Tag: নিশ্বাসের বন্ধু

  • গভীর রাতে শীতের কাপড় নিয়ে শীতার্তদের পাশে নিশ্বাসের বন্ধু

    গভীর রাতে শীতের কাপড় নিয়ে শীতার্তদের পাশে নিশ্বাসের বন্ধু

    গভীর রাতে গৃহহীন রাস্তায় রাত্রীযাপনকারী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে নিশ্বাসের বন্ধু। শুক্রবার সন্ধ্যা থেতে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

    শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও এলাকা থেকে শুরু করে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, জিইসি, গোল পাহাড়, চকবাজার, জামাল খান, ষ্টেডিয়াম, লালখান বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিনশ শীতবস্ত্র “কম্বল” বিতরণ করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন নিশ্বাসের বন্ধুর আহ্বায়ক এম আবুল মনসুর রুমেল, সদস্য সচিব জামান চৌধুরী শিপলু, যুগ œআহ্বায়ক মোহা. নাছির উদ্দীন, মোহা. বদরুল, মোহা. আবুল মনছুর, মো. জাবেদ হোসাইন, সদস্য এরশাদ হোসেন, মো. এনাম, নূরুল কাদের, মাঈনুল হোসেন, নিয়াজ মোর্শেদ, মোশারফ হোসেন রুবেল, মোহা. জাহাঙ্গীর, এজাজ আহম্মেদ, মোহা. জাবেদ, সাদমান শাহরিয়ার, সাইফুল প্রমুখ।

    করোনা শুরু থেকে ফ্রি অক্সিজেন সরবরাহ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ফ্রি নেবুলাইজার সরবরাহ, ফ্রি কাফনের কাপড় সরবরাহ, ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীসহ সেবা প্রদান করে আসছে। যা চান্দগাঁও ছাড়াও নগর জুড়ে রীতিমত প্রশংসা ছড়িয়ে পড়েছে।

  • ‘নিশ্বাসের বন্ধু’ মানবতার সেবাই নিয়োজিত থাকবে

    ‘নিশ্বাসের বন্ধু’ মানবতার সেবাই নিয়োজিত থাকবে

    চান্দগাঁওয়ের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “নিশ্বাসের বন্ধু”র আগামী দিনের কর্ম পরিকল্পনা ও চলমান সেবা কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা সংগঠনের কার্যলয়ে জামান চৌধুরী শিপলুর পরিচালনায় এম আবুল মনসুর রুমেলের সভাপতিত্বে অনুষ্টিত হয় ৷

    সভাপতির বক্তব্যে তিনি বলেন, চান্দগাঁও নিশ্বাসের বন্ধু আমাদের সন্তানের মতো। একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলে যেমন মা-বাবার সুনাম বয়ে আনে ঠিক তেমনি আমাদের সন্তানের আদরে চান্দগাঁও নিশ্বাসের বন্ধু মানবতার সেবাই নিয়োজিত থাকবে। তাতে আমাদের সুনাম এবং একদিন আল্লাহর কাছে আমরা এই মহতী কাজের পুরস্কার পাব। চান্দগাঁও নিশ্বাসের বন্ধু দেশ ও বিদেশের বিভিন্ন মহলের সহযোগীতায় পরিচালিত একটি সামাজিক সেবামুলক ও অরাজনৈতিক সংগঠন। অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিঃস্বার্থভাবে তারপরও আমরা জবাবদিহিতার আওতায় নিজেদেরকে অন্তর্ভুক্ত রেখেছি যারা এই মানবতার সেবাই সহযোগিতা করেছেন ভবিষ্যতে করবেন তাদের জন্য নিখুত এবং স্বচ্ছতার সহিত আমরা আয় ব্যয়ের হিসাব নথিভুক্ত করে যাচ্ছি।

    সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ নাছির, মোহাম্মদ কামাল, কাজী পারভেজ, মোহাম্মদ বদরুল, আবু বক্কর বাবু, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আবুল হাসনাত প্রমুখ ৷

    উল্লেখ্য, সংগঠনটি অক্সিজেন,নেবুলাইজার,অক্সি পালস মিটার ফ্রি হোম সার্ভিস এবং মৃত ব্যক্তির জন্য বিনামূল্যে কাফনের কাপড় প্রদান দিয়ে শুরু করলেও এখন প্রতিদিন ২০ থেকে ৩০জন রোগীকে বিনামুল্যে অভিজ্ঞ ডাক্তার দ্ধারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। চান্দগাঁও নিশ্বাসের বন্ধুকে যদি কেউ সহযোগিতা করতে চাই তাহলে বিকাশ নাম্বার-০১৭৭৭-২৭৪১৪৯ (পার্সোনাল) এ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
    ২৪ ঘণ্টা/এম আর