গভীর রাতে গৃহহীন রাস্তায় রাত্রীযাপনকারী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে নিশ্বাসের বন্ধু। শুক্রবার সন্ধ্যা থেতে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও এলাকা থেকে শুরু করে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, জিইসি, গোল পাহাড়, চকবাজার, জামাল খান, ষ্টেডিয়াম, লালখান বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিনশ শীতবস্ত্র “কম্বল” বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নিশ্বাসের বন্ধুর আহ্বায়ক এম আবুল মনসুর রুমেল, সদস্য সচিব জামান চৌধুরী শিপলু, যুগ œআহ্বায়ক মোহা. নাছির উদ্দীন, মোহা. বদরুল, মোহা. আবুল মনছুর, মো. জাবেদ হোসাইন, সদস্য এরশাদ হোসেন, মো. এনাম, নূরুল কাদের, মাঈনুল হোসেন, নিয়াজ মোর্শেদ, মোশারফ হোসেন রুবেল, মোহা. জাহাঙ্গীর, এজাজ আহম্মেদ, মোহা. জাবেদ, সাদমান শাহরিয়ার, সাইফুল প্রমুখ।
করোনা শুরু থেকে ফ্রি অক্সিজেন সরবরাহ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ফ্রি নেবুলাইজার সরবরাহ, ফ্রি কাফনের কাপড় সরবরাহ, ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীসহ সেবা প্রদান করে আসছে। যা চান্দগাঁও ছাড়াও নগর জুড়ে রীতিমত প্রশংসা ছড়িয়ে পড়েছে।