নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-নোয়াপাড়া জোনাল অফিসে সামাজিক দূরত্ব বজায় না রেখে বিদ্যুৎ বিল প্রদান করেছে শত শত বিদ্যুৎ গ্রাহক।
সোমবার (১৮ মে) সকালে নোয়াপাড়া জোনাল অফিসে গিয়ে দেখা যায়, অফিসের নিচে একটি কক্ষে বিদ্যুৎ বিল গ্রহণ করছেন নোয়াপাড়া জোনাল অফিসের স্টাফ। এ সময় গ্রাহকরা সাড়িবদ্ধ হয়ে লাইনে দাঁড়ালেও সামাজিক দূরত্ব ছিলনা। একজন আরেকজনের সাথে ঠাসাঠাসি করে বিল দিতে দেখা গেছে গ্রাহকদের।
সিঁড়ি বেয়ে দ্বিতীয়তলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নোয়াপাড়া জোনাল অফিসে উঠে দেখা গেছে, অফিসের ভেতর অগণিত গ্রাহক সামাজিক দূরত্ব না মেনে বিল দেওয়ার জন্য অপেক্ষমান।
এ সময় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নোয়াপাড়া জোনাল অফিসের সহকারী ব্যাবস্থাপক আব্দুল হালিমের কাছে সামাজিক দুরত্ব না মেনে বিদ্যুৎ বিল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রাহকদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে বিল প্রদানের বিষয়ে বারবার বলা হলেও গ্রাহকরা তা মানছেনা।
বিল দিতে আসা কয়েকজন গ্রাহক জানান, অফিসের আলাদা কয়েকটি জায়গায় একসাথে বিল গ্রহণের ব্যাবস্থা নেওয়া হলে এভাবে ঠাসাঠাসি করে বিল প্রদান করতে হতোনা। করোনা পরিস্থিতি এই সংকটজনক সময়ে এমন চিত্র উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল।
২৪ ঘণ্টা/এম আর