Tag: পঞ্চগড়

  • পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

    পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

    পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের লাশ নদীর পাড়ে রাখা হয়েছে।

    ইউএনও মো. সোলেমান আলী বলেন, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন।

    ইউএনও বলেন, লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। শনাক্ত হলে লাশ হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

    ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নৌকাটিতে ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

    ২৪ঘণ্টা/জেআর

  • পঞ্চগড়ে এসএসসি’০০-এইচএসসি’০২ ব্যাচ ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    পঞ্চগড়ে এসএসসি’০০-এইচএসসি’০২ ব্যাচ ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

    মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই গ্রুপ এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নস্থ “কায়েতপাড়া তালমা” তে ১০০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করে।

    উল্লেখিত এই বিতরণ কাজে গ্রুপটির ঢাকা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও এর ১৫ জন সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এসময় তারা কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দুরুত্ব ও মাস্ক ব্যাবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

    আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৬ হাজার সদস্যের পরিবারটি গত ১৫ নভেম্বর ২০২০ তারিখে ৪র্থ বর্ষে পদার্পণ করে।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/এম এম আর

  • ধর্ষণে সহায়তার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

    ধর্ষণে সহায়তার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

    পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ধর্ষণে সহায়তা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

    শুক্রবার রাতে পঞ্চগড় জেলা মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞোপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে গত ১৬ জুলাই তার বিরুদ্ধে (আবিদা সুলতানা লাকি) পঞ্চগড়ের বোদা থানায় একটি মামলা হয়।

    মামলার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব মহিলা লীগ পঞ্চগড় জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী দলবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।

    গত বৃহস্পতিবার উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তা করায় আবিদা সুলতানা লাকিকে আটক করে বোদা থানা পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

    পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

    পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

    শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেকরমারী এলাকার জয়নাল আবেদীনের ছেলে অটোরিকশাচালক রফিক (৪২), একই উপজেলার রায়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মাকুত হোসেন (৪০), সাহেবজোত এলাকার আকবর আলীর স্ত্রী নার্গিস বেগম (৩৫), বদিনা জোত ছুড়িভিটা এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে আকবর আলী (৭০), একই এলাকার মৃত আকবর আলীর স্ত্রী নুরীমা (৪৫), তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে লাবু হোসেন (৪০) ও তার স্ত্রী মুক্তি বেগম (৩৬)।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পঞ্চগড় থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিলো। মাগুরমারি এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটি সেখানে মোড় নিচ্ছিলো। এ সময় বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে অটোরিকশার সাত যাত্রীর মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুইজনকে গুরুতর আহতাবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার। তিনি জানান, উদ্ধার কাজে অংশ নিয়েছে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

    এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের ওপর হামলা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। এ সময় হামলায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল, কনস্টেবল রিপন, সফিউল ও স্থানীয় সাংবাদিক দিদার হোসেন বাদশা আহত হয়েছেন।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

  • দীর্ঘ প্রতিক্ষার পর সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় টি এমপিও ভুক্ত: স্বস্তির নিঃশ্বাস

    দীর্ঘ প্রতিক্ষার পর সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় টি এমপিও ভুক্ত: স্বস্তির নিঃশ্বাস

    “ শিক্ষা নিয়ে গড়বো দেশ- শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে বাস্তবায়ন করার অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় টি সম্প্রতি এমপিও ভুক্ত হয়।

    বিদ্যালয়ের এমপিও’র খবর শুনে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টরা সহ এলাকাবাসী তাৎক্ষনিক আনন্দ উল্লাস করেছেন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে অভিনন্দন জানিয়েছেন।

    এমপিওর ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইন্তাজুল হক বলেন, সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৮ সালে স্থাপিত হয়। নিজস্ব অর্থায়নে শ্রেণি কক্ষের জন্য একটি টিন সেট পাকা ঘর নিমার্ণ করা হয়। ১৯৯৯ সালের ০১ জানুয়ারি বিদ্যালয়ের পুর্বানুমতি পেয়েছি এবং ২০০২ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করি। দীর্ঘদিন ধরে মানবেতর অবস্থায় দিনাতিপাত করলেও বিদ্যালয়ের হাল ছাড়িনি। বিদ্যালয়ের ঘরের টিনগুলো মরিচা ধরে নষ্ট হচ্ছে, পাকা ঘরটিও অর্থাভাবে সংস্কার করতে পারিনি, জরাজীর্ণ শ্রেণি কক্ষে ক্লাস নিতে হয়।

    তিনি বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে যারা শিক্ষক-কর্মচারী রয়েছি, ২/৪ বছরের মধ্যে অবসরে যেতে হবে।

    এব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক বলেন, আমাদের এলাকায় কোন হাই স্কুল না থাকার কারণে এই নিভৃত পল্লী এলাকার মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। সেই সময় বিষয়টি মাথায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি স্থাপন করি।

    বিদ্যালয়ের জমি দাতা কিরণ চন্দ্র সেন বলেন, আমাদের এলাকা নারী শিক্ষা থেকে অনেক পিছিয়ে থাকার কারণে আমি সহ গ্রামের কয়েকজন বিদ্যালয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছি। সবার সিদ্ধান্তমতে বিদ্যালয়টির নাম রাখা হয় সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যে আশায় জমি দান করেছি সৃষ্টিকর্তার অসীম কৃপায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশা পুরণ করেছেন। আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি।