Tag: নিয়ন্ত্রণ হারিয়ে

  • সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

    সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ছোট কুমিরায় ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ এরশাদ (২৭), তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।

    আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭ টার সময় উপজেলার ছোট কুমিরাস্থ গুল আহম্মদ জুট মিলের সামনে মহাসড়কের পাশে এঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে আটকা পড়ে নিহত হয় চালক মোঃ এরশাদ।

    এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশান লিডার আতিকুল রহমান জানান, ফায়ার সার্ভিসের সন্নিকটে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়, এসময় ট্রাকের ভিতর আটকা পড়ে স্বাস বন্ধ হয়ে চালক মারা যায়। আমরা তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, নিহত ট্রাক ড্রাইভারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একই ঘটনায় আরো ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    আজ শুক্রবার (২৯ মে) সকাল ৬টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক ফ্যাক্টরীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সীতাকুণ্ড মহাসড়কের পাশের একটি দোকানে ঢুুকে পড়ে। এসময় মাইক্রোবাসের ধাক্কায় তিনজন আহত হয়।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ মো. আশরাফ মারা যান। নিহত আশরাফ উপজেলার শিবপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ্ পুত্র। তিনি কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ বলে জানা গেছে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করি। আহতদের মধ্যে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

    উল্লেখ্য গত ৪ দিনে সীতাকুণ্ড উপজেলায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • বগুড়ার মহাসড়ক ছেড়ে কুঁড়েঘরে বালুবোঝাই ট্রাক, ঘুম থেকে চিরঘুমে মা-মেয়ে

    বগুড়ার মহাসড়ক ছেড়ে কুঁড়েঘরে বালুবোঝাই ট্রাক, ঘুম থেকে চিরঘুমে মা-মেয়ে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী আতেজান বেওয়া (৭০) ও তার মেয়ে কাতুলী বিবি (৪৫)। অন্যান্য দিনের মতোই খাওয়া-ধাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।

    দিবাগত রাত আড়াইটার দিকে যখন দুজনই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই একটি দুর্ঘটনায় তাদের ঘুম থেকে চিরঘুমে পাঠিয়ে দিলেন।

    শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে কুঁড়েঘরে ঘুমন্ত মা-মেয়ের উপর উঠে যায়। মা আতেজান ও মেয়ে কাতুলী দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।

    হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, হেলাল নামে এক দিনমজুর নন্দীগ্রামের ওমরপুর এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে কুড়ে ঘর তোলেন। সেখানে ছেলের সঙ্গে কাতুলী বিবি ও তার মা আতেজান বেওয়া বসবাস করতেন।

    শুক্রবার পঞ্চগড় ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়।

    এ সময় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে দিনমজুর হেলালের কুঁড়েঘরের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকচাপায় ঘরে থাকা ঘুমন্ত আতেজান বেওয়া ও তার মেয়ে কাতুলী বিবি ঘটনাস্থলেই মারা যান।

    হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে হেলপার আলম শেখকে (৩০) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ভবন নির্মাণ সামগ্রীসহ পটিয়ার আমজুরহাট পুকুরে ট্রাক : হতাহত ৪

    ভবন নির্মাণ সামগ্রীসহ পটিয়ার আমজুরহাট পুকুরে ট্রাক : হতাহত ৪

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ভবন নির্মাণের সামগ্রী ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে চারজন হতাহতের খবর পাওয়া গেছে।

    সোমবার সকাল ৭টার সময় পটিয়ার থানার হাট থেকে ভবন নির্মাণের সামগ্রী নিয়ে হাটহাজারী যাওয়ার পথে কক্সবাজার আরকান মহাসড়কের আম্জুরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরে পড়ে যাওয়া ট্রাকের নিচ থেকে এক শ্রমিকের মরদেহসহ আহত চারজনকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

    নিহতের নাম শাকিল (২৮)। তিনি আনোয়ারা উপজেলার চাতুয়া এলাকার শাহাজাহানের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলেন কালুরঘাট এলাকার মো. কাসেম (২৪), আনোয়ারা এলাকার আজিজুর রহমানের ছেলে মিজান (২২) এবং পটিয়া আম্জুরহাট এলাকার সনজীব দাশের ছেলে আকাশ (১৩)।

    পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌমেন বড়–য়া বলেন, সোমবার সকালে পটিয়া আমজুরহাট এলাকায় পুকুরে পড়ে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।