Tag: নোয়াপাড়া

  • নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

    নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-নোয়াপাড়া জোনাল অফিসে সামাজিক দূরত্ব বজায় না রেখে বিদ্যুৎ বিল প্রদান করেছে শত শত বিদ্যুৎ গ্রাহক।

    সোমবার (১৮ মে) সকালে নোয়াপাড়া জোনাল অফিসে গিয়ে দেখা যায়, অফিসের নিচে একটি কক্ষে বিদ্যুৎ বিল গ্রহণ করছেন নোয়াপাড়া জোনাল অফিসের স্টাফ। এ সময় গ্রাহকরা সাড়িবদ্ধ হয়ে লাইনে দাঁড়ালেও সামাজিক দূরত্ব ছিলনা। একজন আরেকজনের সাথে ঠাসাঠাসি করে বিল দিতে দেখা গেছে গ্রাহকদের।

    সিঁড়ি বেয়ে দ্বিতীয়তলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নোয়াপাড়া জোনাল অফিসে উঠে দেখা গেছে, অফিসের ভেতর অগণিত গ্রাহক সামাজিক দূরত্ব না মেনে বিল দেওয়ার জন্য অপেক্ষমান।

    এ সময় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নোয়াপাড়া জোনাল অফিসের সহকারী ব্যাবস্থাপক আব্দুল হালিমের কাছে সামাজিক দুরত্ব না মেনে বিদ্যুৎ বিল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রাহকদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে বিল প্রদানের বিষয়ে বারবার বলা হলেও গ্রাহকরা তা মানছেনা।

    বিল দিতে আসা কয়েকজন গ্রাহক জানান, অফিসের আলাদা কয়েকটি জায়গায় একসাথে বিল গ্রহণের ব্যাবস্থা নেওয়া হলে এভাবে ঠাসাঠাসি করে বিল প্রদান করতে হতোনা। করোনা পরিস্থিতি এই সংকটজনক সময়ে এমন চিত্র উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা-পুলি ও বসন্ত উৎসব সম্পন্ন

    রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা-পুলি ও বসন্ত উৎসব সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মেয়েরা রং-বেরঙের শাড়ী, বাহারী সাজ আর মাথায় ফুলের খোঁপা, ছেলেদের পড়নে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবী পড়ে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মেতেছিল পিঠা-পুলি আর বসন্ত উৎসবে।

    শিক্ষার্থীদের সাথে উৎসবের রঙে মেতে উঠেন শিক্ষক-শিক্ষিকারা। বাসন্তী হাওয়ার দোলায় চড়ে উৎসবের রঙিন আভায় মেতেছিল সকলে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীি এমপি।

    উদ্বোধন শেষে অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপিকা সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন গভর্নিং কমিটির সদস্য এসএএম হোসাইন, ব্যবসায়ী লায়ন এম আবু বক্কর সিদ্দিকী,কলেজ উপাধ্যক্ষ ছৈয়দ উদ্দিন আহমেদ, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, জাহাঙ্গীর সিকদার, পথেরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ আরো অনেকেই।

    সভাশেষে প্রধান অতিথি উপস্থিত সূধীজনদের সাথে নিয়ে কলেজ মাঠের চারপাশে স্থাপিত শিক্ষার্থীদের পিঠাপুলির স্টলগুলো পরিদর্শন করেন। কলেজ মাঠের ১৫টি স্টলে রকমারি ডিজাইন আর সুস্বাধু পিটা-পুলির পসরা সাজিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে বিকেল অব্দি চলে উৎসব।

    পিটাপুলি উৎসবে অংশ নেওয়া স্টলগুলির মধ্যে ছিল পিঠা খাইলে আইয়ুন, নাম নাই, বাঙ্গালীর হেসেল, বি এম, পিঠা সমাহার, পিঠা কুটির, বি এসসি, পিঠাকুঞ্জ, বাঙ্গালী পিঠাঘর, মানবিক ও বিজ্ঞান দ্বিতীয় বর্ষ।

    পিটা খাইলি আইয়ুন স্টলে গিয়ে দেখা যায় ব্যবসায়ী শিক্ষা ‘খ’ বিভাগের কয়েকজন শিক্ষার্থী ২২ আইটেমের পিঠা সাজিয়েছেন তাদের স্টলে। সাগর, আবিদ, সাজেদা, মনির ও আদিল জানান, তাদের স্টলে পিঠা খেতে সকাল থেকেই ভীড় লেগে আছে।

    পিঠাঘরে সাতটি আইটেমের পিঠা নিয়ে স্টল খুলেছেন এইচএসসি দ্বিতীয় বর্ষের রেশমি, সাইমা ও সাদিয়া। কলেজের রোভার স্কাউটরা পিঠা সমাহার স্টলে ১৩ আইটেমের পিঠার পসরা সাজিয়েছেন। নজরুল, তৃষা সেন গুপ্তা, ইকরা, রেশমি ও তৃষা জানান, তাদের স্টলের পিঠা খু্ব ভালোই বিক্রী হয়েছে।

    অতিথি আপ্যায়ন পিঠা কুটিরে গিয়ে দেখা যায়, সেখানে ৩০ পদের পিঠার আয়োজন। বিক্রী বেশ ভালোই হয়েছে বলে জানান স্টলের ইয়াছমিন আকতার। তাদের স্টলে সুজির কেক, গাজর লাড্ডু বেশ ভালোই বিক্রি হয়েছে।

  • নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় কলেজের এ.বি.এম. ফজলে করিম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচক ছিলেন উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম, জাহাঙ্গীর সিকদার, আবুল বাশার , অধ্যাপক হারুনুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপিকা ফিফতাহেতুল জান্নাত, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন।

    বিদায়ী শিক্ষার্থী ইসরাত জাহান তালুকদার, মেরুনা আক্তার ও একান্ত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী পূজা বড়ুয়া।

    আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃতি, নৃত্য, গান, মুখাভিনয়, কৌতুক সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • নোয়াপাড়া পথেরহাটে ময়লা নির্দিষ্টস্থানে ফেলার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন

    নোয়াপাড়া পথেরহাটে ময়লা নির্দিষ্টস্থানে ফেলার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, আপনার আশপাশ পরিষ্কার রাখুন’ এই স্লোগান নিয়ে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ময়লা নির্দিষ্টস্থানে ফেলার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

    বুধবার (২৫ ডিসেম্বর) নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন কালে তিনি ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষের উদ্দেশ্যে বলেন, ক্লিন রাউজানের যে ইমেজ আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে সেই ইমেজ ধরে রেখে আমাদের সবাইকে নিজ নিজ উদ্যোগে আমাদের বাসাবড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে।

    তিনি বলেন, নোয়াপাড়া পথেরহাট একটি ঐহিত্যবাহী বানিজ্যিক এলাকা। এই এলাকাকে সুন্দর করে রাখা সকলের নৈতিক দায়িত্ব। তিনি এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।

    নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারের সার্বিক পরিকল্পনায় ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম, মো: এসকান্দর, মো: রাশেদ, মো: আরিফুল ইসলাম, মো: মহিউদ্দিন, কামরুল ইসলাম বাবু, সুখময় দাশ গুপ্ত ভুলু, মো: মনছুর, মো: আরিফ, মো: ইলিয়াছ, মো: আলী, মো: সেলিম প্রমুখ।

    উল্লেখ্য নোয়াপাড়া পথেরহাট বাজারে ‘ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ১৬টি ডাস্টবিন বসানো হয়।