Tag: নির্বাহী ম্যাজিস্ট্রেট

  • র‌্যাবে সারওয়ারের জায়গায় নতুন আইন কর্মকর্তা মাজহারুল

    র‌্যাবে সারওয়ারের জায়গায় নতুন আইন কর্মকর্তা মাজহারুল

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন কর্মকর্তার পদ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামকে সেই দায়িত্ব দিয়েছে সরকার।

    বৃহস্পতিবার ঢাকার সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এই কর্মকর্তাকে র‌্যাবে পদায়নের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাজহারুল ইসলাম র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হবেন।

    প্রায় ছয় বছর দায়িত্ব চালিয়ে আসা সারওয়ার আলমকে গত সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

     

  • র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

    র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

    র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি করা হয়েছে। সোমবার তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

    সোমবার (০৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

    সারোয়ার বলেন, ‘আমাকে বদলি করা হয়েছে। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

    সারোয়ার আলম ২০১৫ সাল থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খাদ্যপণ্যে ভেজাল বিরোধী আন্দোলন ও দুর্নীতি বিরোধী বিশেষ অভিযানের সময় ব্যাপক সাহসী ভূমিকা রেখে আলোচিত হয়েছেন। যুবলীগ নেতা ক্যাসিনো ইসমাঈল হোসেন সম্রাটসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন বড় নেতাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সারা দেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এ কৃতি সন্তান।

    সর্বশেষ হাজী সেলিমপুত্র ইরফান সেলিমকে মদ্যপ অবস্থায় গ্রেফতার ছিল সবচেয়ে আলোচিত ঘটনা।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মুখে মাস্ক না পরে ৪ হাজার টাকা জরিমানা দিল অর্ধশত ব্যক্তি

    মুখে মাস্ক না পরে ৪ হাজার টাকা জরিমানা দিল অর্ধশত ব্যক্তি

    নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও চট্টগ্রামের অধিকাংশ মানুষই তা মানছেন না। ফলে প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর তালিকাতেও যোগ হচ্ছে নতুন নতুন নাম।

    এক্ষেত্রে সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা পালনে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং মুখে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।

    আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর কোতোয়ালি মোড়ে পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক।

    এসময় মুখে মাস্ক পরিধান না করায় অর্ধশত ব্যক্তিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ভবিষ্যতের জন্য আরো সতর্ক করে দেন।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সোমবার নগরীর কোতোয়ালি এলাকায় সরেজমিনে দেখা যায় রাস্তা-ঘাটে, বিপনি বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলাফেরা করছেন। যার ফলে করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে।

    তাই যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় নিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    তিনি আরও বলেন, মাস্ক কেন পরেননি জানতে জানতে চাইলে জবাবে অনেকে বলেন করোনা ভাইরাস নেই বলে তারা মাস্ক পরেননা ও তাদের সংক্রমিত করবেনা বলে তাদের মাস্ক প্রয়োজন নেই। এমনকি ভুলে তারা মাস্ক বাসায়/বাড়িতে রেখে এসেছেন বলে অজুহাত দেখান।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় অনেকেই অবহেলা করে মাস্ক পরেননা। অন্যরা মাস্ক পরিধান করেনা বলে নিজেরা মাস্ক পরেননা আবার মাস্ক না পরে পকেটে রেখে দেন অনেকে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • দ্বিতীয়বার পরীক্ষাতেও সারওয়ার আলম’র করোনা পজিটিভ

    দ্বিতীয়বার পরীক্ষাতেও সারওয়ার আলম’র করোনা পজিটিভ

    দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। এদিকে তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে।

    সোমবার (২২ জুন) সারওয়ার গণমাধ্যমকে জানান, শরীরে ব্যথা, কাশি থাকলেও জ্বর বা শ্বাসকষ্ট নেই। এ সময় তিনি দেশের মানুষের কাছে দোয়া চান।

    সারওয়ার আলম বলেন, গত বৃহস্পতিবার আবারও করোনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দ্বিতীয় টেস্টেও পজেটিভ এলো। শরীরে ব্যথা, কাশি আছে। তবে জ্বর বা শ্বাসকষ্ট নেই।

    সন্তানরা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ওরা এখন পর্যন্ত ভালো আছে।

    এ সময় সারওয়ার তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান। গত ১২ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় র‌্যাবের এই কর্মকর্তার। তবে পরদিন সকালে সেটি ঠিক হয়ে যায়।

    গত ৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • স্ত্রীসহ করোনা আক্রান্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান

    স্ত্রীসহ করোনা আক্রান্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চলমান করোনাযুদ্ধে দেশ ও প্রান্তিক মানুষের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে একের পর এক করোনা সংক্রমিত হয়ে পড়ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

    গতকাল ৯ জুন মঙ্গলবার রাতের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্তের তালিকায় যোগ হয়েছে আরো এক কর্মকর্তার নাম।

    চট্টগ্রাম নগরীর বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে তার স্ত্রীরও করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

    মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবের প্রকাশিত ফলাফলে স্ত্রীসহ এ নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরীরে করোনা শনাক্ত হয়।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে কিছুদিন ধরে গায়ে জ্বর থাকায় গত ৪ জুন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবে নমুনা দিয়ে আসেন এসি ল্যান্ড আশরাফুল হাসান ও তার স্ত্রী। ৯ জুন মঙ্গলবার রাতে প্রদত্ত নমুনার ফলাফলে দুজনেরই করোনা পজেটিভ আসে।

    এদিকে একই দিনের নমুনার ফলাফলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আছিয়া খাতুনের শরীরেও করোনা শানাক্ত হয়েছে বলে জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে। তবে বর্তমানে তার শরীরে করোনার কোন উপসর্গ না থাকলেও তিনি আইসোলেশনে থাকবেন।

    এর আগে গত ১৬ মে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের শরীরে সর্ব প্রথম করোনা সংক্রমন ধরা পড়ে। এর পরে গত ২৪ মে জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান করোনা শিকার হন।

    তাছাড়াও গত ১ জন রাঙ্গুনিয়ার ইউএনও মাসুদুর রহমান, ৪ জুন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু হাসান সিদ্দিক এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদের শরীরে করোনা শনাক্ত হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত

    ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং তার স্ত্রী।

    শনিবার (৬ জুন) দিনগত রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তিনি।

    সারোয়ার আলম তার পোস্টে লিখেছেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ।

    আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

    তিনি আরও জানান, তার স্ত্রীরও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে বাসায় আছেন সারওয়ার আলম। তাদের দুই সন্তান সুস্থ আছে।

    উল্লেখ্য, ২০১৯ সালে রাজধানীর ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

    এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মণিরামপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা

    মণিরামপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা

    নিলয় ধর,যশোর প্রতিনিধি:- যশোরের মণিরামপুরে করোনা প্রতিরোধে দায়িত্বপালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুফল চন্দ্র গোলদার) প্রতিরোধের মুখে পড়েছে।

    বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে উপজেলার চালকিডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। এই সময় বিল্লাল হোসেন নামে ১ আনসার-ভিডিপি সদস্য আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে।

    এই দিকে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান (ইউএনও আহসান উল্লাহ শরিফী)। ততক্ষণে দোকানপাট বন্ধ হয়ে বাজার ফাঁকা হয়ে যায়।

    অভিযানে থাকা ফায়ারম্যান আব্দুস সালাম বলেন, রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার স্যারসহ আমরা চালকিডাঙ্গা বাজারে যাই। যেয়ে দেখি দোকানপাট খোলা। বাজারে লোকজন রয়েছে অনেক। কেউ সরকারি নির্দেশনা মানছে না। এই সময় গাড়িতে থাকা আনসার-ভিডিপি সদস্যরা নেমে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। লোকজন সরে গিয়ে পরে আবার সংঘবদ্ধ হয়ে আমাদের গাড়িতে হামলা চালায়।

    আব্দুস সালাম বলেছেন, ম্যাজিস্ট্রেট স্যারসহ আমরা কোনরকমে সরে আসি। ওইসময় হামলাকারীরা আনসার-ভিডিপি সদস্য বিল্লালকে ধাওয়া দিয়ে পাশের বিলে নিয়ে মারপিট করে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    মণিরামপুর থানার (এসআই) খান আব্দুর রহমান বলেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে শুনি ম্যাজিস্ট্রেটের গাড়িতে না এক আনসার-ভিডিপি সদস্যকে তাড়া করেছে লোকজন। আমরা যেয়ে দেখি বাজার ফাঁকা; দোকানপাট বন্ধ।

    মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিবাকর মন্ডল বলেন, আনসার সদস্যর আঘাত গুরুত্বর না। তিনি সুস্থ আছেন।

    জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেছেন, এই বিষয়ে আমার কোন বক্তব্য নাই। আপনারা( ইউএনও) স্যারের সাথে কথা বলেন।

    একপর্যায়ে তিনি বলেছেন, লোকজন গাড়ির দিকে এগিয়ে আসছিল। তখন আমরা গাড়ি টান দিয়ে চলে আসি।

    এই বিষয়ে জানতে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (আহসান উল্লাহ শরিফীর) সরকারি মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফার্মেসিতে বিক্রি হচ্ছে ২০১৮ সালের ওষুধ, মালিককে দন্ড

    ফার্মেসিতে বিক্রি হচ্ছে ২০১৮ সালের ওষুধ, মালিককে দন্ড

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ‘চন্দ্রিকা ফার্মেসি’ নামে এক ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রির জন্য মজুদ ছিলো ২০১৮ সালের ওষুধ। বিগত এক বছর আগের মেয়াদোর্ত্তীন্ন ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

    বৃৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়। এসময় চন্দ্রিকা ফার্মেসীতে মেয়াদোর্ত্তীন্ন ওষুধ বিক্রি ও নিষিদ্ধ ওষুধ রাখার বিষয়টি ধরা পড়লে ম্যাজিস্ট্রেট ফার্মেসী মালিক বিমল চন্দ্র দাশকে এ দন্ড দেন।

    তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, চন্দ্রিকা ফার্মেসী থেকে নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। এছাড়া এখান থেকে উদ্ধার করা হয় ২০১৮ সালের মেয়াদোর্ত্তীন্ন অনেক ওষুধ। এসব ওষুধ ধ্বংস করার পাশাপাশি ফার্মেসী মালিক বিমলকে ১৫ দিনের কারাদন্ড দেওয়ার কথা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন।