রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস ও জরিমানা করা হয়।
রবিবার (১৪ মার্চ) রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে অভিযানে ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। এ সময় আইডিএফ এর এভিসিএফ, রাউজান থানা পুলিশের টিম অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য সম্প্রসারণকর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বিকেল ৪টার দিকে নদীর আজিমের ঘাট এলাকা থেকে অভিযান শুরু হয়ে কালুর ঘাট এলাকা পর্যন্ত অভিযান চলে। এ সময় ৩টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয় এবং ৮‘শ টাকা জরিমানা করা হয়। সন্ধ্যা ৬টার দিকে অভিযান সমাপ্ত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, ‘হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় রাউজান উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে অংশ হিসেবে ৩টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয় ও ৮‘শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’
২৪ ঘণ্টা/নেজাম