Tag: নিষেধাজ্ঞা

  • অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

    অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

    মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিনে নৌ-রুটে ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না।

    টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    আদনান চৌধুরী বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে নৌ-রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তবে চট্টগ্রাম থেকে যে দুটি জাহাজ সরাসরি সেন্টমার্টিন আসে সেগুলো চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

    সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। দিনভর সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা–বারুদের শব্দে আতঙ্ক কাটছে না মিয়ানমার সীমান্তে থাকা বাংলাদেশি জনপদগুলোতে। আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

  • তিনদিন মোটরসাইকেল, একদিন সব যান চলাচলে নিষেধাজ্ঞা

    তিনদিন মোটরসাইকেল, একদিন সব যান চলাচলে নিষেধাজ্ঞা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে একদিনের জন্য সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ পরিপত্র জারি করেছে।

    পরিপত্রে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ৫ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

    পরিপত্রে আরও বলা হয়েছে, ৬ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপভ্যান, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্য সব যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

    তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টরা সেসব যানবাহন ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়েগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

    এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষ মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা প্রদান করে স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে আরও কতিপয় যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা যাবে বলেও পরিপত্রে বলা হয়েছে।

  • ‘নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ নেই আওয়ামী লীগের, এটার যোগ্যতা অর্জন করেছে বিএনপি’

    ‘নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ নেই আওয়ামী লীগের, এটার যোগ্যতা অর্জন করেছে বিএনপি’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ নেই আওয়ামী লীগের। সংবিধান মেনেই আমরা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? নিষেধাজ্ঞা এলে বিএনপির ওপর আসা উচিত। তারা নাশকতা করছে, চোরাগোপ্তা হামলা করছে। এগুলো তো সুষ্ঠু নির্বাচনে বাধা। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে একমাত্র বিএনপি ও তার দোসররাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

    ওবায়দুল কাদের বলেন, পোশাক খাতের শ্রমিকদের নিজেদের স্বার্থে ব্যবহারের পাঁয়তারা আছে অনেকের। দেশেও আছে, বিদেশেও আছে। পোশাক খাতের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এ খাতের শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বর্তমান সরকার আন্তরিক। পরবর্তীতেও এ সরকার ক্ষমতায় আসলে সংসদে নতুন শ্রম আইন প্রণয়নে ব্যবস্থা নেবে। এ নিয়ে পানি ঘোলা করার দরকার নেই। যারা করছেন নিজেদের স্বার্থ উদ্ধারে করছেন।

    জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যা হওয়ার ১৭ তারিখের আগে হবে। এরপর আর এ সমস্যা থাকবে না।

    ৩২টি আসনে আওয়ামী লীগের কোনও স্বতন্ত্র প্রার্থী নেই—এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এখানে মনোনয়ন বাতিলে আওয়ামী লীগের কোনও চাপ নেই। নির্বাচন কমিশন তার আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীন। ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আসলে আওয়ামী লীগ বাধা দেবে না।

    এবার ভোটার উপস্থিতি ভালো হবে

    ওবায়দুল কাদের বলেন, কোনও বাধা-বিপত্তি, হুমকি, নাশকতা, অগ্নিসন্ত্রাস এ নির্বাচন অনুষ্ঠানে বাধা হতে পারবে না। নির্বাচনমুখী ভোটাররাই যারা নির্বাচনে বাধা দিতে আসবে তাদের প্রতিহত করবে। আজ বিএনপি ও তার সহযোগীরা নির্বাচনে অংশ নেয়নি। এরপরও নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা, জাগরণের কমতি নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

     

  • বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

    বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

    নিরাপত্তার কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলিকদম এবং থানচি এই চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

    শুক্রবার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জানাগেছে, বান্দরবান জেলার রুমা- রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

    এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে রুমা ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। পরে ওই চার উপজেলায় ৪ নভেম্বর পর্যন্ত আবারো সময় সীমা বাড়ানো হয়।

    ২৪ঘণ্টা/এসএ

  • ফ্রি ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি’র

    ফ্রি ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি’র

    বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে এমন অজুহাত তুলে বিনামূল্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    মঙ্গলবার (১৪ জুলাই) ইন্টারনেট সরবরাহকারীদের কাছে বিটিআরসি এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে বুধবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।

    তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের প্রেক্ষিতে দেয়া বিটিআরসির উপ-পরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, ফেসবুক সংক্রান্ত ফ্রি অফার বন্ধে বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি।

    প্রসঙ্গত, বাংলাদেশে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সাইটগুলো ব্যবহারে বিনা কিংবা অল্প মূল্যে ব্যবহারের প্যাকেজ দেয় অপারেটরগুলো। বিটিআরসি’র এ নির্দেশনার পর তাদের আর সেই সুযোগ আর থাকছে না।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু, অর্থদন্ড

    রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু, অর্থদন্ড

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : শিক্ষা মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় রাউজানের কদলপুর ইউনিয়নে অভিযানে গিয়ে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এ অভিযানের নের্তৃত্ব দেন।

    অভিযানে উপজেলার কদলপুরের ঈষান ভট্টের হাটে এম্বিশন কেয়ার কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এ নির্বাহী কর্মকর্তা। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আরএসপি

  • কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

    কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

    বুধবার (১৮ই মার্চ) বিকাল ৪ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

    জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করা হচ্ছে। বিকেল চারটা থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সরে যেতে বলা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।

    অপরদিকে, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, কক্সবাজার জেলায় কোথাও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে ৩ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
    এদিকে, করোনা ভাইরাস নিয়ে কক্সবাজার জেলাবাসিকে বিভ্রান্ত এবং আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

    তবে বলেছেন, সর্তক থাকতে হবে। হোটলে-মোটেলসহ জেলার বিভিন্ন স্থানে জনসমাবেশ, বিনোদন অনুষ্ঠান পরিবেশন সহ সবধরনের জনাসমাগমের আয়োজনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আরো খবর : পতেঙ্গা সী-বিচে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা

    করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

    বুধবার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলীর ডলফিন মোড় ছোট-বড় যানবাহনসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/ইসলাম মাহমুদ/আর এস পি..

  • করোনা : পতেঙ্গা সী-বিচে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা সিএমপি’র

    করোনা : পতেঙ্গা সী-বিচে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা সিএমপি’র

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে সতর্কতার অংশ হিসেবে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।

    বুধবার (১৮ মাচ) দুপুরে সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। তাছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়।

    এতে উল্লেখ করা হয়, সারাবিশ্বে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে জনসমাবেশসহ বিভিন্ন জনবহুল এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই এর সংক্রমন রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারণা চলমান রয়েছে।

    এরূপ গণজমায়েতসহ অযাচিত ঘোরাফেরা সংক্রান্তে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ এলাকায় জনসাধারণের অহেতুক উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। এতে করোনা ভাইরাস খুব সহজেই এবং দ্রুত বিস্তার লাভ করতে পারে।

    বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ এলাকায় জনসাধারণকে অহেতুক জমায়েত হওয়া সংক্রান্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান নিষেধাজ্ঞা জারি করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

    ২৪ ঘন্টা/ আর এস পি…

  • চট্টগ্রামের ফতেয়াবাদে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ!

    চট্টগ্রামের ফতেয়াবাদে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ!

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম হাটহাজারী থানার চেীধুরীহাট এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই পরিবেশ আইন অমান্য করে দুই থেকে আড়াই শতাধিক পরিবারের ব্যবহারযোগ্য পুকুরটি রাতের আঁধারে ভরাট করা হচ্ছে।

    কয়েক মাস আগে এই পুকুর ভরাটের কাজ শুরু করে। কিন্তু বর্তমানে নিষেধাজ্ঞা না মেনে এখন প্রতিরাতেই বিশাল আকৃতির এই পুকুরটি ভরাট করে সমতল ভূমিতে পরিণত করে চলেছে একটি সিন্ডিকেট।

    জানা যায়, ফতেয়াবাদ চেীধুরীহাটের পূর্বদিকে ক্ষেত্রপাল বাড়ী সংলগ্ন পুকুরটি দীর্ঘদিন যাবত এলাকার মানুষ গোসল ও নানান নিত্য ব্যবহারিক কাজে পানির প্রয়োজনীয়তা মিঠিয়ে আসছিলো। আইনের তোয়াক্কা না করে পুকুরটি রাতের অন্ধকারে ভরাট করে ফেলছে।

    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শতবর্ষী এই পুকুরটি এলাকার দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। কিন্তু পুকুরের ক্রয়কৃত মালিকগণ আইন না মেনে এই পুকুরটি ভরাট করে ফেলেছেন।

    স্থানীয় অধিবাসী নারায়ণ ধর জানান দুই থেকে আড়াই শতাধিক পরিবার এ পুকুরের পানি ব্যবহার করে। এ ছাড়াও এলাকায় অগ্নিকাণ্ডের সময় এ পুকুরের পানি ব্যবহৃত হয়।’

    তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ কমিশনার ও স্থানীয় ভূমি কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলে সরেজমিন তদন্ত করে পুকুর ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তর।

    ‘পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ভূমি কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকার পরও রাতের আঁধারে পুকুর ভরাটের কাজ চলে আসছে এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে রাতে ট্রাকে করে বালি ফেলে পুকুরটি ভরাট করার অভিযোগ করেছেন স্থানীয়রা।

    এদিকে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় সিন্ডেকেটকে পরিবেশ অধিদপ্তরে কৈফিয়ত দেওয়ার জন্য তলব করা হবে বলে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সূত্রে সাংবাদিকদের জানানো হয়।

    পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহানগর পরিচালক আজাদুর রহমান মল্লিক সাংবাদিকদের জানান, জলাশয় আইন অনুযায়ী কোনো ব্যক্তি মালিকানাধীন পুকুরও ভরাট করা যাবে না। পুকুর ভরাটকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে পুকুরের ক্রয়কৃত মালিক সুবল ধরের মুঠোফোনে (01819….58) যোগাযোগ করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।