতুন ভোটার হয়েছেন সাড়ে তিন হাজার।

    স্থানীয় সূত্রে জানা যায়, রেমিটেন্স যোদ্ধারা নানান সীমাবদ্ধতার কারণে যথা সময়ে ভোটার হতে না পারার কারণে এবং করোনার লক ডাউনে আটকে যায় প্রচুর প্রবাসী। তারা এই সময়ে ভোটার হতে আগ্রহী। নতুন প্রজম্মও নিবন্ধিত হতে আগ্রহী এরকম তিন মাসে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধিত হয়েছে।

    প্রতিদিন প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত লোকজন নাম, জম্ম তারিখ সহ নানান প্রকার সেবা নিতে আসে। তাদের সাথে কথা বলে জানাযায় অনেক উপজেলায় নির্বাচন অফিসে আশানুরুপ সেবা পাওয়া যায় না। সেখানে ফটিকছড়ি নির্বাচন অফিস ব্যতিক্রম। ভুল সংশোধন, নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে দ্রততার সাথে।

    পাইন্দং এলাকার বাসিন্ধা প্রবাসী মোহাম্মদ আলী (৪৫) জানান, জীবিকার সন্ধানে দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই এনআইডি কার্ড তৈরী সম্ভব হয়নি। লকডাউনের মাঝেও সব কাজ সম্পন্ন করেদিল নির্বাচন অফিসার।

    ধর্মপুর থেকে আসা মাহাবুবুল আলম (৫৫)জানান,
    দেশ বিদেশ ঘুরতে ঘুরতে অনেক দিন গেল। এখন নাকি ছেলে মেয়ের স্কুলের কাজে এনআইডি লাগবে তাই অনলাইনে আবেদন করে ছবি তুলে নিলাম।

    মোস্তফা হোসেন নামক ২২ বছর বয়সী যুবক জানান, বিদেশ যেতে পাসর্পোট তৈরী করতে তাগাদা দিচ্ছে অভিভাবকরা। খবর নিয়ে জানলাম এনআইডি ছাড়া পাসপোর্ট হবেনা। তাই ছবি সব কাজ সম্পন্ন করলাম।

    জাহানারা বেগম (২৮) জানান, বিয়ের হয়েছে ৪ বছর। স্বামীর বাড়িতে ভোটার স্থানান্তর হয়নি। তাই আবেদন নিয়ে আসলাম। লেলাং দমদমা গ্রামের বাসিন্ধা বিপ্লব ভান্ডারী জানান, স্বাক্ষর আর ছবি আপডেট করতে আসলাম।

    ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মসকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এখানে প্রবাসী ভোটার বেশি নিবন্ধিত হয় এবং ভুলত্রুটি সংশোধন করতে হয়। কোভিড ভ্যাকসিনের নিবন্ধনের সময় অনেক মিসফান্ড এসেছে তাদেরও সেবা দিতে হচ্ছে সীমিত কর্মচারী আর খন্ডকালীন লোকজন নিয়ে করোনা লক ডাউনের মাঝেও নাগরিক সেবা অব্যাহত রেখেছি।

  • চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে ধ্বসে পড়েছে দেয়াল, হতাহত ৩

    চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে ধ্বসে পড়েছে দেয়াল, হতাহত ৩

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের পাশের খেলার মাঠের একটি দেয়াল ধ্বসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে মাঠে কাজ করার সময় আকস্মিকভাবেই দেয়ালটি ধ্বসে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় ঘটনাস্থলে মো. সালাউদ্দিন (১৮) ও হাসপাতালে নেওয়ার পর আব্দুস শুক্কুর (২২) নামে আরো একজনসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। আহতহয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো এক নির্মাণ শ্রমিক।

    নিহত মোহাম্মদ সালাউদ্দিন নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনিতে পরিবার নিয়ে থাকতো। তার পিতার নাম লেদু মিয়া ও মাতার নাম ফিরোজা বেগম।দেয়াল ধ্বস ২

    পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নগরীর লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে সেনা বাহিনীর মালিকানাধীন একটি জায়গায় লিজ নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন এক ব্যক্তি। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমানা প্রাচীরটি ধ্বসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।দেয়াল ধ্বস ৩

    নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। এসময় আব্দুস শুক্কুরসহ আহত আরো ২জন শ্রমিককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়াল ধসের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি মহসীন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এনায়েত বাজার থেকে দেয়াল ধ্বসে গুরুতর আহত দুই শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। অপরজন আশংকামুক্ত বলে তিনি জানান।

    এদিকে দেয়াল ধ্বসের ঘটনায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যায় ঘটনাস্থলে। এসময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব