Tag: ন ডরাই

  • সেন্সরের অনুমতি পেল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘ন ডরাই’

    সেন্সরের অনুমতি পেল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘ন ডরাই’

    অবশেষে সেন্সর সনদ পেল চলচ্চিত্র ‘ন ডরাই’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘ন ডরাই’-এর বেশ কিছু সংলাপে সেন্সর বোর্ডের আপত্তি থাকায় নির্ধারিত ২৯ নভেম্বরের মুক্তি নিয়ে সংশয় দেখা যায়। সেন্সর সনদ পাওয়াতে ছবিটির মুক্তিতে আর বাধা নেই।

    ছবির পরিচালক তানিম রহমান অংশু জানান, সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। তবে সেন্সর বোর্ড থেকে নীতিমালা অনুযায়ি আমাদের কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে।

    ‘সার্ফিং’ নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘ন ডরাই’ প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল।

    এই ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।