২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার (১০মে) ১২৫ জনের নমুনা পরীক্ষার পর ১০ জনের রিপোর্ট পজেটিভ আসে।
আজ ১০ মে রবিবার বিকেলে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১২৫টি নমুনা পরীক্ষা করে ১১৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
১০ জনের পজিটিভ আসে। এরমধ্যে কক্সবাজার সদর ৬, চকরিয়া ১, উখিয়া ১ ও পেকুয়া উপজেলার ২ জন করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়।এনিয়ে কক্সবাজার জেলায় করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৯১ জন।
২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি