২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে এবার সরে দাড়ানোর ঘোষণা দিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।
বুধবার ৮ জানুয়ারি বিকেলে এনডিপির চেয়ারম্যান মো. আবদুল মুকাদ্দিম স্বাক্ষরিত গণমাধ্যমের মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ২০ দলীয় জোটের সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকারের উন্নয়ণমূলক ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়ে দেশ উন্নয়ণের কর্মে নিয়োজিত থাকবে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।