Tag: নেতৃত্ব

  • আন্ডারওয়ার্ল্ডে নেতৃত্ব দিতে ঢাকায় আসে শাকিল

    আন্ডারওয়ার্ল্ডে নেতৃত্ব দিতে ঢাকায় আসে শাকিল

    ক্যাসিনো বিরোধী অভিযানে যখন রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা শুরু হয়েছে ঠিক তখনই রাজত্বকরতে দুবাই থেকে উড়ে এসেছিলো শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম শাকিল।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে একথা জানান গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

    সারওয়ার বিন কাশেম বলেন, শাকিল চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে। মূলত তার দেশে আসার উদ্দেশ্য হলো শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশ ও সহযোগিতায় বাংলাদেশে তার সন্ত্রাসী কার্যক্রম নতুন করে প্রতিষ্ঠা করা। রাজধানী ঢাকার আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দেওয়া।

    প্রথমে এই উদ্দেশে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তি হন। ভর্তির উদ্দেশ্য ছিল হাসপাতালের কোন অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া।

    র‍্যাবের এই গোয়েন্দা শাখার পরিচালক বলেন, গতকাল ভোর রাত পাঁচটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। শাকিল একটি সিএনজিতে যাচ্ছিল। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে দেখা যায় সে শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম শাকিল।

    জিসান গ্রেফতার হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে সারওয়ার-বিন-কাশেম বলেন, আমরা ইন্টারপোলের মাধ্যমে জানতে পেরেছি জিসানকে গ্রেফতার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে তা চলমান।

    দুবাইতে শাকিলের সকল ব্যবসার মূলহোতা ছিল জিসান। তাহলে জিসান গ্রেফতার হিয়েছে কিনা তা শাকিলই ভালো বলতে পারবে। এ ব্যাপারে আপনারা কি শাকিলকে জিজ্ঞাসাবাদ করেছেন কি-না? এ বিষয়ে আমরা তার কাছ থেকে স্পষ্ট কোনও ধারণা পায়নি।

    জানা যায়, ২০১৬ সালের জুন মাসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক রাজীব হত্যার এজাহারে নাম আসার চারদিন পরে শাকিল চীনে চলে যায়। ২০১৭ সাল পর্যন্ত তিনি বসবাস করে এবং কার্গো সার্ভিস কাজ করে। ২০১৮ সালে চীন থেকে দুবাই চলে যায় এবং ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত দুবাই ছিল। আর সেখানেই জিসানের সঙ্গে তার পরিচয় হয়।

  • শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশে উন্নয়ন হচ্ছে : নূর

    শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশে উন্নয়ন হচ্ছে : নূর

    নীলফামারী জেলা শহরের পাঁচমাথা মোড় থেকে পঞ্চপুকুর বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পাকা সড়ক সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। এতে ওই সম্প্রসারন কাজের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৮১৪ টাকা।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চপুকুর বাজারে ফলক উম্মোচন করে কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

    এসময় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘উন্নয়ন হয়েছে, আরো হচ্ছে। সেটি নির্দিষ্ট কোন এলাকার নয়, গোটা দেশের উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়নের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।তাঁর সঠিক পরিকল্পনা এবং নেতৃত্বের কারণে দেশে এসব উন্নয়ন সম্ভব হচ্ছে।

    আগে স্কুল কলেজে পড়ার জন্য গ্রাম থেকে শহরে যেতে হতো। এখন গ্রামেই স্কুল কলেজ হয়েছে। এখন আর এমএ পড়ার জন্য ঢাকা, রাজশাহী যেতে হয়না। শহরের যে কোন বড় কলেজে এমএ পড়ানো হচ্ছে।’

    তিনি বলেন,‘আজকে আমরা যেমন ভালো আছি, ‘আমাদের সন্তানেরা যেন এর চেয়ে আরো বেশী ভালো থাকতে পারে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই।’

    উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলমেণ্ট প্রজেক্টের আওতায় ৬ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৮১৪ টাকা ব্যয়ে ওই কাজটি করছেন জেবিসি এন্ড ইসলাম ব্রাদার্স নামের জয়েন্টভেন্সার ঠিকাদারী প্রতিষ্ঠান।

    ওই প্রকল্পের আওতায় শহরের পাঁচ মাথা থেকে পঞ্চপুকুর বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পাকা সড়কটি ১২ ফিট প্রসস্ত থেকে ১৮ ফিটে উন্নীত হবে। গত মাসের শেষ সপ্তাহে ঠিকাদারী কার্যাদেশ দেওয়া হয়েছে। ২০২০ সালের মার্চ মাসের মধ্যে কাজটি শেষ হবে।

    পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধনী সভায় সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকার প্রমুখ।