Tag: নৌকা প্রতীকের প্রার্থী

  • নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান খোরশেদ-হিরু’র

    নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান খোরশেদ-হিরু’র

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশদ আলম চৌধুরী ।

    আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় আমিরাবাদ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী এস.এম ইউনুচের সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান ।

    খোরশেদ আলম চৌধুরী বলেন, এস.এম ইউনুচ আমিরাবাদ ইউনিয়নের সবচেয়ে যোগ্যতম প্রার্থী। তাঁকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকা উপহার দিয়েছেন। তাই আগামী ২০ অক্টোবর শেখ হাসিনার প্রার্থী ইউনুচকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
    বর্ধিত সভার প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেন, ইউনুচ চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমিরাবাদের ব্যাপক উন্নয়ন হবে।

    তিনি আরো বলেন, নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনগুলো তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

    উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্য্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল আবছার, আলহাজ্ব হারুনুর রশিদ রাসু, ডা: এমরান, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী এবং দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো: শাহজাহান।

    এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন, আওয়ামী লীগ নেতা সোলাইমান, ইসমাঈল, জমির উদ্দিন, আজিমুল হক, মো: ইকবাল ও আব্দুল গফুর প্রমুখ।

    ২৪ ঘণ্টা/সায়েম/আজাদ

  • চসিক নির্বাচন : ব্যক্তিগতভাবে আমার কোন চাওয়া-পাওয়া নেই-এম রেজাউল

    চসিক নির্বাচন : ব্যক্তিগতভাবে আমার কোন চাওয়া-পাওয়া নেই-এম রেজাউল

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে আমার ব্যক্তিগতভাবে কোন চাওয়া-পাওয়া নেই। আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় আদর্শিক ও সামষ্টিক স্বার্থকেই প্রাধন্য দিয়ে আসছি।

    আজ বুধবার ১১ মার্চ সকালে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সাথে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    নৌকার প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী তার প্রধান নির্বাচনী কার্য্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দ্যোশ্য করে বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রতিটি এলাকায় ঘরে ঘরে আমার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দিন। আমার দৃঢ় বিশ্বাস সেই কাজটি আপনারা আন্তরিকতার সাথে দায়িত্বটি পালন করবেন।

    তিনি আরো বলেন, আমার পূর্বসূরী সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী এবং বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দীন চট্টগ্রামের উন্নয়নে যে পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেন, আমি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিক্তিতে সেগুলো বাস্তবায়ন করবো।

    চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর সভাপতিত্বে ও মমতাজ বেগম রোজীর সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময়র সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, উত্তর জেলা আওয়ামীলীগের নেতা জসিম উদ্দীন শাহ প্রমুখ।

    মতবিনিময় সভায় যুব মহিলা লীগের ৪৩টি ওয়ার্ডের সাংগঠনিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।