২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মো. লেদু মিয়া (৫০)। সে টাংগাইল জেলার গোপালপুর থানার ফলসিয়া গ্রামের আব্দুল গনির পুত্র।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সাকাল ৬ টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সালেহ কার্পেট এলাকায় আবুল খায়ের স্টীল মিলের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত লেদু মিয়া বাংলাদেশের নৌ বাহিনীর মাদামবিবির হাট (বানৌজা)তে সিভিল স্টাফ হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সকালে বাইসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-০১০১) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ড্রাইভার থানায় আটক আছে।
২৪ ঘণ্টা/কামরুল/রাজীব