Tag: নির্বাহী অফিসার

  • পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

    পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের স্টেশন রোড ও রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসি ও একটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    আজ মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    অভিযানে লাইসেন্স না থাকায় মরিয়ম কিউর নামক ফার্মেসি মালিক মো. সুজনকে ২০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন ও নোংড়া পরিবেশে খাবার পরিবেশনের দায়ে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক নুরুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স সংগ্রহ ও পরিস্কারভাবে হোটেল ব্যবসা পরিচালনার কথা বলেন। অন্যতায় ভবিষ্যতে আরো কঠোর আইন প্রয়োগ করা হবে জানালেন এ নির্বাহী কর্মকর্তা ।

  • পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ দোকান, ঘটনাস্থল পরিদর্শন করেন ইওএনও

    পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ দোকান, ঘটনাস্থল পরিদর্শন করেন ইওএনও

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে ৭টি দোকান। বুধবার দিনগত রাত ৩টার সময় গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

    আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছেন পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া। পটিয়ায় আগুনে পুড়ে গেছে দোকান

    তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের আগে আগুনে নুরুল আলমের মালিকানাধিন টি স্টল, আব্দুল মান্নান ও নুরুল ইসলামের মালিকানাধিন দুটি ডিপার্টমেন্টাল স্টোর, ইউছুফ আলী ও আবুল হোসেনের পৃথক দুটি মৎস্য খামার এবং মো. জাকের হোসেনের হাসেম টেলিকম সেন্টারসহ মোট ৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানানো সম্ভব নয় জানিয়ে তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বললেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সরকারী ভাবে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।