২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে জামালখান এলাকার চট্টমেট্রো রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৬ জানুয়ারি রবিবার দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
অভিযান চলাকালে অভিযাত এ রেস্টুরেন্টের ফ্রিজ খুলতেই দেখা যায় ফ্রিজে সাজানো রয়েছে আগের দিনের পঁচা ও বাসি খাবার। বাটি করে রাখা ছিলো আগের দিনের রান্না করা চিকেন কারি, গরুর মাংস, নুডলস ও চিকেন ফ্রাই। তাছাড়া ফ্রিজে রাখা বোরহানি ও দইয়ের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই।
ফ্রিজে রাখা পঁচা ও বাসি খাবার অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশেনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
তিনি বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে মাঠে রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। তারই ধারাবাহিকতায় রবিবার নগরীর জামালখান এলাকার চট্টমেট্টো রেস্টুরেন্টে অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার পরিবেশন এবং মেয়াদউর্ত্তীন্ন খাবার ফ্রিজে সংরক্ষণ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতের জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করার কথা বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।