Tag: নির্মাণ শ্রমিক

  • বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড

    বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড

    বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড।

    স্কটল্যান্ডের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারা এ আগ্রহ প্রকাশ করেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

    প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

    স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

    ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

    প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

    প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশী প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

  • বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নির্মাণ শ্রমিক

    বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নির্মাণ শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে এক নির্মাণ শ্রমিক। আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল ৯টার সময় দুর্ঘটনাটি ঘটে।

    দগ্ধ নির্মাণ শ্রমিকের নাম মো. লিমন (২২)। তিনি ময়মনসিংহ জেলার এলাট নগর এলাকার আজিজুল হকের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, রবিবার সকালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ আহত লিমনকে চমেক হাসপাতালে আনা হয়।

    হাসপাতালের চিকিৎসকের বরাতে আলাউদ্দিন জানায়, দগ্ধ শ্রমিক লিমনের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে আশংকাজনক অবস্থায় হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।