Tag: নৌবাহিনীর

  • সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নৌবাহিনীর সিভিল স্টাফ নিহত

    সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নৌবাহিনীর সিভিল স্টাফ নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মো. লেদু মিয়া (৫০)। সে টাংগাইল জেলার গোপালপুর থানার ফলসিয়া গ্রামের আব্দুল গনির পুত্র।

    আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সাকাল ৬ টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সালেহ কার্পেট এলাকায় আবুল খায়ের স্টীল মিলের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।

    নিহত লেদু মিয়া বাংলাদেশের নৌ বাহিনীর মাদামবিবির হাট (বানৌজা)তে সিভিল স্টাফ হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

    সকালে বাইসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-০১০১) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ড্রাইভার থানায় আটক আছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ মাসুদ রানা (২৪) নামে এক নৌ বাহিনীর লেন্স নায়েক নিহত হয়েছে।

    বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ মাসুদ রানার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

    জানা যায়, মাদামবিবির হাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটির অদুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাসুদ রানা।

    তাকে উদ্ধার চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর একজন লেন্স নায়েক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল মিসাইল উৎক্ষেপণ

    বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল মিসাইল উৎক্ষেপণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ব্যুরো : বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের দীর্ঘ ১৮ দিনের মহড়ার শেষ দিনে মিসাইল উৎক্ষেপণ করা হয়।

    ১৮ দিনব্যাপী মহড়ায় বাংলাদেশ নৌ বাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রল ক্রাফট, মিসাইল বোট, মেরিটাইম পেট্রল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে। এ ছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছে।

    বুধবার (১৫ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন-নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। পরিকল্পনামন্ত্রী যুদ্ধজাহাজ বানৌজা বঙ্গবন্ধু থেকে মহড়া পরিদর্শন করেন।

    এর আগে সকালে মন্ত্রী জাহাজে পৌঁছালে কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক ক্যাপ্টেন কেইউএম আমানত উল্লাহ তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়।

    চার ধাপে অনুষ্ঠিত মহড়ার বিশেষ দিকগুলো হচ্ছে-নৌবহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকার নৌ স্থাপনাগুলোর মহড়া ইত্যাদি।

    চূড়ান্ত দিনের মহড়ায় ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার লাঞ্চড স্যাম ফায়ারিং, অ্যান্টি এয়ার রেপিড ওপেন ফায়ার, আরডিসি ফায়ার, ডিবিএসএস/নৌ কমান্ডো মহড়া ও নৌযুদ্ধের কলাকৌশল।

    এবারের মহড়ার মূল প্রতিপাদ্য ছিল-সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্রপথের নিরাপত্তা বিধানসহ চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র সংরক্ষণ ও সমুদ্র এলাকার প্রহরা নিশ্চিতকরণ।