Tag: নীলফামারী

  • নীলফামারীতে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

    নীলফামারীতে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রামগঞ্জ বাজার হতে বেরুবন্দর বাজার বাইপাস রাস্তার পুটিমারী নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে পথচারীরা উক্ত স্থানে রাস্তার পাশে লীল কাপড়ে মোড়ানো বড় সাদা একটি পলিথিনের ব্যাগ দেখতে পায়। ব্যাগে কাপড়ের মধ্যে কী আছে, তা দেখার জন্য স্থানীয় লোকজনের মধ্যে আগ্রহ জন্মে। একপর্যায়ে কয়েকজন যুবক ওই ব্যাগ খুলে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পান। তাৎক্ষনিক তাঁরা বিষয়টি পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। খবর পেয়ে নীলফামারী সদর থানার এসআই এরশাদ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

    স্থানীয়দের ধারণা, রাতে অথবা ভোরে কেউ এ ব্যাগ এখানে ফেলে যেতে পারে।

    নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, নবজাতকের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা যাচ্ছে যে নবজাতকটির বয়স এক থেকে দুইদিন বা তারও বেশি। এ ব্যাপারে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • ৫ কেজি গাঁজাসহ র‌্যাব-১৩ নীলফামারীর হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    ৫ কেজি গাঁজাসহ র‌্যাব-১৩ নীলফামারীর হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    নীলফামারী প্রতিনিধি : প্রায় ৫ কেজি গাঁজা সহ অলিয়ার রহমান(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটি অভিযানিক দল। সে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্দা ইউনিয়নের চতুরাগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানায় প্রেরন করা হয়েছে।

    এর আগে সোমবার (৩১ আগষ্ট) রাত ৮টার দিকে তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান বাজার দাখিল মাদ্রাসার কাছেই প্রায় পাঁচ কেজি পরিমান গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল একটি ফোন উদ্ধার সহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩,নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানায় প্রেরন করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • আল্লাহর দান নামের ২০ মণ ওজনের গরুর ক্রেতা মিলছেনা,চিন্তিত খামারী(ডিভিসহ)

    আল্লাহর দান নামের ২০ মণ ওজনের গরুর ক্রেতা মিলছেনা,চিন্তিত খামারী(ডিভিসহ)

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় দীর্ঘ ৪ বছর নিজ সন্তানের মত লালন পালন করে শরিয়ত মোতাবেক কুরবানির উপযুক্ত হিসেবে প্রস্তুত করা প্রায় ২০ মণ ওজনের গরুর ক্রেতা না পেয়ে চিন্তায় পড়েছেন সুলতান নামে এক ক্ষুদ্র খামারী।

    সরেজমিনে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুঠিরডাঙ্গা এলাকার আব্দুল রউফের পুত্র ক্ষুদ্র খামারী শাহাসুলতান ও তার স্ত্রী কুরবানী দেয়া ব্যক্তির নিকট বিক্রি করার উদ্যেশ্যে অনেক আশা নিয়ে ফিজিয়ান জাতের এক ষাড় গরুকে দীর্ঘ ৪ বছর লালন-পালন করে বড় করেছেন। অনেক আদর করে তারা গরুটির নাম রেখেছেন আল্লাহর দান।৫ ফিট উচ্চতা ও ৯ ফিট দৈর্ঘ্যতার সাদা-কালো রঙ্গের ২ শিং এবং ৬ দাতের গরুটির বর্তমান ওজন প্রায় ২০ মণ। যার বাজার মুল্য দাবি করেছেন খামারী ৬ লাখ টাকা।

    গরুটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষজন প্রতিনিয়তই খামারীর বাড়িতে ভিড় করে থাকেন। তবে আসন্ন কুরবানির ঈদে গরুটি তিনি বিক্রি করতে চাইলেও বর্তমান দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্রেতা সঙ্ককের কারনে গরুর মালিক সুলতান পড়েছেন ভিষন দুঃচিন্তায়।

    গরুর মালিক শাহাসুলতান বলেন, দীর্ঘ ৪ বছর যাবত গরুটিকে অনেক আশা নিয়ে নিজের সন্তানের মত লালন-পালন করে বড় করেছি। গরুটি আমি কুরবানি দেয়া ব্যক্তির নিকট বিক্রির করব বলে অনেক অর্থনৈতিক সমস্যাতেও তা অন্যকারো নিকট বিক্রি করিনি। গরুটি ৪ বছর লালন-পালন করতে গিয়ে আমি অনেক ঋনগ্রস্ত হয়ে পড়েছি। আসন্ন কুরবানির ঈদে গরুটি বিক্রি করতে না পারলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হব।গরুটির মুল্য আমি ৬ লাখ টাকা আশা করলেও যে কোনো ব্যক্তি আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন।

    তিনি আরও বলেন, আমার মত ক্ষুদ্র খামারীরা অনেক স্বপ্ন নিয়ে তিল তিল করে সন্তানের মতই লালন-পালন করে গরু বড় করে থাকেন সমাজের বিত্তবানরা ন্যায্য মুল্য দিয়ে তা কুরবানির উদ্যেশ্যে ক্রয় করবেন বলেই। দেশের যে কোনো প্রান্তের ও প্রবাসী ব্যক্তিরা আমার রোগ-বালাই মুক্ত গরুটি ক্রয় করতে চাইলে সরাসরি আমার ব্যবহৃত মোবাইল নম্বরে(০১৭৪৫০৮১৫১২)যোগাযোগের জন্য অনুরোধ করছি আমি। এছাড়াও প্রয়োজনে গরুটি অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেও যে কেউ দর করে তা ক্রয় করতে পারবেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীর ডিমলায় ৭ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    নীলফামারীর ডিমলায় ৭ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মাহাবুবা আক্তার(১৩)নামের ৭ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা সদরের বাবুরহাট ঝাকুয়া পাড়া গ্রামের দাদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী একই এলাকার মাহাবুল ইসলামের মেয়ে ও উপজেলা সদরের দিলরুবা মহিকুল শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

    তবে নিহতের পরিবারের দাবি সে অজানা কারনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত স্কুল ছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে,নিহত মাহাবুবার গর্ভধারিনী মা মুত্যুবরন করার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করায় সে দাদা মাহমুদ আলী ও দাদী মর্জিনা বেগমের সাথেই ওনাদের বাড়িতে বসবাস করে লেখাপড়া করতেন। তার বাবা ও সৎ মা আলাদা বাড়িতে একই এলাকায় থাকতেন।

    ঘটনার দিন বিকেলে মাহাবুবাকে খুজে পাওয়া না গেলে অনেক খোজা-খুজির পর দাদার বাড়ির শয়ন ঘরের রুয়ার টানার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার দাদী ও বড় ভাই আশিক(১৭)।তারা সহ স্থানীয়রা দ্রুত তাকে সেখান থেকে নামিয়ে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)জয়ব্রত পাল।

    ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়ে লাশটি ময়না তদন্তের জন্য উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে আসল কারন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর কাজ শুরু

    নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর কাজ শুরু

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত করণে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে।

    বৃহস্পতিবার(৯ জুলাই)যার প্রাথমিক কাজ শুরু হয়েছে। শীঘ্রই এখান থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে ফলাফল প্রদান করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নীলফামারীতে পিসিআর ল্যাব স্থাপন হলে নীলফামারী জেলা, পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের খানসামা উপজেলা নমুনা পরীক্ষার আওতায় আসবে।

    বর্তমানে নীলফামারী জেলায় করোনা রোগীর সংখ্যা ৪৭৫জন। মৃত্যু হয় ৮জন।

    সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বলেন, নমুনা সংগ্রহের পর দ্রুত আমরা ফলাফল পাচ্ছি না। যার কারণে নমুনা সংগৃহিত ব্যক্তির কোয়ারেন্টিন নিশ্চিত করা যায় না। এখানে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিলো সকলের। পিসিআর ল্যাব স্থাপন হলে দ্রুত শনাক্ত করণ এবং সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে নতুন আরও ৪৯ জন সহ করোনা আক্রান্ত বেড়ে ৪৭৫

    নীলফামারীতে নতুন আরও ৪৯ জন সহ করোনা আক্রান্ত বেড়ে ৪৭৫

    নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে আরও ৪৯জন করোনা আক্রান্ত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা পিসিআর ল্যাবের নিকট হতে ৬ ও ৭ জুলাইয়ের নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭৫ জন।

    নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে নীলফামারী সদরের ৪২ জন রয়েছে।

    নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী(৫০) সহ ১৯জন, নীলফামারী উত্তরা ইপিজেডের ২৩ শ্রমিকের মধ্যে ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ২০ জন, ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিঃ ব্যাগ তৈরির শিল্পকারখানার ৩ জন। এ ছাড়াও জলঢাকা উপজেলা হাসপাতালের নার্স আয়া সহ ৪ জন, সৈয়দপুর উপজেলায় ২ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ১ জন।

    জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩২০। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৩ জন। মারা গেছেন ৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার:পুলিশের বাধায় ছবি তুলতে পারেনি গণমাধ্যমকর্মীরা

    স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার:পুলিশের বাধায় ছবি তুলতে পারেনি গণমাধ্যমকর্মীরা

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মায়া(ছদ্মনাম) নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান আসামী ও তিন সন্তানের জনক শাহিন(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত ব্যক্তিকে শনিবার (৪ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

    তবে এ ঘটনায় অজানা কারনে গণমাধ্যমকর্মীরা পুলিশের বাধার কারনে একাধিকবার চেষ্টা করেও গ্রেফতারকৃত ব্যক্তির কোনো ছবি তুলতে পারেননি!

    অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কাকড়া বাজার এলাকার এক দরিদ্র পরিবারের কন্যা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী(১৫) কে গত (২৫ জুন) বাড়ি পাশ্ববর্তী এলাকা হতে একই ইউনিয়নের দক্ষিন কাকড়া এলাকার আবুল কাসেমের ছেলে ও তিন সন্তানের জনক শাহিন(৩৫) সহ তার ৪ সহযোগী জোর পূর্বক ওই ছাত্রীটিকে মোটরসাইকেল তুলে অপহরন করে উপজেলা সদর ইউনিয়নের আদর্শ পাড়া (তেলিপাড়া)গ্রামের এক ব্যক্তির বাড়িতে রেখে একাধিকবার ধর্ষন করেন।

    পরেরদিন (২৬ জুন) খবর পেয়ে ছাত্রীটির পিতা স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই বাড়ি থেকে ছাত্রীটিকে উদ্ধার করলেও এ সময় মুল অভিযুক্ত শাহিন পালিয়ে যায়।

    পরে ছাত্রীটির পরিবার ছাত্রীটিকে ডিমলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় প্রথমে মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিষয়টি গোপন রাখলেও গত (১ জুলাই) মেয়ের পিতা তার মেয়েকে অপহরন করে ধর্ষন করার অভিযোগে ৬ জনকে আসামী করে ডিমলা থানায় মামলা নং -১, তারিখ ০১/০৭/২০২০ইং দায়ের করেন।

    গত বৃহস্পতিবার (২ জুলাই) নীলফামারী সদর হাসপাতালে ছাত্রীটির ডাক্তারী পরীক্ষা করানো হয়।

    গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার এসআই আতিকুর রহমান সহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাঘেরপুল নামক এলাকা থেকে মামলার প্রধান আসামী অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করতে সক্ষম হন।

    খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা গ্রেফতারকৃত ব্যক্তির ছবি তুলতে একাধিকবার থানায় গিয়েও পুলিশি বাধার কারনে ছবি তুলতে পারেননি!

    এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের গ্রেফতারকৃত ব্যক্তির ছবি কেনো তুলতে দেয়া যাবেনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে। তবে কেনো নিষেধাজ্ঞা সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি”

    এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আপনারা ওসি সাহেবকে বলুন বিষয়টি নিয়ে এসপি স্যারের সাথে কথা বলতে।

    ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তির ছবি তুলতে না দেয়ার বিষয়টি নীলফামারী পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম-পিপিএম)কে অবগত করা হলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি।
    তবে এতকিছুর পরও পুলিশের বাধায় অভিযুক্ত ধর্ষকে ছবি তুলতে পারেনি গণমাধ্যমকর্মীরা।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে সস্ত্রীক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

    নীলফামারীতে সস্ত্রীক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও তার স্ত্রী সহ জেলায় নতুন করে আরও ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    মঙ্গলবার (২৩ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৫ জুনের প্রেরিত ৩২টি নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।

    এ নিয়ে পুরো জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৩১৪ জন।
    নতুন করে ৯ জন করোনা

    আক্রান্তদের মধ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় ২ জন।তারা হলেন ডিমলা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও তার স্ত্রী।জলঢাকা পৌরসভার কলেজপাড়ায় এক শিক্ষার্থী ও জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ী এলাকার এক যুবক সহ দুইজন। কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাস্টারপাড়ায় একজন, বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় একজন সহ দুইজন। ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একজন, মেলাপাঙ্গা এলাকার এক শিক্ষার্থী সহ ২ জন।

    এছাড়াও ফলোআপ নমুনায় ডিমলা উপজেলার চিকিৎসাধীন একজনের পুনরায় পজেটিভ রিপোর্ট এসেছে।

    উল্লেখ্য:- এ নিয়ে পুরো জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৩১৪ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৮, জলঢাকা উপজেলায় ৬২, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৭ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৮ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৮ জন। চিকিৎসাধীন রয়েছে ১৪৪ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে ৪ বছরের শিশু সহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

    নীলফামারীতে ৪ বছরের শিশু সহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুরো জেলায় এ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০৪ জন।

    সোমবার (২২ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৫ ও ১৮ জুনের প্রেরিত ৩৬টি নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।

    নতুন করে ৭ জন করোনা আক্রান্তদের মধ্যে নীলফামারীর জলঢাকায় ৩ জন। তারা হলেন পৌরসভার কলেজ পাড়ায় ৪ বছরের শিশু, জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকাউট এলাকার স্বাস্থ্যকর্মী, শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ এলাকার এক যুবক। নীলফামারী সদরের অন্যান্য ৪ জন হলেন উত্তরা ইপিজেডের মার্জেন কোঃ একজন, নীলফামারী পৌরসভার ঈশা কাউন্সিলরের ছেলে, হাড়োয়া সুইচ গেটের এক যুবক এবং সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কুরানীপাড়ার এক যুবক।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • গরুর লাম্পি স্কিন রোগে ক্ষতির আশঙ্কায় নীলফামারীর কৃষক ও খামারিরা,মৃত্যু ৯

    গরুর লাম্পি স্কিন রোগে ক্ষতির আশঙ্কায় নীলফামারীর কৃষক ও খামারিরা,মৃত্যু ৯

    নীলফামারী জেলা প্রতিনিধি : ক্যাপরী ফক্স ভাইরাসের সংক্রমনে নীলফামারীর ছয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে,ওয়ার্ড ও গ্রামে সহস্রাধিক গবাদি পশু আক্রান্ত হয়েছে। কোরবানীর ঈদের আগেই এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিপাকে ও দিশেহারা হয়ে পড়েছেন কৃষক-খামারিরা।

    সোমবার(২২ জুন) জানা গেছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামে ৫টি, জেলা সদরের বাহালিপাড়া গ্রামে ২টি ও কিশোরীগঞ্জ উপজেলার নিতাই গ্রামে ২টি সহ মোট ৯টি গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

    সদর উপজেলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানায়, ক্যাপরী ফক্স ভাইরাসের মাধ্যমে ‘লাম্পি স্কিন’ নামের রোগ ছড়িয়ে পড়েছে। এর সুনির্দিষ্ট কোন কিকিৎসা নেই। লক্ষন দেখে (সিড্রোমেটিক ট্রিটমেন্ট) আক্রান্ত পশুকে পেনিসিলিন, এন্টি হিস্টামিন ও জ্বড় হলে প্যারাসিটামল দিয়ে ভাল ফলাফল পাওয়া যায়।এন্টিসেপটিক হিসেবে খাবার সোডা পরিমান মত পানিতে মিশিয়ে আক্রান্ত পশুর শরীর পরিস্কার রাখার পরামর্শ দেন খামারীদের।

    জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া সরকার পাড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী জানায়, আমার তিনটি গরু ওই রোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়াও এই গ্রামের প্রত্যেক বাড়ীতে এই ভাইরাসে সংক্রমিত হয়েছে শতাধিক গরু। গরু তিনটির পিছনে ১০ হাজার টাকা খরচ করেও সুস্থ হয়নি।

    একই পাড়ার আশরাফ আলী জানান, খামারীসহ ব্যক্তি পর্যায় কোরবানীর জন্য পালন করা গবাদী পশুর মধ্যে নতুন এই ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে। আবার অনেকেই বাদ্য হয়ে আক্রান্ত পশু বিক্রিও করছে।

    তিনি জানান, এই পাড়ায় কিছুদিন আগে মঞ্জুরুল নামে এক কৃষকের ৭০ হাজার টাকা দামের শাহি ওয়াল জাতের একটি গরু ও সুবল চন্দ্র রায়ের একটি বকনা বাছুর মারা গিয়েছে। তারা গরু মরার শোকে কাতর।

    তিনি অভিযোগ করে বলেন, প্রাণী সম্পদের লোকজনকে খবর দিলেও পাওয়া যায় না। বাধ্য হয়ে গ্রামের হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা নিতে হয়।

    কৃষক মঞ্জুরুল আলম জানায়, গত ১৫ দিন আগে চামড়া ফুলা রোগে আক্রান্ত হয়ে আমার একটি শাহী ওয়াল জাতের গরু মারা গিয়েছে। গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে কোন ফল হয়নি। টাকাও খরচ হয়েছে প্রায় ৫-৭ হাজার। তবুও গরুটিকে বাঁচাতে পারিনি। যার বাজার মূল্য ছিল প্রায় ৭০ হাজার টাকা। গরুর মুত্যতে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। সুবল চন্দ্র রায়ও একই কথা বলেন। তারা দুইজনে প্রণোদনার দাবি জানান।

    উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের গৃহিনী আনোয়ারা বেগম, লতিফুর রহমান জানান, কোন বাড়ী বাদ নেই সবার গরুর অসুখ হয়েছে। উপসর্গের কথা জানতে চাইলে বলেন, প্রথমে জ্বড় হয় তারপর গুটি গুটি হয়ে ফুলে যায়। তারপর ঘা হয়ে পেকে ফেটে গিয়ে পুঁজ বের হয়। সাথে কাঁপুনি ও ব্যাথা অনুভব হয়।

    তারা অভিযোগ করে বলেন, সরকারী ডাক্তারকে ফোন দিলে বলে, কোন দিকে যাব ভাই, সবদিকে একই অবস্থা। বারবার ফোন দিয়েও দেখা মেলিনি সরকারী ডাক্তারের।

    উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দিঘলটারী গ্রামের কৃষক আবুল কালাম আজাদ জানান, প্রতিটি বাড়ীতে এই রোগ দেখা দিয়েছে। ছড়িয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। গরু নিয়ে বিপাকে পড়েছে মানুষ।

    তিনি জানান, করোনা পরিস্থিতে টাকা পয়শা হাতে না থাকায় আক্রান্ত গরুর চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে পশুর মালিককে। দেখা মেলেনি সরকারী চিকিৎসকের।

    জেলার সৈয়দপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক মুঠোফোনে জানান, এবারে নতুন এই ‘লাম্পি স্কিন’ রোগটি দেখা গিয়েছে। মাঠ পর্যায়ে মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি গোট-টিস্যু ভ্যাকসিন পশুর ওজন ভেদে প্রতিটি গরুকে ২-৩ মিলিঃ করে দেওয়া হচ্ছে। আক্রান্ত পশুকে লক্ষন দেখে চিকিৎসায় ভাল ফল পাওয়া যায়।

    উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ছইল পলি পাড়া গ্রামের মকবুল হোসেন শাহ জানান, এই রোগে ভূল চিকিৎসায় আমার একটি গরু মারা গেছে। যার বাজার মূল্য ৫৫ হাজার টাকা মাত্র।

    সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহিদুল ইসলাম কৃষকের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ভ্যাপসা গরম আর অনাবরত বৃষ্টির ফলে ‘লাম্পি স্কিন’ রোগটি স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে। জনবল সংকটের কারনে কিছুটা বিলম্ব হলেও পরিস্থিতি সামাল দিতে তিনটি ভ্যাটেনারী মেডিকেল টিম গঠন করা হয়েছে। এতে তিনজন ডাক্তারের নেতৃত্বে উপজেলার পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে গোট-টিস্যু ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে।

    তিনি বলেন, নীলফামারী সদরে ১ লাখ ৫০ হাজার গরু রয়েছে।এর মধ্যে ১৪৫ টি গরুর চিকিৎসা দেওয়া হয়েছে।অপরদিকে জেলার ডিমলা,ডোমার,জলঢাকা,সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকাতেও এ রোগের প্রাদুর্ভাব দিনে দিনে বেড়েই চলেছে বলে স্থানীয় বিভিন্ন সুত্রে জানা গেছে। এতে আক্রান্ত গরু গুলোর মালিকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এলাকার কৃষক-খামারিরা সহ সাধারন মানুষেরা গরু পুশে(লালন-পালন করে)মারাত্মক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

    তারা প্রাণী সম্পদ কর্মকর্তাদের গুরুত্ব সহকারে ও আন্তরিক ভাবে কৃষক,খামারিদের সাথে যোগাযোগ করে নিয়মিত আক্রান্ত গরু গুলোর এই রোগ প্রতিরোধে এলাকাভিত্তিক চিকিৎসা সেবা পৌছে দেবার আহ্বান জানিয়েছেন।

    জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোনাক্কা আলী জানান, প্রায় এক মাস ধরে এই ক্যাপরী ফক্স ভাইরাসটি গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই অসুখটিকে ‘ল্যাম্পি স্কিন ডিজিজ বলে জানিয়েছেন বিষেষজ্ঞরা। এই রোগে আক্রান্ত পশুর চামড়া ফুলে গোটা গোটা হচ্ছে। পরে তা ঘায়ে পরিনত হয়ে ফেটে রস বের হয়। এমনকি পশুর জ্বড় হচ্ছে।

    তিনি জানান, রোগ প্রতিরোধে মশা, মাছি থেকে পশুকে দূরে রাখতে মশারী ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর/মহিনুল ইসলাম

  • নীলফামারীতে আরও ৮ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ২৯৫

    নীলফামারীতে আরও ৮ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ২৯৫

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় ৪ নারী সহ নতুন করে আরও ৮ জন যুক্ত হয়েছেন।নিয়ে ৬ উপজেলা সহ পুরো জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২৯৫ জন।

    শনিবার (২০ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৩ ও ২০ জুনের প্রেরিত ৩৯টি নমুনার পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।

    নতুন করে ৮ জন নতুন করোনা আক্রান্তদের মধ্যে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট এলাকার দুই ভাই, জলঢাকা উপজেলার উত্তর বগুলাগাড়ী রাজারহাট এলাকার স্বামী-স্ত্রী, জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সবুজপাড়ায় এক নারী, মুদিপাড়ার এক ছাত্রী, সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবুপাড়ায় একজন নারী এবং ডোমার পৌরসভার ছোট রাউতা এলাকার এক ঔষধ দোকানের মালিক।

    উল্লেখ্য, জেলা জুড়ে এ নিয়ে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯১, জলঢাকা উপজেলায় ৫৭, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৪ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৬ জন।এ পর্যন্ত মৃত্যু বরন করেছেন ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে ভ্যান ছিনতাইয়ের উদ্যেশ্যেই চালককে কুপিয়ে হত্যা:সংবাদ সম্মেলনে এসপি

    নীলফামারীতে ভ্যান ছিনতাইয়ের উদ্যেশ্যেই চালককে কুপিয়ে হত্যা:সংবাদ সম্মেলনে এসপি

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে ছুরিকাঘাতে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যাটারী চালিত ভ্যানচালক হত্যার মুল রহস্য উৎঘাটন করেছে পুলিশ।

    ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ফজলে রাব্বি (২৪) ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন। নিহত জিয়াউর রহমান জেলা সদরের কচুকাটা ইউনিয়নের ভরতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

    শনিবার (২০ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম)।

    সংবাদ সম্মেলনে তিনি জানান, জিয়াউর রহমানের ব্যাটারী চালিত অটো ভ্যানটি ছিনতাইয়ের জন্য জেলার কিশোরগঞ্জ উপজেলার রূপালী কেসবা মাষ্টারপাড়া গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে ফজলে রাব্বিসহ পাঁচজন ব্যক্তি এ পরিকল্পনা করেন।

    পরিকল্পনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার(১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আনন্দ বাবুর পুল এলাকা থেকে ৩০০ টাকায় ভ্যানটি ভাড়া করেন পাঁচজন। পাঁচজনে ওই ভ্যানে করে রামনগর ইউনিয়নের বাহালীপাড়া পর্যন্ত যান। সেখানে পৌঁছে উপর্যপুরি ছুরিকাঘাত করে জিয়াউর রহমানকে সড়কের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করেন।

    এসময় জিয়াউর রহমানের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হত্যাকারীরা ভ্যানটি রেখে পালিয়ে যান।

    পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিয়াউর রহমানকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। রাতেই আশ পাশের থানাসহ হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমে পরলে ফজলে রাব্বি জলঢাকা উপজেলার পাঠানপাড়া বাজারে পুলিশের হাতে আটক হন।

    শুক্রবার(১৯ জুন) রাত আটটার দিকে ফজলে রাব্বি ঘটনার দায় স্বীকার করে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

    নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই শাহজাহান আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতেই নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতে লাশ উদ্ধার করে গত শুক্রবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, অপরাধীদের জন্য নীলফামারী হবে খুব খারাপ জায়গা এটাই আমরা বুঝাতে চাই। আমরা শুধু চার্জশীট নয়, তাদের শাস্তি নিশ্চিত করতে চাই। এজন্য আসামীর আদালতের জবানবন্দি নিশ্চিত করেছি।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোয়েন্দা পুলিশসহ সকল চেক পোষ্টকে সতর্ক করি। পুলিশ টিম তল্লাশী শুরু করে। ওই তল্লাসীতে সন্দেহভাজন হিসেবে ফজলে রাব্বি রাতেই আটক হয়। শুক্রবার রাত আটটার দিকে ফজলে রাব্বি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

    এর আগে তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আলামত সংগ্রহ করা হয়েছে। তার দেয়া তথ্য মতে অপর চারজনকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)রুহুল আমিন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ডিআইও-ওয়ান লাইছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ওসি কেএম আজমিরুজ্জামান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন