Tag: নৌকা ডুবি

  • পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

    পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

    পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের লাশ নদীর পাড়ে রাখা হয়েছে।

    ইউএনও মো. সোলেমান আলী বলেন, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন।

    ইউএনও বলেন, লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। শনাক্ত হলে লাশ হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

    ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নৌকাটিতে ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

    ২৪ঘণ্টা/জেআর

  • কাপ্তাই ইসকনের তীর্থযাত্রার নৌকা ডুবি : ৪দিনপর রাঙ্গুনিয়ায় মিলল নিখোঁজ মা-ছেলের লাশ

    কাপ্তাই ইসকনের তীর্থযাত্রার নৌকা ডুবি : ৪দিনপর রাঙ্গুনিয়ায় মিলল নিখোঁজ মা-ছেলের লাশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কাপ্তাই কর্ণফুলি নদীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন)’র তীর্থযাত্রার নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিখোঁজের প্রায় চারদিন পর আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় কর্ণফুলী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত লাশ দুটি হলো মিরসরাই উপজেলার জোরারগন্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং তার স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।

    তথ্যটি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থাকার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

    এর আগে চট্টগ্রামের নন্দনকানন এলাকার রাধামাধব মন্দির থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ১২৭ জন সদস্য ৩টি বোট যোগে কাপ্তাইয়ের শীলছড়ি ভ্রমনে যায়।

    যাওয়ার পথে গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার কাপ্তাই উপজেলার কেপিএমের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে ৪৭ জন তীর্থযাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনার দিন প্রাণ হারিয়েছে চট্টগ্রামের হাজারী গলির রতন দে’র কন্যা দেবলীনা দে (১০)। আরো খবর : ইসকনের তীর্থযাত্রার নৌকাডুবি, এখনও নিখোঁজ মা-ছেলে

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে নৌকাটির সকল যাত্রীকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন মা ছেলে। দুদিন নদীতে অনেক তল্লাশি চালিয়ে টুম্পা ও তার ছেলের কোনো খোঁজ মেলেনি।

    অবশেষে চার দিন পর আজ মঙ্গলবার সকালে ২৭ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পুলিশ লাশ দুটি উদ্ধার করে।