Tag: নীলফামারী

  • নীলফামারীতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

    নীলফামারীতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারী সদর উপজেলার রামনগর বাহালিপাড়া তিস্তা ক্যানেল এলাকায় জিয়া (৪০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার(১৯ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

    হত্যার শিকার জিয়া জেলা সদরের কচুকাটা ইউনিয়নের ভরতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

    নীলফামারী থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, স্থানীয়রা গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে খবর দেয় এক ইজিবাইক চালককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে।

    পরে পুলিশ সহ এলাকাবাসী জখম ও রক্তাত্ব অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

    এ ঘটনায় সন্দেহভাজন একজন কে পুলিশের অভিযানে আটক করা হয়েছে। জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে আরও ৮জন করোনা পজিটিভ, মোট আক্রান্ত ২৮৭

    নীলফামারীতে আরও ৮জন করোনা পজিটিভ, মোট আক্রান্ত ২৮৭

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় জেলায় নতুন করে আরও ৮ জন যুক্ত হয়েছেন।এ নিয়ে পুরো জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ২৮৭ জন।

    শুক্রবার(১৯ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে এ তথ্য পাওয়া গেছে।

    নতুন করে ৮ জন করোনা আক্রান্তদের মধ্যে জেলার সৈয়দপুর উপজেলায় ৩ জন রয়েছে। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর মেয়রের ছোট ভাই ও বাঁশবাড়ি মহল্লার এক যুবক।

    নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ার একজন, ডিমলা উপজেলা শহরের মেডিক্যাল মোড়ের একজন, খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়ার একজন, জলঢাকা উপজেলা শহরের মাথাভাঙ্গার একজন ও কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের এক নারী।

    উল্লেখ্য: এ নিয়ে পুরো জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৮৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৮৯, জলঢাকা উপজেলায় ৫৩, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৩৯, ডোমার উপজেলায় ৩৩ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যুবরন করেছেন ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • নীলফামারীতে নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত,মোট ২৩৪

    নীলফামারীতে নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত,মোট ২৩৪

    নীলফামারী প্রতিনিধি:করোনা আক্রান্তের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরো ৭ জন যুক্ত হয়েছেন।

    শুক্রবার(১২ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ৭ ও ৮ জুন প্রেরিত নমুনার তথ্যে এক বিজিবি সদস্য ও নির্বাচন অফিসের অফিস সহকারী, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সহ ৭ নীলফামারী জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য এসেছে।

    জেলায় এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ২৩৪ জন।

    দিনাজপুর হতে প্রেরিত ৭ জন আক্রান্তদের মধ্যে নীলফামারী পৌর শহরের কলেজপাড়ার সাবদার আলী (৭০) ৭ জুন নমুনা নেয়ার ৩ দিন পরে ১০ জুন সকাল ৭টায় নিজ বাড়িতে মারা যায়।

    নীলফামারী সদরে বিজিবি সদস্য ১ জন, পঞ্চপুকুর ইউনিয়নের হাজিপাড়ায় একজন, চড়াইখোলা ব্যাঙমারী কমিউনিটি ক্লিনিকের এক নারী স্বাস্থ্য কর্মী, ডিমলা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী ও তার স্ত্রী এবং কিশোরগঞ্জ উপজেলায় পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের ১ জন।

    এ নিয়ে করোনায় এ জেলায় ১২ জুন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন ও আইসোলেশনের চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে গৃহবধূ শারমিন হত্যার রহস্য উদঘাটন

    নীলফামারীতে গৃহবধূ শারমিন হত্যার রহস্য উদঘাটন

    নীলফামারী প্রতিনিধি:স্বামীর দাবি ছিল অভিমান করে তার স্ত্রী হাবিবা আক্তার শারমিন(১৯) বিষপান করে আত্মহত্যা করেছে। স্ত্রীকে বাঁচাতে নিয়েও এসেছিল নীলফামারী সদর জেনারেল হাসপাতালে তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শারমিনকে জরুরী ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা।

    খবর পেয়ে দিনাজপুরের বীরগঞ্জ থেকে ছুটে আসেন শারমিনের বাবা মা ও আত্মীয়স্বজনেরা। কিন্তু শারমিনকে নিয়ে রংপুর যাবার পথে নীলফামারী উত্তরা ইপিজেড এলাকা পার হতে না হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শারমিন। এ্যাম্বুলেন্সুটি পুনরায় সদর

    জেনারেল হাসপাতালের দিকে ফেরার পথে এ্যাম্বুলেন্স থেকে নেমে পালিয়ে যায় স্বামী মোমিনুল ইসলাম। জামাই পালিয়ে যাওয়ায় রহস্য দানা বাধে শারমিনের বাবার মনে। নীলফামারী জেনারেল হাসপাতালে মেয়ের লাশ ফিরে এনে তিনি নীলফামারী থানায় বিষয়টি অবগত করেন।

    পুলিশ ছুটে এসে সব কিছু জানার পর পুলিশ সুপারের দিক নির্দেশনায় থানা পুলিশ মাঠে নেমে পড়েন তদন্তে। ঘটনার ২৪ ঘন্টার মাথায় পুলিশের জালে আটক হন শারমিনের স্বামী দিনাজপুর জেলার খানসামা উপজেলার সীমানায়। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় শারমিনের শ্বশুড় লাল মামুদকেও।

    জিজ্ঞাসাবাদে যৌতুকের বকেয়া ৪০ হাজার টাকার জন্য বাবা ছেলে মিলে শারমিনের উপর প্রচন্ডভাবে শারিরিক নির্যাতন চালানোর কথা স্বীকার করেন তারা। শারমিনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় হাসপাতালে নিয়ে এসে কাহিনী সাজায় স্বামীর উপর অভিমান করে শারমিন বিষপান করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবা ও ছেলে সব কিছু স্বীকার করেন। এরপর পুলিশ তাদের বাড়ি হতে উদ্ধার করে শারমিনকে নির্যাতনের কাজে ব্যবহৃত খাটের রোলার, মাথায় আঘাত করা একটি স্টীলের বড় মগ। এ ভাবে বেরিয়ে আসে শারমিন বিষপানে নয় যৌতুকের বলি হবার কাহিনী।

    শুক্রবার(১২ জুন)দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম-পিপিএম) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরে বলেন, গত বুধবার(১০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা ও ছেলে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন।

    এ ঘটনায় শারমিনের বাবা হাবিল শেখ বাদী হয়ে ১০ জুন নীলফামারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    এদিন জেলার মর্গে শারমিনের লাশের ময়না তদন্ত করা হয়। লাশের সুরতহাল রিপোর্টে শরীরে নির্যাতনের অসংখ্য দাগ পাওয়া যায়।

    পুলিশ সুপার জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে শারমিনের বাবার বাড়ি। এক বছর আগে নীলফামারী সদরের খোকশাবাড়ি ইউনিয়নের সাবুল্লিপাড়া গ্রামে মোমিনুলের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের সময় যৌতুক ঠিক হয়েছিল এক লাখ ২০ হাজার টাকা। শারমিনের বাবা নগদ ৮০ হাজার টাকা প্রদান করলেও বাকী ৪০ হাজার টাকা প্রদান করতে পারেননি। দীর্ঘ দিনেও ৪০ হাজার টাকা না পাওয়ায় স্বামী ও শ্বশুড় শারমিনের উপর অমানবিক নির্যাতন শুরু করে। এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় ঘটনার দিন ৯ জুন দুপুর ১২টার দিকে। সে সময় শারমিনের হাত পা বেধে ছেলে ও বাবা শারিরিক নির্যাতন চালায় শারমিনের শরীরে।

    তিনি জানান,মামলার তদন্ত ও স্বীকারোক্তি সব পুলিশের কাছে রয়েছে। ময়না তদন্তের রিপের্ট হাতে পেলেই আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে প্রদান করা হবে।

    সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম, ওসি (তদন্ত) মাহমুদ-উন নবী ও ডিআইও ওয়ান লাইছুর রহমান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত, মোট ২২৩

    নীলফামারীতে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত, মোট ২২৩

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জেলায় লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ২৩ জন যুক্ত হয়েছেন এ সংখ্যায়।

    বৃহস্পতিবার (১১ জুন) জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে ৩ ও ৪ জুন প্রেরিত নমুনায় ২০ জন ও একই দিনগত রাত ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট হতে ৬ জুন প্রেরিত নমুনায় ৩ জন সহ একইদিনে মোট ২৩ জন জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

    এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২২৩ জন। বুধবার রাতে ঢাকা হতে প্রেরিত নমুনার তথ্যে ২০ জন করোনা আক্রান্তের মধ্যে ডিমলা উপজেলায় ১৬ জন রয়েছেন।

    তারা ডিমলার সদর ইউনিয়ন, খগাখড়িবাড়ির ইউনিয়ন, পশ্চিম ছাতনাই ইউনিয়ন, বালাপাড়া ইউনিয়নের বাসিন্দা।

    ডোমার উপজেলার ৪ জন শনাক্তদের মধ্যে রয়েছে চিলাহাটি সীমান্তের ভোগডাবুড়ির সাহা পাড়া, গোমনাতির ডাঙ্গা পাড়া ও ডোমার সদরের পাঙ্গামটকপুর ও পশ্চিম চিকন মাটি গ্রামের বাসীন্দা।

    দিনাজপুর হতে প্রেরিত ৩ জন পজেটিভের মধ্যে জলঢাকা উপজেলায় ২ জন ও সৈয়দপুর উপজেলায় ১ জন।করোনা শনাক্ত এলাকাগুলোকে উপজেলা প্রশাসন কড়া নজরদারির মধ্যে রেখে লকডাউন ঘোষনা করেছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এ পর্যন্ত করোনা শনাক্ত ২২৩ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন। আইশেলসনে চিকিৎসাধীন রয়েছে ১২৩জন।মৃত্যুবরন করেছেন ৪জন।

    জেলার ৬ উপজেলার মধ্যে করোনা শনাক্তদের মধ্যে নীলফামারী সদরে ৬৮, ডিমলা উপজেলায় ৪২, জলঢাকা উপজেলায় ৪১, সৈয়দপুর উপজেলায় ২৯, ডোমার উপজেলায় ২৭ ও কিশোরগঞ্জ উপজেলায় ১৫ জন রয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • কোটি টাকার চাল ও বস্তা চুরি:ডিমলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

    কোটি টাকার চাল ও বস্তা চুরি:ডিমলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

    মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডিমলা উপজেলার সরকারি খাদ্যগুদাম কর্মকর্তা হিমাংশু রায়ের বিরুদ্ধে প্রায় ১৯০ মেট্রিক টন সরকারি চাল ও ১৩ হাজার ৯৬৫টি ৫০কেজির বস্তা সহ প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাদ্য গুদামটির অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিমাংশু রায়কে সাময়িক বরখাস্ত করা হয় ও প্রথমে ডিমলা থানায় একটি সাধারন ডায়রি ও পরে তার বিরুদ্ধে মামলা করা হয়।

    জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি বিষয়টি নিশ্চিত করে জানান,২০১৯ সালের ১৪ জুনে ডিমলা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা হিসেবে যোগদান করেন হিমাংশু।যোগদানের পরপরই তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ওঠে।গত ২৪ মার্চ এসব অনিয়ম তদন্তে জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক (অঃদাঃ) মাহমুদ হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

    গত সোমবার (৮ জুন) সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে সেই কমিটি। তদন্তে অনিয়ম ও দুর্নীতিগ্রস্থ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশুর বিরুদ্ধে গুদামের সরকারি ১৮৯ দশমিক ২৭০ মেট্রিক টন চাল এবং ১৩ হাজার ৯৬৫টি খালি বস্তা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।যার বাজার মূল্য ৯৩ লাখ ৪৭ হাজার ৯শত ৭৮ টাকা(প্রায় কোটি টাকা)।সেদিনেই গুদাম সীলগালা করে দেয়া হয়।এর আগেও তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি খাদ্যগুদামে কর্মরত থাকাবস্থায় সেখানেও নানা অনিয়ম খাদ্যশষ্য আত্মসাতের সাথে জড়িত ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

    তদন্ত প্রতিবেদন পেয়ে গত সোমবার খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তদন্ত কমিটি পুনরায় ডিমলা সরকারি খাদ্যগুদামে গেলে ওই অভিযুক্ত খাদ্যগুদাম কর্মকর্তা পালিয়ে যাওয়ায় প্রথমে সাধারন ডায়রি (জিডি)নং-৩২০, তারিখ ৮/৬/২০২০ ও পরে তার বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদীশ চন্দ্র সরকার (অঃদাঃ) বাদী হয়ে মঙ্গলবার (৯ জুন) মামলা নং-৮,তারিখ ৯/৬/২০২০ইং দায়ের করে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

    ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ডিমলা খাদ্য গুদাম কর্মকর্তা হিমাংশু কুমার রায়ের বিরুদ্ধে মঙ্গলবার (৯ জুন) ৯৩ লাখ ৪৭ হাজার ৯শত ৭৮ টাকা মূল্যের সরকারি চাল ও খালি বস্তা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদীশ চন্দ্র সরকার একটি মামলা করেন।আমরা মামলা রুজু করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্য্যালয় রংপুরে পত্র প্রেরন করেছি।

    এদিকে স্থানীয়দের দাবি অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা হিমাংশু রায়কে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে ও তদন্ত পুর্বক উক্ত গুদামের আরও কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারী ঘটনার সাথে জড়িত রয়েছে কি-না তা সহ যারা সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গুদামে অসৎ উপায়ে ব্যবসা করে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে আসছেন তাদেরও শনাক্ত করে দৃস্টান্তমুলক আইনি ব্যবস্থা গ্রহন করা হলে তবেই সরকারি খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি তুলনামুলক ভাবে কমবে।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • নীলফামারীতে নারী ভাইস চেয়ারম্যান ও তার মেয়ে সহ আরো ৩ জনের করোনা শনাক্ত

    নীলফামারীতে নারী ভাইস চেয়ারম্যান ও তার মেয়ে সহ আরো ৩ জনের করোনা শনাক্ত

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জেলায় নারী ভাইস চেয়ারম্যান ও তার মেয়ে সহ নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    ৩৪টি নমুনা সংগ্রহ করে পাঠানোর দীর্ঘ ৭ দিন পর সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট থেকে প্রেরিত তথ্য পেয়ে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

    এই তথ্যে জেলা সদরের উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান সান্তনা চক্রবর্তী ও তার ১৪ বছরের মেয়ে এবং জেলা শহরের একটি পেট্রোলপাম্পের ৫৩ বছরের ব্যক্তি মিলে তিনজন করোনা পজেটিভ।

    এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জন। এর মধ্যে জেলা সদরে ৬০,সৈয়দপুরে ২৭,ডোমারে ২৩, জলঢাকায় ২০,ডিমলায় ১৭ ও কিশোরগঞ্জে ১২জন।

    মুত্যুবরন করেছেন ৪ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

    বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন,নারী ভাইস চেয়ারম্যান সহ নতুন করে আরও তিনজন করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • বিয়ের ৫ মাসেই শ্বশুরবাড়িতে লাশ হলেন নববধূ

    বিয়ের ৫ মাসেই শ্বশুরবাড়িতে লাশ হলেন নববধূ

    নীলফামারী প্রতিনিধির:বিয়ের মাত্র সাড়ে ৫ মাসে শ্বশুড়বাড়িতে লাশ হলো নববধূ শম্পা রানী।

    রবিবার (৭ জুন)স্বামী অনিবাশ চন্দ্র সরকারের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হিন্দুপাড়া থেকে ওই নববধূর লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল।

    শম্পা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বাসুদেব পাড়া গ্রামের জোতিষ চন্দ্র দাসের মেয়ে। স্বামী অনিবাশ চন্দ্র সরকার কুড়িগ্রামে ব্র্যাকে কর্মরত। সে বাবা মায়ের পছন্দে শম্পাকে বিয়ে করলেও তার কর্মস্থলে স্ত্রীকে নিয়ে যায়নি।

    শম্পার শ্বশুড় সতিষ চন্দ্র সরকার জানান শনিবার রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে আগুন লাগে। আগুনে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। রাত আনুমানিক দেড়টার সময় পুত্রবধু শম্পা অসুস্থ্য হয়ে পড়লে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

    খবর পেয়ে শম্পার বাবা জোতিষ চন্দ্র দাস ও আত্নীয়স্বজনরা এসে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ তুলে সৈয়দপুর থানায় খবর দেয়।

    নিহত শম্পার বাবা জানান,মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ফেলে বাড়িতে আগুন লাগার নাটক করেছেন। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই ।

    শম্পার মামা অভিজিৎ দাস মিঠু বলেন, বাড়িতে আগুন লাগার যে ঘটনা তারা উল্লেখ করছেন সেটা যে সাজানো তা আগুনে পোড়া ঘরের দৃশ্য দেখলেই বোঝা যায়। বলা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু তাতে ঘরের নিচের অংশে কোন কিছুুই পুুড়ে নাই। শুধুমাত্র উপরের চালের কাঠ ও টিন পুুড়ে গেছে। এমনকি ঘরের অন্যান্য জিনিষপত্র সামান্যতম ক্ষতিগ্রস্থও হয়নি। মুলতঃ তারা সন্ধ্যা রাতেই শম্পাকে র্নির্যাতন করে মেরে ফেলেছে। পরে ঘটনা ধামাচাপা দিতে আগুনের নাটক করে। তারা মামলা না করার জন্য সালিশ বৈঠকের জন্য চাপ দিচ্ছে। অথচ বিয়ের সময় আমরা মেয়ের সুখের জন্য নগদ ৭ লাখ টাকা, ২ লাখ টাকা মূূল্যের স্বর্নালংকার ও ১ লাখ টাকার আসবাবপত্র প্রদান করা হয় ছেলে পক্ষকে। এরপরেও আমাদের মেয়ের লাশ দেখতে হলো! আমরা টাকার বিনিময়ে মিমাংসা নয়, এ্ই হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

    সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, নিহত গৃহবধূর বাবার লিখিত অভিযোগ পেয়েছি।রবিবার বিকেলে শম্পা রানীর মরদেহ লাশ জেলার মর্গে ময়না তদন্ত করা হয়। ময়না তদন্তের রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে নতুন করে আরও ৬ জন সহ মোট করোনা আক্রান্ত ১৫৩

    নীলফামারীতে নতুন করে আরও ৬ জন সহ মোট করোনা আক্রান্ত ১৫৩

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জেলায় নতুন করে ২ জিআরপি পুলিশ সদস্য সহ আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    বুধবার (৩ জুন)রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।

    এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৩ জন।

    জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরিত ৩০ মের নমুনা পরীক্ষায় বুধবার সন্ধ্যায় জেলার সৈয়দপুর উপজেলা শহরে দুই জিআরপি পুলিশ সহ ৪ জন, জেলা সদরে ১ ও কিশোরগঞ্জ উপজেলায় ১ জন সহ ৬ জনের করোনা পজিটিভ তথ্য আসে।

    উল্লেখ্য:- এ নিয়ে জেলার ৬ উপজেলায় ১৫৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে জেলা সদরে ৫৪,সৈয়দপুরে ২৭, ডোমারে ২৩, জলঢাকায় ২০,ডিমলায় ১৭ ও কিশোরগঞ্জে ১২ জন।

    মৃত্যুবরন করেছেন ৪ জন এবং চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • ডোমারে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

    ডোমারে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডোমার উপজেলায় যুবক জাকিরুল হত্যা মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

    মঙ্গলবার(২ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    এর আগে সোমবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতাকৃতরা হলেন-ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা আন্ধারুর মোড় এলাকার আন্ধারু কর্মকারের ছেলে কমল কর্মকার (৩০) ও ছোটরাউতা ফকির পাড়ার ওবায়দুলের ছেলে রাশেদ (২০) ।

    ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান (পিপিএম বিপিএম) স্যারের নির্দেশে জাকিরুল হত্যা মামলায় সন্দেহমূলক ভাবে অটোচালক রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে সে হত্যার কথা স্বীকার করে বিভিন্ন তথ্য দেয়। তার তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কমলের বাড়ি হতে কমলকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। জাকিরুলকে হত্যা করে ডোবায় লাশ ফেলার কাজে ব্যবহৃত একটি অটো-রিকশা উদ্ধার করা হয়েছে।

    উল্লেখ্য:- গত ১০ মে উপজেলার পূর্ব বোড়াগাড়ী এলাকায় একটি পরিত্যাক্ত ডোবা হতে জাকিরুল ইসলাম বাচ্চাবাউ (২৫) নামের অর্ধ গলিত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের এক সপ্তাহ আগে হতে জাকিরুল নিখোঁজ ছিল। এতে জাকিরুলের বাবা আব্দুল গনি লাশ উদ্ধারের দিনেই একটি হত্যা মামলা দায়ের করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

     

  • নীলফামারীতে আরও ১৭ জন সহ মোট আক্রান্ত ১৪৭

    নীলফামারীতে আরও ১৭ জন সহ মোট আক্রান্ত ১৪৭

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    সোমবার (১জুন) রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৭ জন।

    জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষাগারে নমুনা পরিক্ষার রিপোর্টে জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের তথ্য আসে।

    নতুন করে ১৭ জন আক্রান্তদের মধ্যে জেলার জলঢাকা উপজেলায় ৭ জন, সৈয়দপুর উপজেলায় ৫ জন,ডোমার উপজেলায় ৪ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৪৭ রোগীর মধ্যে জেলা সদরে ৫৩,সৈয়দপুরে ২৩, ডোমারে ২৩,জলঢাকায় ২০, ডিমলায় ১৭, কিশোরগঞ্জে ১১ জন রয়েছেন ।আক্রান্তদের মধ্যে ডোমার ও জলঢাকার দুই রোগী পলাতক রয়েছেন।মৃত্যু বরন করেছে এক নারী সহ তিনজন।সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে তামাকমুক্ত দিবস পালিত

    নীলফামারীতে তামাকমুক্ত দিবস পালিত

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘তামাক কোম্পানীর কুট চাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও’।

    রবিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলা পরিসদের সম্মেলন কক্ষে এই উপলক্ষে একটি আলোচনা সভা ও টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

    এসময় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আল আমিন রহমান।

    প্রশিক্ষক আল আমিন রহমান জানান, চলতি বছরে ৬২ টি অভিযোগের প্রেক্ষিতে ১১৫টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৪৫ হাজার টাকা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. রাসেবুল হোসেন।

    সদস্য সচিব জানান, বর্তমানে করোনা ভাইরাসের কারনে বৈশ্বয়িক মহামারি চলছে। তাই ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশী। ইদানিং বাংলাদেশের কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুন তরুনীদের বিশেষ সিগারেট ব্যান্ডের রঙের মোহনীয় পোষাক পড়ে আকৃষ্ট করার কৌশল লক্ষ করা যাচ্ছে। তাই অভিনব কায়দায় কোম্পানীর তামাকজাত দ্রব্য ব্যবহারের প্রচার প্রচারনা বন্ধ করা আমাদের সকলের চ্যালেন্স। এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

    এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান বদিউজ্জামান জামান, চেয়ারম্যান হবিবর রহমান, আব্দুর রউফ চৌধুরী, শাহাজান চৌধুরী, আমিনুর রহমান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন