Tag: নেত্রকোনা

  • নেত্রকোনায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩

    নেত্রকোনায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩

    নেত্রকোনায় ট্রাকের সাথে মাছবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাগড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাছ ব্যবসায়ী গাছতলা গ্রামের রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক আবুচান। এসময় গাড়ীতে থাকা অপর একজন আহত হন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপভ্যান ঢাকার উদ্যেশে ছেড়ে আসে। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার বাগড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়।

    এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া মারা যায়। গুরুতর আহত পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অপরজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

    নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহত দুজনের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে ও অপর লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পর নিহতদের নিজ নিজ স্বজনদের নিকট লাশ বুঝিয়ে দেয়া হবে বলে জানান ওসি।

    এন-কে

  • নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হলেন ওসি

    নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হলেন ওসি

    অবশেষে আদালতের নির্দেশে নিজের বিরুদ্ধেই মামলা নিতে বাধ্য হলেন নেত্রকোনার কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান।

    কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতের নির্দেশে এ মামলা দায়ের হয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তা খালিয়াজুরী সার্কেল ও কেন্দুয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন জানান, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, অন্যায় আটক করে খুনের উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম, মানহানি এবং হেফাজতে নির্যাতন করার অপরাধ অভিযোগে গোলাম মোস্তফা বাদী হয়ে নেত্রকোনার কেন্দুয়া আমলি আদালতে মামলা করেন।

    আদালতের বিচারকের নির্দেশে মঙ্গলবার কেন্দুয়া থানায় মামলাটি দায়ের হয় (মামলা নং-০৯ তারিখ-৮/৯/২০২০)।

    মামলার বিবরণে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ওসি রাশেদুজ্জামানের বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করায় তিনি মামলার বাদী গোলাম মোস্তফাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এর জেরে গত ৪ জুন রাতে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে ওসি একটি সালিশে ঢুকে গোলাম মোস্তফাকে আটক করেন।

    পরে সালিশস্থলে কিছু তাস ছড়িয়ে ছিটিয়ে জুয়া খেলার ছবি তুলে ঘটনাস্থলে থাকা ৮ জনকে থানায় নিয়ে যান ওসি। ওসি সেদিন রাতে গোলাম মোস্তফাকে হেফাজতে রেখে মারপিট এবং পায়ুপথে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করে।

    পরবর্তীতে জুয়া আইনে আদালতে সোপর্দ করলে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন যুবলীগের ওই নেতা। করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ হয়ে যাওয়ায় তখন মামলা করতে না পারার কথা আদালতকে জানান মামলার বাদী।

    মামলার তদন্ত কর্মকর্তা ও খালিয়াজুরী সার্কেল এবং কেন্দুয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন বলেন, মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। নিরপেক্ষতা এবং দক্ষতার সঙ্গে মামলার তদন্ত সম্পন্ন করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নেত্রকোনায় ট্রলার ডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

    নেত্রকোনায় ট্রলার ডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

    নেত্রকোনার কলমাকন্দা উপজেলায় গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৬ জন।

    বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। কলমাকন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সুনামগঞ্জের মধ্যনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি নেত্রকোনার ঠাকুরাকোনর উদ্দেশে রওয়ানা দেয়। কলমাকন্দার রাজনগর এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ছিল বলে জানান তিনি।

    তিনি আরও জানান, স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নেত্রকোনায় হাওরে নৌকাডুবিতে ১৭ লাশ উদ্ধার

    নেত্রকোনায় হাওরে নৌকাডুবিতে ১৭ লাশ উদ্ধার

    নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

    বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনে হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলো দুই বোন লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। তারা চরশিরতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে।

    অন্যদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন উচিতপুরে ঘুরতে আসেন।

    পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

    মদন থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, মদন উপজেলার পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুর হাওরে নৌকাডুবিতে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। চারজন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

    তিনি বলেন, ময়মনসিংহ শহরের একটি মাদ্রাসার শিক্ষার্থী–শিক্ষকেরা উচিতপুরের হাওরে ঘুরতে যান। উচিতপুর ঘাটে বুধবার বেলা দুইটার দিকে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সেখান থেকে বেলা তিনটা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পিকনিক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

    পিকনিক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

    নেত্রকোনার দুর্গাপুরে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জনের মতো। তাদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।

    শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে আরশাদুল (১৪), ইয়াসিন (৮) ও হৃদয় মিয়া (১৫) নামে তিনজন ছাত্রের নাম শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর এলাকায়। নিহতরা গৌরীপুরের হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থী।

    অপরদিকে দুর্গাপুর হাসপাতাল থেকে গুরুতর আহতদের ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদের মধ্যে শাহীন (১৬), আল আমিন (১৬) মাহবুব (১৭) এর অবস্থা আশষ্কাজনক। আহতদের মধ্যে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

    দুর্গাপুর সার্কেল এর এএসপি মাহমুদা শারমিন নেলী জানান, শনিবার দুপুরে গৌরীপুর থেকে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪৫ জনের মতো শিক্ষার্থী দুর্গাপুরের বিজয়পুর সাদা মাটি পাহাড় দেখতে আসে। পরে তারা সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল।

    রাত সাড়ে আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে বালু নিতে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন এবং ময়মনসিংহ নেয়ার পথে আরও ২ জন মারা যায়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

    এএসপি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার পর ওই সড়কে তীব্র যানজট লেগে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখে।

  • প্যানেল মেয়র ইয়াবা ও ২ সহযোগীসহ আটক

    প্যানেল মেয়র ইয়াবা ও ২ সহযোগীসহ আটক

    নেত্রকোনার মদন পৌরসভার প্যানেল মেয়রসহ দুই মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ।

    শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- প্যানেল মেয়র মো. ফয়সাল খান, যুবলীগ নেতা ও সাত মাদক মামলার আসামি সুজন।

    মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, শনিবার রাতে বাদক ব্যবসায়ী সুজন ও ফয়সালকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার নেত্রকোনার কোট হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।