সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন জাতীয় পার্টির চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দিদারুল কবির দিদার।
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, কেন্দ্র দখল এবং জাল ভোট দেওয়ার অভিযোগে রোববার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় এই ঘোষণা দেন তিনি।
দিদারুল কবির সীতাকুণ্ড প্রেসক্লাবে গিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, অনিয়ম ও কারচুপির অভিযোগে আমি ভোট বর্জন করলাম। কেন্দ্র থেকে আওয়ামী লীগের প্রকাশ্য মদদে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে এনেছিল। অথচ তারা সব কেন্দ্র দখল করে ফেলে, ব্যাপক জাল ভোট দিয়ে বাক্স পুরে ফেলে তারা। সকালে ভোট শুরু হওয়ার পর বেশ কিছুক্ষণ ঠিকমত চলছিল। এভাবে কোনও ভোট হতে পারে না। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করেছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সহসম্পাদক দিদারুল আলম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাচনের প্রধান সমন্বয়কারী এ জে এম বেলাল উদ্দিন, ওয়ার্ড জাতীয় পাটির সাধারণ সম্পাদক নুরুল আবচার, পৌরসদর সাধারণ সম্পাদক ফসিউল আলম।