Tag: নোয়াখালী

  • বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

    বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

    ২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে নির্যাতন করেছে কয়েকজন দুর্বৃত্ত। সম্প্রতি উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    নির্যাতনের সময় ধারণ করা সেই ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি প্রকাশ্যে আসে।

    জানা গেছে, ৩২ দিন আগে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। ফলে পুরো ঘটনা থেকে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে।

    এদিকে এ ঘটনার একটি ভিডিও জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেনের নজরে আসলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

    এসপি আলমগীর হোসেন জানান, পুলিশ নির্যাতিতাকে তার বাবার বাড়ি থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে। তিনি জানিয়েছেন, ৩০-৩২ দিন আগে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশের পাঁচটি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে।

    স্থানীয়রা জানায়, গত ২ সেপ্টেম্বর উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

    তাদের অভিযোগ, ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। ভয়ে তিনি এবং তার পরিবার এ নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। তাই ঘটনার ৩২ দিন অতিবাহিত হলেও ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করতে পারেনি।

    বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত আবদুর রহিমকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    ২৪ ঘণ্টা/আবরার

  • করোনায় আক্রান্ত নারী চিকিৎসকের সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ!

    করোনায় আক্রান্ত নারী চিকিৎসকের সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ!

    করোনাভাইরাসে আক্রান্ত নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় এক কমিউনিটি মেডিকেল অফিসার ফেজবুকে গত ৩ জুলাই আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন

    এরপরই প্রশাসনসহ সচেতন মহল তাকে সাহায্যে এগিয়ে যায়।

    উপজলার রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্ব পালনকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. কাউছার জাহান মনি করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছেন।

    এ অবস্থায় তার বাড়িতে খাবার পানি দেয়ার কাজে নিয়োজিত গৃহপরিচারিকাও এখন আর তার ঘরে (ডা. মনি) পানি দিতে যান না। তীব্র পানীয় জলের সংকটে পড়েন ওই চিকিৎসক পরিবার।

    কারণ প্রতিবেশীরা চিকিৎসক মনির বাড়িতে খাবার পানি সরবরাহকারী নারীকে পানি সরবরাহ করতে নিষেধ করেছেন। প্রতিবেশীদের ধারণা, তারাও এতে করোনায় আক্রান্ত হবেন।

    অসহায়ত্বের কথা তুলে ধরে ফেইজবুকে আবেগঘণ স্ট্যাটাস দেন ডা. মনি। পাঠকদের উদ্দেশ্যে ওই স্ট্যাটাসটি তুলো ধরা হলো :

    এক কলসি পানির দাম কত…..!!! এই মুহুর্তে মেলা দামি জিনিস এই এক কলসি বিশুদ্ধ খাবার পানি। পানি শেষ গেলে টেনশানে মাথা খারাপ হয়ে যায়।

    পানি এনে দেবে কে? আমার কাজের সাহায্যকারিনী প্রতিদিন পাশের বাড়ি থেকে পানি এনে দিতো। এখন তাকে ফোন দিতে দিতে ক্লান্ত, আমার ফোন আর ধরে না।

    বহুবার ফোন দেয়ার পর সে ফোন ধরে কাঁদো কাঁদো হয়ে বলে, আপা সন্ধ্যায় লুকায়া পানি এনে বাসার নিচে রেখে যাবো। আমাদের পানি এনে দেয় বলে তাকে নাকি বাড়ির লোক আর পাড়া প্রতিবেশী হেনস্তা করছে।

    মারধরেরও হুমকি-ধামকি দিচ্ছে…. ওফ… কী ভয়ানক অবস্থা। প্রিয় ভাইবোন, পাড়া-প্রতিবেশী, আমি কভিড-১৯ কে ভালোবেসে নিমন্ত্রণ জানিয়ে শরীরে নিয়ে আসিনি।

    আপনাদেরই কেউ অসুস্থ অবস্থায় সেবা নিতে এসে আমাকে মারণব্যাধী দিয়ে গেছেন। অফিসটাইম শেষ হওয়ার পরও, পিপিই খুলে ফেলার পরও আবদার করে আপনারা পাড়া-প্রতিবেশীরাই আসেন সেবা নিতে।

    হাজারবার বলার পরও মাস্ক না পরে কোন স্বাস্থ্যবিধি না মেনে আল্লাহর দোহাই দিয়ে আপনারাই রোগে শোকে আসেন। কেউ বলতে পারবেন, কোনদিন কাউকে ফিরিয়ে দিয়েছি?

    শোনেন, এই দুনিয়ায় সবকিছু ফেরত আসে। আল্লাহর দয়ায় যদি সুস্থ হয়ে আবার ফিরে আসি আমি কিন্তু আবারও আপনাদের সেবা দেবো, সেটা সময়ে অসময়ে যখনই হোকনা কেন। পরিশেষে এভাবে বলার জন্য কেউ যদি কষ্ট পান, মাফ করে দিয়েন। কোনও অভিযোগও নেই, শুধু এইটুকু বলি কষ্ট পেয়েছি ভীষণ।

    স্ট্যাটাসটি নজরে পড়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছের ব্যাক্তি সাবেক ছাত্রলীগ নেতা নুরুল করিম জুয়েলের।

    তিনি আমেরিকায় অবস্থান করলেও তার ছোট ভাইকে দিয়ে ডা. কাউছার জাহান মনির বাড়িতে শনিবার পানীয় ও ফলমুল পাঠিয়েছেন।

    একই সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, ওসি তদন্ত রবিউল হক ছুটে যান ডা. কাউছার জাহান মনির বাড়িতে।

    তারা তার স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সমাজ সেবক ও ব্যবসায়ী খাজা নজরুলও স্ট্যাটাসটি দেখে ডা. কাউছার জাহান মনির জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠিয়েছেন এবং খোজঁ-খবর নিয়েছেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনও আগা নেই, মাথা নেই : সাংসদ একরামের সেই ভিডিও ভাইরাল

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনও আগা নেই, মাথা নেই : সাংসদ একরামের সেই ভিডিও ভাইরাল

    নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী দেশের স্বাস্থ্যখাত নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

    এখানে তিনি আক্ষেপ নিয়ে কিছু কথা বলেছেন, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। করোনায় এক কর্মীর মৃত্যুর পর তিনি এই ভিডিও বার্তা দেন।

    তিনি বলেন, ‘সরকার ঘোষণা করলো নোয়াখালীকে ১০টা আইসিইউ দেবে, এটার কোনো আওয়াজ নাই দেখি।

    আসলে এ ডিপার্টমেন্টটা কে চালাচ্ছে।

    আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাান্ডিং কমিটির মেম্বার, কিন্তু আমার কাছেই মনে হলো এটা আজগুবি ডিপার্টমেন্ট (বিভাগ)। এটার কোনও আগা নেই, মাথা নেই।

    https://m.facebook.com/story.php?story_fbid=2612391595692300&id=100007644556644

    তিনি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলেন, ‘মন্ত্রণালয় চালাতে তীক্ষ্ণ বুদ্ধি লাগে।

    শুধু অর্থনীতির দিকে তাকালে হবে না, পকেট ভারীর দিকে তাকালেও হবে না। কি করবো এই টাকা দিয়ে কবরেতো নিয়ে যেতে পারবো না। আমি ডিসি সাহেবকে বললাম অক্সিজেনসহ দশ বেডের সাময়িক ব্যবস্থা করতে, টাকা যা লাগে আমি দেব। ’

    অশ্রুসিক্ত চোখে সংসদ সদস্য একরাম আরও বলেন, চারিদিকে মৃত্যু। প্রথমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, পরে ধর্ম প্রতিমন্ত্রী, এরপর সিলেটের সাবেক মেয়র চলে গেলেন।

    মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। এখন আর চোখে পানি আসে না! আল্লাহ্ তুমি তোমার বান্দাদের জানাবে না, কবে এই মৃত্যুর মিছিল শেষ হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইয়াবা সেবনের অপরাধে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

    ইয়াবা সেবনের অপরাধে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে আটক করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিম (২৪)।

    ইয়াবা সেবনের অপরাধে সরঞ্জামাদিসহ রবিবার বিকেলে তাকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে ৩ মাসের সাজা প্রদান করেন।

    উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম একই উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

    ওয়াসিমের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) সুপ্রভাত চাকমা। এদিকে এ অপরাধের দায় ছাত্রলীগ নেবে না উল্লেখ করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, তার (সাজাপ্রাপ্ত ওয়াসিম) অপরাধের দায় সে নিজেই বহন করবে।

    ২৪ ঘণ্টা/আর এস

  • বেগমগঞ্জে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

    বেগমগঞ্জে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

    নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও পূর্ব শক্রতার জেরে ধাওয়া পাল্টা ধাওয়া, সংষর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। ইউনিয়ন আওলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ গ্রুপ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

    সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের আমানউল্লাপুর বাজার সংলগ্ন পালোয়ান বাড়ির সামনে এ সংষর্ষের ঘটনা ঘটে।

    সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। আহত এবং গুলিবিদ্ধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদের অনুসারী।

    গুলিবিদ্ধরা হলেন- আমান উল্যাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে পারভেজ (২৭), ৪নং ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের সফি উল্যাহর ছেলে মিজানুর রহমান পলাশ (২৬), ৮নং ওয়ার্ডের জয়নারায়ণপুর গ্রামের আবু ছায়েদের ছেলে হৃদয় (২২), ৮নং ওয়ার্ডের পশ্চিম জয়নারায়ণপুর গ্রামের নওশাদ ভূঞা’র ছেলে মো. নিশাত (২৫)।

    বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গুলিবিদ্ধ ৪ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির গ্রুপের কর্মী।

    স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনের অনুসারীরা ১৫-২০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে খোকনের বাড়ি যাওয়ার পথে সভাপতি আরিফুর রহমান মাহমুদের অনুসারীরা পেছনের কয়েকটি মোটরসাইকেলকে বাধা দেওয়ার চেষ্টা করে।

    একপর্যায়ে সাধারণ সম্পাদকের অনুসারীরা মোটরসাইকেলের বহর থেকে আরিফুর রহমান মাহমুদে অনুসারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ৪ জন গুলিবিদ্ধ এবং সবমিলিয়ে অন্তত ৯ জন আহত হয়। এ সময় আরিফুর রহমান মাহমুদের অনুসারীরা পাল্টা ধাওয়া করলে সাধারণ সম্পাদকের অনুসারীরা ২টি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চৌমুহনীকে রেড জোন ঘোষণা

    চৌমুহনীকে রেড জোন ঘোষণা

    নোয়াখালী জেলার বেগমগঞ্জে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী ও অন্যদের সাথে সভা করে চৌমুহনী শহরকে রেড জোন ঘোষণা করে এবং ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

    মাহমারী করোনা ভাইরাসের প্রকোপ আরম্ভ হওয়ার পর থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিলেও চৌমুহনী শহরে তা তেমন কার্যকর করা যায়নি। ব্যাপকহারে দোকানপাট খোলা ছিল। জনচলাচল স্বাভাবিক ছিল। লকডাউন বা স্বাস্থ্যবিধি মানার কোন বালাই ছিল না। প্রশাসন কাঁচা বাজার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করলেও দোকানদাররা ২/৩ দিন পরে পূর্বের স্থানে চলে আসে।

    তাছাড়া বিভিন্ন গলির দোকানগুলিও ছিল স্বাভাবিক। এতে শহরের মাছ বাজার, কালীতলা রোড, দক্ষির বাজার, কলেজ রোড, ফেণী রোড, গনিপুর, হাজীপুর, বিসমতকরিমপুর,নরোত্তমপুর, নাজিরপুর, করিমপুরসহ শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। বেগমগঞ্জ উপজেলা ১৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। তার মধ্যে ৮০ জনই চৌমুহনী শহরে।

    বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, অসীম কুমার দাস জানান, বেগমগঞ্জে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়ানোর একমাত্র কারণ, চৌমুহনী শহরে লকডাইন অমান্য করে ও স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাচল। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চৌমুহনীর সকল দোকানপাট বন্ধ করে দেওয়া ছাড়া কোন পথ খোলা ছিল না।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে ৬ পুলিশসহ আরও ১২ জনের করোনা শনাক্ত,নোয়াখালী ৩

    চট্টগ্রামে ৬ পুলিশসহ আরও ১২ জনের করোনা শনাক্ত,নোয়াখালী ৩

    ২৪ ঘণ্টা ডট নিউজ :::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২১৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১২ জন এবং নোয়াখালী জেলায় ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে করোনা শনাক্তের আগেই একজন মারা গেছেন।

    এছাড়া আজ প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ টি নমুনা পরীক্ষা করা হয় তবে এতে কারো করোনা শনাক্ত হয় নি।

    শনিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৯টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ২১৯ জন।

    চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ঠিকানায় ৮ জন রয়েছেন। তাদের মধ্যে খুলশী থানার একজন এএসআই রয়েছেন। এছাড়া দামপাড়া পুলিশ লাইন্সের চারজন কনস্টেবলও আছেন। আক্রান্তের তালিকায় একজন ট্রাফিক সার্জেন্ট ও তার স্ত্রী এবং ভাইয়েরও করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া নেভাল হাসপাতাল গেইট পুরুষ ৩২, ঈদগা বড় পুকুর পাড় মহিলা বয়স ৩৫ এবং নয়াবাজার হালিশহর পুরুষ বয়স ৫৬।

    নতুন শনাক্তদের মধ্যে নয়াবাজার হালিশহর এলাকার ব্যক্তি বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে গতকাল শুক্রবার রাতে মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

    জেলার একজন সীতাকুণ্ড উপজেলার কালুশা নগর পুরুষ বয়স ২৫।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের  ইতিমধ্যে ১৭ মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • প্রকাশ্যে কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা করল কিশোর গ্যাং

    প্রকাশ্যে কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা করল কিশোর গ্যাং

    নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে পিটিয়ে শেখ জাহেদ (১৮) নামে এক কোরআনে হাফেজকে হত্যা করেছে। এ ঘটনায় মো. ওমর (১৮) নামে আরও একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (০৮ মে) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ের ২নং ওয়ার্ডের কেজি রোডে এ ঘটনা ঘটে।

    পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

    সে ওই ওয়ার্ডের মুহরীরটেক এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মো. রফিক উল্যার ছেলে। নিহত জাহেদ একজন কোরআনে হাফেজ এবং ইলেট্রিক মিস্ত্রী ছিল।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে আবু জাহেদের সঙ্গে স্থানীয় হৃদয় নামে এক কিশোরের বিরোধ চলছিল। শুক্রবার রাতে জাহেদ বন্ধুদের সঙ্গে মুহরীরটেক এলাকার একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে হৃদয়ের সঙ্গে জাহেদের বাগবিতণ্ডা হয়।

    পরে হৃদয় চা দোকান থেকে বের হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর হৃদয়, অপু, আমির হোসেনসহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য জাহেদ ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জাহেদের অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহতের মামা রেজাউল হক সোহাগ জানান, পূর্ব শক্রতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন, নূর হোসেন, রাসেদ, হৃদয়, অপুসহ ১৫ থেকে ২০ জন প্রকাশ্যে পিটিয়ে জাহেদকে হত্যা করে।

    এ ছাড়াও আগে থেকে হামলাকারী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

    ২৪ ঘন্টা/এম আর

  • চট্টগ্রামে ৩,নোয়াখালীতে ৩,লক্ষ্মীপুরে ৩ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে ৩,নোয়াখালীতে ৩,লক্ষ্মীপুরে ৩ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ :::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৭৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৩ জন এবং নোয়াখালী জেলায় ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৯০টি নমুনা পরীক্ষা করে লক্ষ্মীপুর জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে

    শনিবার (২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮১ জন।

    চট্টগ্রামে আক্রান্ত তিন জন যথাক্রমে চন্দনাইশের হারলা  ৪নং ওয়ার্ডের কেরানির বাড়ির ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী, সন্দ্বীপের গাছুয়া ৩নং ওয়ার্ড নাহিদ খান সাহেবের বাড়ির ২৪ বছর বয়সী যুবক ও রাঙ্গুনিয়ার ইছাখালী দাসপাড়া ইউনিয়নের ৪৫ বছর বয়সী নারী স্বাস্থ্যকর্মী।

    নোয়াখালী জেলার তিনজন হলেন- হাতিয়া উপজেলা ২ জন এক মহিলা বয়স (২৩), আরেকজন পুরুষ বয়স (২৮) অপরজন নোয়াখালী সদরে পুরুষ বয়স (২৫)।

    লক্ষ্মীপুরের তিনজনের মধ্যে রামগতি উপজেলায় ১ এবং রামগঞ্জ উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের ছয়জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মাইজদী প্রাইম হসপিটালের লকডাউন বাতিল

    মাইজদী প্রাইম হসপিটালের লকডাউন বাতিল

    নোয়াখালী জেলা সদরের মাইজদীতে অবস্থিত প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণার ৭ দিন পর লকডাউন বাতিল করা হয়েছে।

    শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লকডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান বলেন, লকডাউন ঘোষণার ৭দিন পর পরিচালক আইইডিসিআর’র পরামর্শ অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে শুধু ৫০৪ নম্বর কক্ষসহ হসপিটালটির ৫ম তলা লকডাউন রেখে অবশিষ্ট কক্ষগুলোর লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

    এর আগে গত (১৩ এপ্রিল) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পূর্বে প্রাইম হসপিটালে চিকিৎসা নেওয়ার তথ্য গোপন করার অভিযোগে প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণা করা হয়।

    জানা যায়, ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালের ৫০৪ নং কক্ষে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে ওই প্রবাসীর মৃত্যু হয়। মৃতের শরীরের নমুনা সংগ্রহ করার পরে করোনা পজেটিভ আসে। কর্তৃপক্ষ রোগীর নমুনা সংগ্রহ করার জন্য সিভিল সার্জন অফিসে না জানিয়ে তথ্য গোপন করায় গত ১৩ এপ্রিল রাত থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল হসপিটালটি।

  • করোনার তথ্য গোপন করায় নোয়াখালীর প্রাইম হাসপাতাল লকডাউন

    করোনার তথ্য গোপন করায় নোয়াখালীর প্রাইম হাসপাতাল লকডাউন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে জেলা সদরে অবস্থিত প্রাইম হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা নেওয়ার বিষয়টি প্রাইম হসপিটাল কৃর্তপক্ষ গোপন করায় ও জনগণের সার্বিক নিরাপত্তার স্বার্থে হসপিটালটি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

    সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান।

    তিনি জানান, ইতালি প্রবাসী মোরশেদ আলম গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালের ৫০৪ নং কক্ষে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গত ৮ এপ্রিল তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং ৯ এপ্রিল সকালে ঢাকা নেওয়ার পথে ওই প্রবাসীর মৃত্যু হয়।

    পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। গত শনিবার পরীক্ষায় ওই প্রবাসীর করোনা প্রজেটিভ আসে।
    তিনি আরও বলেন, প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ রোগীর নমুনা সংগ্রহ করার জন্য সিভিল সার্জন অফিসে না জানিয়ে তথ্য গোপন করেছে। তাই জনগণ ও ভর্তিকৃত রোগীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রাইম হসপিটালকে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

    একই সাথে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ খালি করে জীবানুমুক্ত করে সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

  • নোয়াখালীতে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যুর ৩দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত

    নোয়াখালীতে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যুর ৩দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত

    ২৪ ঘণ্টা জেলা সংবাদ || জ্বর শ্বাসকষ্ট নিয়ে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যুর তিনদিন পর তার শরীরে করোনার অস্তিত্ব সনাক্ত হওয়ার খবর জানা গেছে।

    গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

    ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে তার মরদেহ রাখা হয়, পরে সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করলে তার শরীরে করোনা পজেটিভ বলে জানা যায়।

    আজ শনিবার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই ব্যক্তির সংস্পর্শে যারা যারা এসেছে তাদের সনাক্ত করা হচ্ছে। সনাক্ত শেষে প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখা হবে। এছাড়া সোনাপুর ইউনিয়নকে লগডাউন করা হয়েছে।

    সিভিল সার্জন কার্যালয় ও নিহতের আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নভেম্বর মাসে ইতালি থেকে আসেন। মার্চের দিকে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

    সর্বশেষ গত ১০-১২ দিন আগে তার শরীরে পুনরায় জ্বর দেখা দেয় এবং ওই জ্বর তীব্র হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে পুনরায় ঢাকা পাঠান। তিনি ঢাকা গিয়ে আবার চলে আসেন।

    পরে তাকে গত বুধবার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে বৃহস্পতিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

    পরে তাকে ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে রাখা হলে সেখান থেকে তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয় এবং শনিবার পরীক্ষার ফলাফলে ওই ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

    জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান নিহত ওই ব্যক্তির শরীরে করোনা পজেটিভ হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তি ঢাকায় অনেকের সংস্পর্শে এসেছিল।

    ধারণা করা হচ্ছে ঢাকার কারো দ্বারা তিনি সংক্রমিত হয়েছে। এ ছাড়া তার সংস্পর্শে আসা ডাক্তার, নার্স, স্টাফ ও তার আত্মীয় স্বজনদের সনাক্ত করে তাদের কোয়ারিন্টিনে রাখা হবে এবং নিহত ব্যক্তির মরদেহ ঢাকায় দাফন করা হবে বলেও জানান তিনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি